যানবাহনে স্বাস্থ্যবিধি অমান্য ২৩ মামলা-জরিমানা

স্বাস্থ্যবিধি না মেনে যানবাহন চালনায় বাগেরহাটে ২৩টি মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে, গত বুধবার পর্যন্ত বাগেরহাট জেলায় মোট ৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি না মেনে যান চলাচল করায় বাগেরহাট জেলা প্রশাসনের নিয়ন্ত্রীত ভ্রাম্যমান আদালত টিম বুধবার একদিনে ২৩টি মামলা দিয়েছে। এ সময় মোট ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে, বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবির বুধবার বিকেলে জানান, জেলায় এ পর্যন্ত মোট ৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জন পুরুষ ও ১২ জন নারী। ২ জন মারা গেছেন এবং ৭ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের মধ্যে ২৭ জনই বহিরাগত এদিকে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন বাজারের মোট ১১টি ক্ষুদ্র দোকানে ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান চালিয়ে মোট ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ জানান। গত বুধবার সন্ধ্যার আগে কচুয়া সদর বাজার, ভাষা বাজার ও মঘিয়া মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মিস্টির দোকান, কীটনাশকের দোকান, মুদি ও চায়ের দোকানসহ ১১টি দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি তাদের কে সতর্ক করা হয়।

শুক্রবার, ০৫ জুন ২০২০ , ২২ জৈষ্ঠ ১৪২৭, ১২ শাওয়াল ১৪৪১

যানবাহনে স্বাস্থ্যবিধি অমান্য ২৩ মামলা-জরিমানা

প্রতিনিধি, বাগেরহাট

স্বাস্থ্যবিধি না মেনে যানবাহন চালনায় বাগেরহাটে ২৩টি মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে, গত বুধবার পর্যন্ত বাগেরহাট জেলায় মোট ৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি না মেনে যান চলাচল করায় বাগেরহাট জেলা প্রশাসনের নিয়ন্ত্রীত ভ্রাম্যমান আদালত টিম বুধবার একদিনে ২৩টি মামলা দিয়েছে। এ সময় মোট ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে, বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবির বুধবার বিকেলে জানান, জেলায় এ পর্যন্ত মোট ৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জন পুরুষ ও ১২ জন নারী। ২ জন মারা গেছেন এবং ৭ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের মধ্যে ২৭ জনই বহিরাগত এদিকে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন বাজারের মোট ১১টি ক্ষুদ্র দোকানে ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান চালিয়ে মোট ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ জানান। গত বুধবার সন্ধ্যার আগে কচুয়া সদর বাজার, ভাষা বাজার ও মঘিয়া মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মিস্টির দোকান, কীটনাশকের দোকান, মুদি ও চায়ের দোকানসহ ১১টি দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি তাদের কে সতর্ক করা হয়।