ঈদে ১৬ নাটকে ফারিন

তাসনিয়া ফারিন, এই প্রজন্মের আলোচিত তরুণ অভিনেত্রী। গত রোজার ঈদে বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউব ফারিন অভিনীত ষোলটি নাটক প্রচার হয়েছে। নাটকগুলো হচ্ছে ‘মন ছুটে যায়’, ‘দেবদাস জুলিয়েট’, ‘লুকিয়ে বাঁচুক ভালোবাসা’, ‘আমি পাগল বলছি’, ‘কালাচাঁন ০০৭’, ‘রাজনীতি পার্ট ওয়ান’, ‘রাজনীতি পার্ট টু’, ‘ডেঞ্জার লাভ’, ‘ ‘পাশের বাসার মেয়ে’, ‘চলো পালাই’, ‘মনে মনে’, ‘আনলিমিটেড পেরা’, ‘ফেক আইডি’, ‘ডেটিং সেটিং’, ‘ফেক প্রেম’, ‘টয় বয়’। এই নাটকগুলোর শুটিংয়ের কাজ তিনি শেষ করেছিলেন লকডাউন শুরু হবার আগেই অর্থাৎ গত ১৮ মার্চ ফারিন সর্বশেষ নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন। ঈদের কাজগুলো প্রসঙ্গে ফারিন বলেন, ‘সবগুলো নাটকে অভিনয়ের জন্যই বেশ সাড়া পাচ্ছি। একেক জনের কাছে একেকটি নাটক আলাদাভাবে ভালো লাগার সৃষ্টি করছে। আমার নিজের বেশি ভালো লেগেছে পাশের বাসার মেয়ে (পরিচালক ইমরাউল রাফাত) এবং ডেঞ্জার লাভ। এবারের ঈদে এই দুটো নাটক আমার ভীষণ পছন্দের। তবে এটা সত্য দর্শকের কাছ থেকে বেশি সাড়া পাচ্ছি দেবদাস জুলিয়েট নাটকের জন্য। ডেঞ্জার লাভ’ নাটকে পুরান ঢাকার ভাষায় প্রথম কাজ করেছি। যদিও ভুল ত্রুটি ছিল ভাষা বলাতে, কিন্তু তারপরও সবাই বেশ প্রশংসা করছেন।’

শুক্রবার, ০৫ জুন ২০২০ , ২২ জৈষ্ঠ ১৪২৭, ১২ শাওয়াল ১৪৪১

ঈদে ১৬ নাটকে ফারিন

বিনোদন প্রতিবেদক |

image

তাসনিয়া ফারিন, এই প্রজন্মের আলোচিত তরুণ অভিনেত্রী। গত রোজার ঈদে বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউব ফারিন অভিনীত ষোলটি নাটক প্রচার হয়েছে। নাটকগুলো হচ্ছে ‘মন ছুটে যায়’, ‘দেবদাস জুলিয়েট’, ‘লুকিয়ে বাঁচুক ভালোবাসা’, ‘আমি পাগল বলছি’, ‘কালাচাঁন ০০৭’, ‘রাজনীতি পার্ট ওয়ান’, ‘রাজনীতি পার্ট টু’, ‘ডেঞ্জার লাভ’, ‘ ‘পাশের বাসার মেয়ে’, ‘চলো পালাই’, ‘মনে মনে’, ‘আনলিমিটেড পেরা’, ‘ফেক আইডি’, ‘ডেটিং সেটিং’, ‘ফেক প্রেম’, ‘টয় বয়’। এই নাটকগুলোর শুটিংয়ের কাজ তিনি শেষ করেছিলেন লকডাউন শুরু হবার আগেই অর্থাৎ গত ১৮ মার্চ ফারিন সর্বশেষ নাটকের শুটিং-এ অংশ নিয়েছেন। ঈদের কাজগুলো প্রসঙ্গে ফারিন বলেন, ‘সবগুলো নাটকে অভিনয়ের জন্যই বেশ সাড়া পাচ্ছি। একেক জনের কাছে একেকটি নাটক আলাদাভাবে ভালো লাগার সৃষ্টি করছে। আমার নিজের বেশি ভালো লেগেছে পাশের বাসার মেয়ে (পরিচালক ইমরাউল রাফাত) এবং ডেঞ্জার লাভ। এবারের ঈদে এই দুটো নাটক আমার ভীষণ পছন্দের। তবে এটা সত্য দর্শকের কাছ থেকে বেশি সাড়া পাচ্ছি দেবদাস জুলিয়েট নাটকের জন্য। ডেঞ্জার লাভ’ নাটকে পুরান ঢাকার ভাষায় প্রথম কাজ করেছি। যদিও ভুল ত্রুটি ছিল ভাষা বলাতে, কিন্তু তারপরও সবাই বেশ প্রশংসা করছেন।’