আইসোলেশনে মৃত্যুর ঘটনায় মামলা

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে করোনা ওয়ার্ডে আগুনের ঘটনায় আইসোলেশনে থাকা রোগীদের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে মারা যাওয়া এক রোগীর স্বজন বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গতকাল মামলাটি আদালতে পাঠালে আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত করে আগামী ৫ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের অবহেলার কারণে আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমান মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার সুদীপ কুমার চক্তবর্তী জানান, বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় একটি মামলা করেন রোনাল্ড মিকি গোমেজ। তিনি অগ্নিকাণ্ডে নিহত অ্যান্থনি ভের্নন পলের মেয়ের জামাই। মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, যদিও এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদের নেতৃত্বে ৩ সদস্যের গঠিত তদন্ত কমিটি আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। ঘটনার পর পরই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে। আগুনের নেপথ্যে কর্তৃপক্ষের গাফলতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যে মামলাটি দায়ের করা হয়েছে সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের পেছনে ইউনাইটেড হাসপাতালের অবহেলাকে দোষারোপ করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। প্রয়োজনে সময় নেয়া হবে।

মামলার বাদী রোনাল্ড মিকি গোমেজ বলেন, আমি তাদের অবহেলাগুলো তুলে ধরে থানায় একটি অভিযোগ দেই। পরে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে (মূল ভবনের বাইরে স্থাপিত) আগুন লাগে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। যাদের মরদেহ উদ্ধার করা হয় তারা হলেন- রিয়াজুল আলম (৪৫), খাদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হাসেন (৭৫) ও মো মাহাবুব (৫০)। তারা সবাই হাসপাতালের আইসোলেশন ইউনিটে করােনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।এ ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল সংলগ্ন তবে মূল ভবনের বাইরের আইসোলেশন ইউনিটে সম্ভবত শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড সৃষ্টি হয় এবং কয়েক মিনিটের মধ্যে আগুন আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই সময় আবহাওয়া খারাপ ছিল ও বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে দুর্ভাগ্যবশত এখানে ভর্তি পাঁচজন রোগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি এবং ভেতরে থাকা এই পাঁচজন রোগী মৃত্যুবরণ করেন। তারা করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। দমকল বাহিনীকে তাৎক্ষণিক খবর দেয়া। হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ও দমকল বাহিনীর সহায়তায় ১৫-২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দমকল বাহিনী তদন্ত করছে এবং ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ এ সম্পর্কে তাদের পূর্ণ সহায়তা প্রদান করছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদরদফতর এ ঘটনার তদন্তের জন্য উপপরিচালক (ঢাকা) দেবাশিস বর্ধনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। পাশাপাশি একটি অপমৃত্যুর মামলা করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর পরই সিআইডির ক্রাইম সিন ইউনিট, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, করোনা ইউনিটে অতিরিক্ত ধাহ্য পর্দার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। এছাড়া ভেতরে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ভালো ছিল না। কর্তৃপক্ষের গাফলতির কারণে আগুন লেগেছে।

আরও খবর
মানুষকে সুরক্ষা দিতে সরকার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
সমালোচনার পরিবর্তে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান কাদেরের
স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
করোনায় চট্টগ্রামে ডাক্তার, আ’লীগ নেতাসহ ৬ জনের মৃত্যু
উন্নত বিশ্বকে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের আহ্বান বাংলাদেশের
করোনা রোগী ভর্তির উদ্যোগ
করোনা উপশমে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করা যাবে ডব্লিউএইচও
কাউন্সিলর নির্যাতনের প্রতিবাদে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ
প্রাথমিক বিদ্যালয় ১৫ জুন পর্যন্ত বন্ধ
গোপালগঞ্জে আরও ২ মানবপাচারকারী গ্রেফতার
তরুণী ধর্ষণ মামলায় ২ জন গ্রেফতার
নদী ভাঙনে আশ্রয়কেন্দ্র হুমকির মুখে
এএসপির বিরুদ্ধে ভ্রুণ হত্যা ও নারী নির্যাতন মামলা স্ত্রীর

শুক্রবার, ০৫ জুন ২০২০ , ২২ জৈষ্ঠ ১৪২৭, ১২ শাওয়াল ১৪৪১

ইউনাইটেডে আগুন

আইসোলেশনে মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে করোনা ওয়ার্ডে আগুনের ঘটনায় আইসোলেশনে থাকা রোগীদের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে মারা যাওয়া এক রোগীর স্বজন বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ গতকাল মামলাটি আদালতে পাঠালে আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত করে আগামী ৫ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের অবহেলার কারণে আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমান মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার সুদীপ কুমার চক্তবর্তী জানান, বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় একটি মামলা করেন রোনাল্ড মিকি গোমেজ। তিনি অগ্নিকাণ্ডে নিহত অ্যান্থনি ভের্নন পলের মেয়ের জামাই। মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, যদিও এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদের নেতৃত্বে ৩ সদস্যের গঠিত তদন্ত কমিটি আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। ঘটনার পর পরই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে। আগুনের নেপথ্যে কর্তৃপক্ষের গাফলতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যে মামলাটি দায়ের করা হয়েছে সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের পেছনে ইউনাইটেড হাসপাতালের অবহেলাকে দোষারোপ করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। পুলিশ মামলার তদন্ত করছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। প্রয়োজনে সময় নেয়া হবে।

মামলার বাদী রোনাল্ড মিকি গোমেজ বলেন, আমি তাদের অবহেলাগুলো তুলে ধরে থানায় একটি অভিযোগ দেই। পরে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে (মূল ভবনের বাইরে স্থাপিত) আগুন লাগে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। যাদের মরদেহ উদ্ধার করা হয় তারা হলেন- রিয়াজুল আলম (৪৫), খাদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হাসেন (৭৫) ও মো মাহাবুব (৫০)। তারা সবাই হাসপাতালের আইসোলেশন ইউনিটে করােনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।এ ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল সংলগ্ন তবে মূল ভবনের বাইরের আইসোলেশন ইউনিটে সম্ভবত শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড সৃষ্টি হয় এবং কয়েক মিনিটের মধ্যে আগুন আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই সময় আবহাওয়া খারাপ ছিল ও বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে দুর্ভাগ্যবশত এখানে ভর্তি পাঁচজন রোগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি এবং ভেতরে থাকা এই পাঁচজন রোগী মৃত্যুবরণ করেন। তারা করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। দমকল বাহিনীকে তাৎক্ষণিক খবর দেয়া। হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ও দমকল বাহিনীর সহায়তায় ১৫-২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দমকল বাহিনী তদন্ত করছে এবং ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ এ সম্পর্কে তাদের পূর্ণ সহায়তা প্রদান করছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদরদফতর এ ঘটনার তদন্তের জন্য উপপরিচালক (ঢাকা) দেবাশিস বর্ধনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। পাশাপাশি একটি অপমৃত্যুর মামলা করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর পরই সিআইডির ক্রাইম সিন ইউনিট, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, করোনা ইউনিটে অতিরিক্ত ধাহ্য পর্দার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। এছাড়া ভেতরে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ভালো ছিল না। কর্তৃপক্ষের গাফলতির কারণে আগুন লেগেছে।