ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সৌন্দর্য বর্ধনের নামে ময়মনসিংহের ঐত্যিবাহী সার্কিট হাউস মাঠের চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করে মাঠটিকে আবদ্ধ করার প্রকল্পের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের পাশে আমরা ময়মনসিংহবাসীর ব্যানারে রাজনৈতিকাঙ্গন, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিকাঙ্গনসহ সব শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ময়মনসিংহ নগরীর এই ঐতিহ্যবাহী মাঠটি শুধু খেলাধুলার কেন্দ্রবিন্দুই নয় এটি এই নগরীর মানুষের গর্বের স্থান। এটাকে কোনভাবেই দেয়াল দিয়ে আবদ্ধ করা যাবে না। এখানে রাজনৈতিক দলের বড় বড় সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। দেয়াল দিয়ে আবদ্ধ করেল রাজনৈতিক সমাবেশের সময় এসব দেয়াল বাঁধা হয়ে দাঁড়াবে। এই মাঠটিতে সারাবছর জেলা ও ময়মনসিংহ বিভাগের ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া এই মাঠে সারাবছরেই ময়মনসিহ জেলার ক্লাবের ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়রা তাদের প্রতিদিনের চর্চা করে থাকেন। এই মাঠে চর্চা করেই মাহমুল্লাহ রিয়াদ, মোছাদ্দেক হোসেন, শুভাগত হোম, সারোয়ারের মতো জাতীয় দলের খেলোয়াড়রা উঠে এসেছেন। শুধু তাই নয় ক্লাব খেলোয়াড় ছাড়াও সাধারণ মানুষ এই মাঠেই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসে তাদের সঙ্গে খেলায় মেতে উঠেন। এ অবস্থায় মাঠটিকে আবদ্ধ করা হলে এইসব খেলাধুলার চর্চা ও রাজনৈতিক সভা সমাবেশ বিঘি্নত হবে।

স্থানীয়দের দাবি প্রকল্পের যাই কিছু করা হোক মাঠের চারদিকে কোনভাবেই দেয়াল নির্মাণ করে মাঠটিকে আবদ্ধ করা যাবে না।

রবিবার, ০৭ জুন ২০২০ , ২৪ জৈষ্ঠ ১৪২৭, ১৪ শাওয়াল ১৪৪১

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

image

ময়মনসিংহ : সার্কিট হাউজের খেলার মাঠসহ চারপাশে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন -সংবাদ

সৌন্দর্য বর্ধনের নামে ময়মনসিংহের ঐত্যিবাহী সার্কিট হাউস মাঠের চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করে মাঠটিকে আবদ্ধ করার প্রকল্পের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের পাশে আমরা ময়মনসিংহবাসীর ব্যানারে রাজনৈতিকাঙ্গন, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিকাঙ্গনসহ সব শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ময়মনসিংহ নগরীর এই ঐতিহ্যবাহী মাঠটি শুধু খেলাধুলার কেন্দ্রবিন্দুই নয় এটি এই নগরীর মানুষের গর্বের স্থান। এটাকে কোনভাবেই দেয়াল দিয়ে আবদ্ধ করা যাবে না। এখানে রাজনৈতিক দলের বড় বড় সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। দেয়াল দিয়ে আবদ্ধ করেল রাজনৈতিক সমাবেশের সময় এসব দেয়াল বাঁধা হয়ে দাঁড়াবে। এই মাঠটিতে সারাবছর জেলা ও ময়মনসিংহ বিভাগের ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া এই মাঠে সারাবছরেই ময়মনসিহ জেলার ক্লাবের ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়রা তাদের প্রতিদিনের চর্চা করে থাকেন। এই মাঠে চর্চা করেই মাহমুল্লাহ রিয়াদ, মোছাদ্দেক হোসেন, শুভাগত হোম, সারোয়ারের মতো জাতীয় দলের খেলোয়াড়রা উঠে এসেছেন। শুধু তাই নয় ক্লাব খেলোয়াড় ছাড়াও সাধারণ মানুষ এই মাঠেই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসে তাদের সঙ্গে খেলায় মেতে উঠেন। এ অবস্থায় মাঠটিকে আবদ্ধ করা হলে এইসব খেলাধুলার চর্চা ও রাজনৈতিক সভা সমাবেশ বিঘি্নত হবে।

স্থানীয়দের দাবি প্রকল্পের যাই কিছু করা হোক মাঠের চারদিকে কোনভাবেই দেয়াল নির্মাণ করে মাঠটিকে আবদ্ধ করা যাবে না।