১১ জেলায় সাংসদসহ শনাক্ত ২৮৭

মানিকগঞ্জে ৮৮

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মানিকগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮৫ জন । মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্ত ৮৮ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৮ জন এবং শিবালয় ১৩ জন, সাটুরিয়া ২৪ জন, সিংগাইরে ৪১ জন, ঘিওরে ৮ জন, হরিরামপুরে ৬ জন, দৌলতপুরে রয়েছে ২ জন। তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৭টি উপজেলাতে ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিভিন্ন স্থানে প্রেরন করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৬৪ টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজেটিভ পাওয়া গেছে ২৮৫ জনের দেহে। বিভিন্ন হাসপাতালে এবং নিজ বাড়িতে আইসোলশনে আছেন ২০৩ জন।

ভালুকায় ১৯

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত শুক্রবার ভালুকায় আরও ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। এদের মধ্যে আবু হানিফ নামে একজনের মৃত্যু হয়েছে। ৫ জুন রাতে উপজেলা পপ ও স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাব হতে নমুনা পরীক্ষার পর ১৯ জনের রক্তে কোভিট (১৯ পজেটিভ) ধরা পরেছে।

দর্শনায় ৫ পুলিশসহ ১১

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পাঁচ এসআইসহ আরও ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে । চুয়াডাঙ্গার সিভিলসার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, গত শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে দর্শনা থানা পুলিশের পাঁচজন এসআই ও একজন কনস্টেবল ও আলমডাঙ্গা উপজেলার ঢাকা থেকে আসা পাঁচ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । আলমডাঙ্গার ৫ জনের মধ্যে পোয়ামারী গ্রামের একই পরিবারের ৩ জন, বারাদি গ্রামের ১ জন ও অপরজন ভাংবাড়ীয়া গ্রামের । জেলার ৪টি উপজেলায় এ পর্যন্ত ১১২ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

দোহারে ১১

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৫ জন জয়পাড়া, ৫ জন ফুলতলা ও ১ জন শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১১৫ জন। এ পর্যন্ত এক নারীসহ মৃত্যুবরণ করেছে দুইজন। সুস্থ হয়েছে ৩২ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। শনিবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ২ জুন দোহার উপজেলা থেকে ৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন করে আক্রান্ত হওয়া ১১ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১১৫ জন।

রূপপুর প্রকল্পে ৩

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

রূপপুর পারমানবিক প্রকল্পে কর্মরত ৩ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন নোয়াখালীর রাকিব হোসেন (১৯), রাজশাহী চারঘাটের মাজারুল ইসলাম (২৮), চট্রগ্রাম রাঙুনিয়ার বদিউল আলম (৬১), ঈশ্বরদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান গত মঙ্গলবার রূপপুর প্রকল্পে কর্মরত বিদেশী নাগরিকসহ ১৩৭ জনের নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শুক্রবার রাত ৮টার দিকে এদের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের পজেটিভ এসেছে। ঈশ্বরদী থানার ওসি তদন্ত অরবিন্দ সরকার এ ব্যাপারে বলেন, বদিউল ও মাজারুলের সঙ্গে ফোনে যোগ যোগ করা হয়েছে। তারা বাড়িতে অবস্থান করছেন। তারা যে করোনা আক্রান্ত হয়েছেন তা এখনো জানেন না। তাদের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে কিন্তু রাকিবুল কে বার বার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি এবং তার বর্তমান অবস্থান জানা সম্ভব হয়নি। এ বিষয়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইড ইনচার্জ কে.বি.এম রুহুল কুদ্দুসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আক্রান্তরা কেউ প্রকল্পে কর্মরত নয়।

ঝালকাঠিতে ৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

গত শুক্রবার পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে নতুন ৩ জন আক্রান্ত হয়েছে। জেলায় এ যাবত ৫৯ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ২০ জন সুস্থ হয়েছে এবং ২ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ৩২ জন হোম আইসোলেশনে, ৪ জন হাসপাতাল রয়েছে। সর্বশেষ আক্রন্তরা হলো, ঝালকঠির শহর,নলছিটি ও রাজাপুর উপজেলার বাসিন্দা। ঝালকাঠি জেলায় গত শুক্রবার পর্যন্ত ১০৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং ৮২৭ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৫৯ জনের রিপোর্ট পজেটিভ ও ১০১৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। জেলায় এ পর্যন্ত ১২০৬ জন হোম কোয়ারেন্টিনে ছিল। তাদের মধ্যে ১১০৪ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টিন রয়েছে ১০২ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

কিশোরগঞ্জে ৫৪

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

ঢাকা ও কিশোরগঞ্জের দুই ল্যাবের গত শুক্রবারের নমুনা পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জে নতুন আরও ৫৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, ভৈরবে ১৭ জন, কটিয়াদীতে ৫ জন, বাজিতপুরে ৫ জন, করিমগঞ্জে ৩ জন, পাকুন্দিয়ায় ৩ জন, কুলিয়ারচরে ৩ জন এবং অষ্টগ্রামে একজন। মহাখালীর আইপিএইচ ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ৩২টি পজিটিভ, ১০৪টি নেগেটিভ, আর ৫টি নমুনা বাতিল হয়েছে। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের নতুন ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষায় ২২টি পজিটিভ এবং ৯৮টি নেগেটিভ হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় সদর ও ভৈরব উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছে ভৈরবে ৩ জন। শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন, সুস্থ হয়েছেন ২১৯ জন, আর মারা গেছেন ১৪ জন। সিভিল সার্জন বলেছেন, এখন দুই ল্যাবে অধিক সংখ্যক নমুনা পরীক্ষা হচ্ছে, তাই শনাক্তের সংখ্যাও বাড়ছে।

বাঁশখালীর সাংসদ পরিবারের ১১

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার পরিবারের ১১ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সাংসদ, সাংসদের স্ত্রী, তিন মেয়ে, মেয়ের জামাই, নাতনি, এমপি’র ব্যক্তিগত সহকারী ও বাসার কাজের মেয়ে। সাংসদের ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত একে এম মোস্তাফিজুর রহমান সংবাদকর্মীদর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাংসদের পরিবারের সদস্যরা অসুস্থতাবোধ করায় গত ১ জুন সকলের নমুনা সংগ্রহ করে নগরীর ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের গবেষণাগারে প্রেরণ করা হয়। এরপরদিনই রিপোর্ট আসে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের সকলেই করোনা পজিটিভ।’ বর্তমানে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম শহরস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সকলের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানা গেছে।

মির্জাপুরে ৮

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মণ্টু ও তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদ ও এক দম্পত্তিসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭। তবে চেয়ারম্যান ও তার ভাতিজার কোন উপসর্গ নেই বলে তারা জানিয়েছেন।

পটুয়াখালীতে ৭৫

প্রতিনিধি,পটুয়াখালী

পটুয়াখালী জেলায় একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন প্রধান শিক্ষকসহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জনের করোনাভাইরাসের তথ্য ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে এসেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে।

সৈয়দপুরে ৪

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর উপজেলায় নতুন করে আরও চারজনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত শুক্রবার পর্যন্ত উপজেলা করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, আক্রান্তদের নমুনা পরীক্ষায় চারজনের পজিটিভ আসে। এদের মধ্যে ২ জন রেলওয়ে পুলিশ সদস্য, ১ জন সৈয়দপুর থানা পুলিশ সদস্য ও ১ জন ওষুধ ব্যবসায়ী। এর আগে গত সোমবার নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরা হচ্ছে উপজেলার বোতলাগাড়ীর সোনাখুলীর আদম আলী (৬৫) ও তাঁর স্ত্রী পারুল বেগম (৫৭), খতিব উদ্দিন(৪৫) ও আবু জাফর (৪৮)। সৈয়দপুর উপজেলার করোনা সংক্রমণ ২৭ ব্যক্তির মধ্যে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল, নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার, ০৭ জুন ২০২০ , ২৪ জৈষ্ঠ ১৪২৭, ১৪ শাওয়াল ১৪৪১

১১ জেলায় সাংসদসহ শনাক্ত ২৮৭

মানিকগঞ্জে ৮৮

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মানিকগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮৫ জন । মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্ত ৮৮ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৮ জন এবং শিবালয় ১৩ জন, সাটুরিয়া ২৪ জন, সিংগাইরে ৪১ জন, ঘিওরে ৮ জন, হরিরামপুরে ৬ জন, দৌলতপুরে রয়েছে ২ জন। তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৭টি উপজেলাতে ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিভিন্ন স্থানে প্রেরন করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৬৪ টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজেটিভ পাওয়া গেছে ২৮৫ জনের দেহে। বিভিন্ন হাসপাতালে এবং নিজ বাড়িতে আইসোলশনে আছেন ২০৩ জন।

ভালুকায় ১৯

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত শুক্রবার ভালুকায় আরও ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। এদের মধ্যে আবু হানিফ নামে একজনের মৃত্যু হয়েছে। ৫ জুন রাতে উপজেলা পপ ও স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাব হতে নমুনা পরীক্ষার পর ১৯ জনের রক্তে কোভিট (১৯ পজেটিভ) ধরা পরেছে।

দর্শনায় ৫ পুলিশসহ ১১

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পাঁচ এসআইসহ আরও ১১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে । চুয়াডাঙ্গার সিভিলসার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, গত শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে দর্শনা থানা পুলিশের পাঁচজন এসআই ও একজন কনস্টেবল ও আলমডাঙ্গা উপজেলার ঢাকা থেকে আসা পাঁচ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । আলমডাঙ্গার ৫ জনের মধ্যে পোয়ামারী গ্রামের একই পরিবারের ৩ জন, বারাদি গ্রামের ১ জন ও অপরজন ভাংবাড়ীয়া গ্রামের । জেলার ৪টি উপজেলায় এ পর্যন্ত ১১২ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

দোহারে ১১

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ৫ জন জয়পাড়া, ৫ জন ফুলতলা ও ১ জন শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১১৫ জন। এ পর্যন্ত এক নারীসহ মৃত্যুবরণ করেছে দুইজন। সুস্থ হয়েছে ৩২ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। শনিবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ২ জুন দোহার উপজেলা থেকে ৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন করে আক্রান্ত হওয়া ১১ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১১৫ জন।

রূপপুর প্রকল্পে ৩

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

রূপপুর পারমানবিক প্রকল্পে কর্মরত ৩ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন নোয়াখালীর রাকিব হোসেন (১৯), রাজশাহী চারঘাটের মাজারুল ইসলাম (২৮), চট্রগ্রাম রাঙুনিয়ার বদিউল আলম (৬১), ঈশ্বরদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান গত মঙ্গলবার রূপপুর প্রকল্পে কর্মরত বিদেশী নাগরিকসহ ১৩৭ জনের নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শুক্রবার রাত ৮টার দিকে এদের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের পজেটিভ এসেছে। ঈশ্বরদী থানার ওসি তদন্ত অরবিন্দ সরকার এ ব্যাপারে বলেন, বদিউল ও মাজারুলের সঙ্গে ফোনে যোগ যোগ করা হয়েছে। তারা বাড়িতে অবস্থান করছেন। তারা যে করোনা আক্রান্ত হয়েছেন তা এখনো জানেন না। তাদের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে কিন্তু রাকিবুল কে বার বার ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি এবং তার বর্তমান অবস্থান জানা সম্ভব হয়নি। এ বিষয়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইড ইনচার্জ কে.বি.এম রুহুল কুদ্দুসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আক্রান্তরা কেউ প্রকল্পে কর্মরত নয়।

ঝালকাঠিতে ৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

গত শুক্রবার পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে নতুন ৩ জন আক্রান্ত হয়েছে। জেলায় এ যাবত ৫৯ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ২০ জন সুস্থ হয়েছে এবং ২ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ৩২ জন হোম আইসোলেশনে, ৪ জন হাসপাতাল রয়েছে। সর্বশেষ আক্রন্তরা হলো, ঝালকঠির শহর,নলছিটি ও রাজাপুর উপজেলার বাসিন্দা। ঝালকাঠি জেলায় গত শুক্রবার পর্যন্ত ১০৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং ৮২৭ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৫৯ জনের রিপোর্ট পজেটিভ ও ১০১৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। জেলায় এ পর্যন্ত ১২০৬ জন হোম কোয়ারেন্টিনে ছিল। তাদের মধ্যে ১১০৪ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টিন রয়েছে ১০২ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

কিশোরগঞ্জে ৫৪

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

ঢাকা ও কিশোরগঞ্জের দুই ল্যাবের গত শুক্রবারের নমুনা পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জে নতুন আরও ৫৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, ভৈরবে ১৭ জন, কটিয়াদীতে ৫ জন, বাজিতপুরে ৫ জন, করিমগঞ্জে ৩ জন, পাকুন্দিয়ায় ৩ জন, কুলিয়ারচরে ৩ জন এবং অষ্টগ্রামে একজন। মহাখালীর আইপিএইচ ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষায় ৩২টি পজিটিভ, ১০৪টি নেগেটিভ, আর ৫টি নমুনা বাতিল হয়েছে। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের নতুন ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষায় ২২টি পজিটিভ এবং ৯৮টি নেগেটিভ হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় সদর ও ভৈরব উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছে ভৈরবে ৩ জন। শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন, সুস্থ হয়েছেন ২১৯ জন, আর মারা গেছেন ১৪ জন। সিভিল সার্জন বলেছেন, এখন দুই ল্যাবে অধিক সংখ্যক নমুনা পরীক্ষা হচ্ছে, তাই শনাক্তের সংখ্যাও বাড়ছে।

বাঁশখালীর সাংসদ পরিবারের ১১

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার পরিবারের ১১ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সাংসদ, সাংসদের স্ত্রী, তিন মেয়ে, মেয়ের জামাই, নাতনি, এমপি’র ব্যক্তিগত সহকারী ও বাসার কাজের মেয়ে। সাংসদের ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত একে এম মোস্তাফিজুর রহমান সংবাদকর্মীদর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাংসদের পরিবারের সদস্যরা অসুস্থতাবোধ করায় গত ১ জুন সকলের নমুনা সংগ্রহ করে নগরীর ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের গবেষণাগারে প্রেরণ করা হয়। এরপরদিনই রিপোর্ট আসে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের সকলেই করোনা পজিটিভ।’ বর্তমানে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম শহরস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন এবং সকলের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানা গেছে।

মির্জাপুরে ৮

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মণ্টু ও তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদ ও এক দম্পত্তিসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭। তবে চেয়ারম্যান ও তার ভাতিজার কোন উপসর্গ নেই বলে তারা জানিয়েছেন।

পটুয়াখালীতে ৭৫

প্রতিনিধি,পটুয়াখালী

পটুয়াখালী জেলায় একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন প্রধান শিক্ষকসহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জনের করোনাভাইরাসের তথ্য ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে এসেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে।

সৈয়দপুরে ৪

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর উপজেলায় নতুন করে আরও চারজনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত শুক্রবার পর্যন্ত উপজেলা করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, আক্রান্তদের নমুনা পরীক্ষায় চারজনের পজিটিভ আসে। এদের মধ্যে ২ জন রেলওয়ে পুলিশ সদস্য, ১ জন সৈয়দপুর থানা পুলিশ সদস্য ও ১ জন ওষুধ ব্যবসায়ী। এর আগে গত সোমবার নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরা হচ্ছে উপজেলার বোতলাগাড়ীর সোনাখুলীর আদম আলী (৬৫) ও তাঁর স্ত্রী পারুল বেগম (৫৭), খতিব উদ্দিন(৪৫) ও আবু জাফর (৪৮)। সৈয়দপুর উপজেলার করোনা সংক্রমণ ২৭ ব্যক্তির মধ্যে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল, নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।