তরুণী ধর্ষণ মামলায় ২ জন গ্রেফতার

রাজধানীর খিলক্ষেত থানার বনরূপা আবাসিক এলাকার এক তরুণীকে ধর্ষণের মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. তুহিন (২৪) ও মো. সজিব শেখ (২২)। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি মুঠো ফোন উদ্ধার করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড হেফাজতে আনা হয়। পরে তারা ঘটনার দ্বায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেয়।

খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গত ২৮ মে বিকেলের দিকে ধর্ষণের শিকার ওই তরুণীসহ আরও কয়েকজন খিলক্ষেত থানার বনরূপা আবাসিক এলাকায় ঘুরতে যান। তারা সেখানে ছনক্ষেতে বসে গল্প করছিলেন। এক পর্যায়ে কয়েকজন দুষ্কৃতকারী তাদের মিথ্যা কথা বলে পাশের একটি বাউন্ডারি করা নির্জন প্লটে নিয়ে যায় এবং তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুষ্কৃতকারীদের একজন ভুক্তভোগী ওই তরুণীকে ধর্ষণ করেন ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরের দিন ভুক্তভোগী তরুণীর ভাই খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে দুর্বৃত্তদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা শুরু করে।

খিলক্ষেত থানার ওসি আরও জানান, অভিযানকালে খিলক্ষেত থানার বটতলা ফকির বাড়ি এলাকা থেকে প্রথমে মো. তুহিনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অপর অভিযুক্ত মো. সজিব শেখকে গ্রেফতার করে পুলিশ। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম গঠন করা হয়। পরে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পর আদালতে হাজির করে রিমান্ড হেফাজতে আনা হয়। গতকাল তাদের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়। আদালতে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা চুরি ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।

আরও খবর
মানুষকে সুরক্ষা দিতে সরকার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
সমালোচনার পরিবর্তে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান কাদেরের
স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
করোনায় চট্টগ্রামে ডাক্তার, আ’লীগ নেতাসহ ৬ জনের মৃত্যু
উন্নত বিশ্বকে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের আহ্বান বাংলাদেশের
করোনা রোগী ভর্তির উদ্যোগ
করোনা উপশমে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করা যাবে ডব্লিউএইচও
আইসোলেশনে মৃত্যুর ঘটনায় মামলা
কাউন্সিলর নির্যাতনের প্রতিবাদে মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ
প্রাথমিক বিদ্যালয় ১৫ জুন পর্যন্ত বন্ধ
গোপালগঞ্জে আরও ২ মানবপাচারকারী গ্রেফতার
নদী ভাঙনে আশ্রয়কেন্দ্র হুমকির মুখে
এএসপির বিরুদ্ধে ভ্রুণ হত্যা ও নারী নির্যাতন মামলা স্ত্রীর

শুক্রবার, ০৫ জুন ২০২০ , ২২ জৈষ্ঠ ১৪২৭, ১২ শাওয়াল ১৪৪১

খিলক্ষেত

তরুণী ধর্ষণ মামলায় ২ জন গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর খিলক্ষেত থানার বনরূপা আবাসিক এলাকার এক তরুণীকে ধর্ষণের মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. তুহিন (২৪) ও মো. সজিব শেখ (২২)। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি মুঠো ফোন উদ্ধার করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড হেফাজতে আনা হয়। পরে তারা ঘটনার দ্বায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দেয়।

খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গত ২৮ মে বিকেলের দিকে ধর্ষণের শিকার ওই তরুণীসহ আরও কয়েকজন খিলক্ষেত থানার বনরূপা আবাসিক এলাকায় ঘুরতে যান। তারা সেখানে ছনক্ষেতে বসে গল্প করছিলেন। এক পর্যায়ে কয়েকজন দুষ্কৃতকারী তাদের মিথ্যা কথা বলে পাশের একটি বাউন্ডারি করা নির্জন প্লটে নিয়ে যায় এবং তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুষ্কৃতকারীদের একজন ভুক্তভোগী ওই তরুণীকে ধর্ষণ করেন ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরের দিন ভুক্তভোগী তরুণীর ভাই খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে দুর্বৃত্তদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা শুরু করে।

খিলক্ষেত থানার ওসি আরও জানান, অভিযানকালে খিলক্ষেত থানার বটতলা ফকির বাড়ি এলাকা থেকে প্রথমে মো. তুহিনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অপর অভিযুক্ত মো. সজিব শেখকে গ্রেফতার করে পুলিশ। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম গঠন করা হয়। পরে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পর আদালতে হাজির করে রিমান্ড হেফাজতে আনা হয়। গতকাল তাদের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়। আদালতে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা চুরি ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত।