বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম কিবরিয়ার মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. এসএএম গোলাম কিবরিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বৃহস্পতিবাল গভীরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল সকালে ফেনী জেলার পারিবারিক কবরস্থানে তার জানাজা শেষে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনকান্তি বড়ুয়া ও তার ছাত্ররা গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও ড্যাব নেতা বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. সাইফুল ইসলাম শোক প্রকাশ করেন। তার ছাত্ররা তার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া ছেয়েছেন। তার পরিচিত সাংবাদিক, পেশাজীবীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

প্রফেসর ডা. গোলাম কিবরিয়া ১৯৪৮ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি লাভ করেন। প্রফেসর কিবরিয়া প্রায় ৪ দশক ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটির ইউরোলজি বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ন (বিসিপিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বিএইউএস) সভাপতি ছিলেন।

পারিবারিকভাবে তিনি স্ত্রী, ২ কন্যা ও একমাত্র চিকিৎসক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ও এক কন্যা আমেরিকা থাকেন। তার বহু ছাত্র ছাত্রী বিদেশে মানবসেবায় নিয়োজিত। তার শিক্ষা ও সেবা চিরদিন মানুষ স্মরণ করবেন।

আরও খবর
মশক নিধন কার্যক্রম শুরু আজ থেকে
পরিবেশ সংরক্ষণে যত্নবান হলে ভাইরাস থেকে সুরক্ষা দেয়া সহজ হতো : তথ্যমন্ত্রী
আম পরিবহনে ‘ম্যাংগো’ স্পেশাল ট্রেন
মানবিক সহায়তায় ৯ হাজার টন চাল ও ৬ কোটি টাকা বরাদ্দ
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে দুদক চেয়ারম্যান
মন্দায় টিকে থাকতে কৃষিখাতের ওপর জোর দিতে হবে মির্জা ফখরুল
চেয়ারম্যান রাঢ়ী গ্রেফতার
প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তালিকায় বিত্তশালীদের নাম
জেলেরা নেই জেলে তালিকায়
গোয়েন্দা পুলিশের ওপর হামলা, ৮ আসামি ছিনতাই
হোটেল-মোটেল খোলার প্রস্তুতি
স্নানযাত্রা উৎসব পালিত
সাত দিনেও মামলা নেয়নি পুলিশ
করোনা পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান, তিন জনকে জরিমানা
কক্সবাজার ‘রেড জোনে’ আবারও লকডাউন

শনিবার, ০৬ জুন ২০২০ , ২৩ জৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

করোনায়

বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম কিবরিয়ার মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক |

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. এসএএম গোলাম কিবরিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বৃহস্পতিবাল গভীরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল সকালে ফেনী জেলার পারিবারিক কবরস্থানে তার জানাজা শেষে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনকান্তি বড়ুয়া ও তার ছাত্ররা গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও ড্যাব নেতা বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. সাইফুল ইসলাম শোক প্রকাশ করেন। তার ছাত্ররা তার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া ছেয়েছেন। তার পরিচিত সাংবাদিক, পেশাজীবীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

প্রফেসর ডা. গোলাম কিবরিয়া ১৯৪৮ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি লাভ করেন। প্রফেসর কিবরিয়া প্রায় ৪ দশক ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটির ইউরোলজি বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ন (বিসিপিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বিএইউএস) সভাপতি ছিলেন।

পারিবারিকভাবে তিনি স্ত্রী, ২ কন্যা ও একমাত্র চিকিৎসক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ও এক কন্যা আমেরিকা থাকেন। তার বহু ছাত্র ছাত্রী বিদেশে মানবসেবায় নিয়োজিত। তার শিক্ষা ও সেবা চিরদিন মানুষ স্মরণ করবেন।