৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার বিভিন্ন নদী ও খালে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার সরকার নিষিদ্ধ কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা ওই জাল শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন বান্দাঘাটা এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। এ জালের মুল্য আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বরিবার সকালে জানান, বলেশ্বর নদ ও সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোঁপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এ খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে এবং ধানসাগর নৌ-পুলিশের সহযোগিতায় শনিবার দিনভর অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ এ জাল জব্দ করা হয়। মৎস্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরনের মাছ আটকা পড়ে মাছের প্রজন্ম ধ্বংস হয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে এ সময় কোন জেলেকে আর্থিক জরিমানা করা হয়নি। প্রকাশ্য জনস্মুখে জাল পুড়িয়ে দিয়ে সকল কে সতর্ক করা হয়েছে।

সোমবার, ০৮ জুন ২০২০ , ২৫ জৈষ্ঠ ১৪২৭, ১৫ শাওয়াল ১৪৪১

৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল ধ্বংস

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার বিভিন্ন নদী ও খালে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার সরকার নিষিদ্ধ কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা ওই জাল শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন বান্দাঘাটা এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। এ জালের মুল্য আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বরিবার সকালে জানান, বলেশ্বর নদ ও সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোঁপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এ খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে এবং ধানসাগর নৌ-পুলিশের সহযোগিতায় শনিবার দিনভর অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ এ জাল জব্দ করা হয়। মৎস্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরনের মাছ আটকা পড়ে মাছের প্রজন্ম ধ্বংস হয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে এ সময় কোন জেলেকে আর্থিক জরিমানা করা হয়নি। প্রকাশ্য জনস্মুখে জাল পুড়িয়ে দিয়ে সকল কে সতর্ক করা হয়েছে।