গোয়েন্দা পুলিশের ওপর হামলা, ৮ আসামি ছিনতাই

৮ পুলিশ আহত

জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশের উপর হামলা চালিয়ে একজন এসআইসহ ৯ পুলিশকে পিটিয়ে আহত করে ৮ আসামি ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ জুয়াড়িরা। বৃহস্পতিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সংঘবদ্ধ জোয়াড়ি ধরতে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বাঘাডোবা গ্রামে অভিযান চালায়। এ সময় ৮ জোয়াড়িদের আটক করা হয়। আসামিদের নিয়ে ফেরার পথে জোয়াড়িরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে আহত করে আসামিদের ছিনিয়ে নেয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশদের উদ্ধার করে।

আহতরা হলেন- এসআই জিকলুল ইসলাম, এএসআই খলিলুর রহমান, মনিরুজ্জামান কাঞ্চন, হূমায়ুন কবির ও ৫ জন কনস্টেবল। এদের মধ্যে এএসআই খলিলুর রহমান ও কনস্টেবল কামরুজ্জামানকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই জিকলুল ইসলাম বাদী হয়ে ২১ জনের নামসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আরও খবর
মশক নিধন কার্যক্রম শুরু আজ থেকে
পরিবেশ সংরক্ষণে যত্নবান হলে ভাইরাস থেকে সুরক্ষা দেয়া সহজ হতো : তথ্যমন্ত্রী
বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম কিবরিয়ার মৃত্যু
আম পরিবহনে ‘ম্যাংগো’ স্পেশাল ট্রেন
মানবিক সহায়তায় ৯ হাজার টন চাল ও ৬ কোটি টাকা বরাদ্দ
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে দুদক চেয়ারম্যান
মন্দায় টিকে থাকতে কৃষিখাতের ওপর জোর দিতে হবে মির্জা ফখরুল
চেয়ারম্যান রাঢ়ী গ্রেফতার
প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তালিকায় বিত্তশালীদের নাম
জেলেরা নেই জেলে তালিকায়
হোটেল-মোটেল খোলার প্রস্তুতি
স্নানযাত্রা উৎসব পালিত
সাত দিনেও মামলা নেয়নি পুলিশ
করোনা পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান, তিন জনকে জরিমানা
কক্সবাজার ‘রেড জোনে’ আবারও লকডাউন

শনিবার, ০৬ জুন ২০২০ , ২৩ জৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

জামালপুরে

গোয়েন্দা পুলিশের ওপর হামলা, ৮ আসামি ছিনতাই

৮ পুলিশ আহত

প্রতিনিধি, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশের উপর হামলা চালিয়ে একজন এসআইসহ ৯ পুলিশকে পিটিয়ে আহত করে ৮ আসামি ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ জুয়াড়িরা। বৃহস্পতিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সংঘবদ্ধ জোয়াড়ি ধরতে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বাঘাডোবা গ্রামে অভিযান চালায়। এ সময় ৮ জোয়াড়িদের আটক করা হয়। আসামিদের নিয়ে ফেরার পথে জোয়াড়িরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে আহত করে আসামিদের ছিনিয়ে নেয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশদের উদ্ধার করে।

আহতরা হলেন- এসআই জিকলুল ইসলাম, এএসআই খলিলুর রহমান, মনিরুজ্জামান কাঞ্চন, হূমায়ুন কবির ও ৫ জন কনস্টেবল। এদের মধ্যে এএসআই খলিলুর রহমান ও কনস্টেবল কামরুজ্জামানকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই জিকলুল ইসলাম বাদী হয়ে ২১ জনের নামসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।