১০ জেলায় একদিনে করোনা শনাক্ত ৮০

গোবিন্দগঞ্জে সাংবাদিক

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

পুলিশ ও স্বাস্থ্যকর্মীর পর এবার গোবিন্দগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংবাদকর্মী। বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খানের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

গত কয়েকদিন আগে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন তিনি। এরপর রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর গত রোববার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সাংবাদিক মাহমুদ খান নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণের কোন লক্ষণ না থাকলেও নমুনা পরীক্ষায় পজেটিভ আসায় তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

ভৈরবে ৩৮

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একদিনেই ৩৮ করোনা রোগী শনাক্ত হয়েছে! সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে সোমবার কেবল ভৈরব উজেলার ৯২টি নমুনার পরীক্ষার ফলাফল জানা গেছে।

তাতে নতুন ৩৮টি এবং দু’টি পুরনো নমুনা পজেটিভ হয়েছে। আর নেগেটিভ হয়েছে বাকি ৫২টি নমুনা।

সোনারগাঁয়ে ১০

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসে নতুন করে একদিনে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। সবশেষ গত ২৪ ঘণ্টায় (সোমবার পর্যন্ত) প্রাণঘাতী এই ভাইরাসে ১০ জন সহ সোনারগাঁয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০১ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত সোমবার পাওয়া তথ্যমতে সোনারগাঁয়ে নতুন ১০ জনের মধ্যে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।

পঞ্চগড়ে ৪

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সমাজসেবা বিভাগের অফিস সহকারী, একটি বেসরকারি ব্যাংকের পিয়ন ও ঢাকা,গাজীপুর ফেরত ২ গার্মেন্টস কর্মীসহ ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আক্রান্তদের মধ্যে সদরে ২ জন ও আটোয়ারী উপজেলায় ২ জন। সোমবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।

ঝালকাঠিতে ১

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে নতুন করে ১ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৩ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ২০ জন সুস্থ হয়েছে এবং ২ জন মৃত্যু বরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ৩২ জন হোম আইসোলেশনে, ৪ জন হাসপাতাল আইসোলেশন রয়েছে।

নবাবগঞ্জে ৯

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম জানান, গত ৩ জুন ঢাকায় পাঠানো ৪৭ জনের নমুনা থেকে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ঈশ্বরদীতে ৬

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে গত ৮ই জুন সোমবার ১ দিনে ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত ঈশ্বরদীতে মোট ১২ জন করোনা আক্রান্ত হয়েছে। পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে.এম. আবু জাফর বলেন শুক্রবার রাতে ৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠনো হবে।

খাগড়াছড়িতে ৭

প্রতিনিধি, খাগড়াছড়ি

সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছডড়িতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনা সংক্রমণের ৯২তম দিনে খাগড়াছড়িতে এক ব্যাংক কর্মকর্তা ও এক স্বাস্থ্য কর্মীসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায়-১ জন, মাটিরাঙ্গায়-২ জন, মানিকছড়িতে এক স্বাস্থ্যকর্মীসহ ৩ জন ও রামগড়ে-১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মহেশপুরে ১

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার বাথানগাছি গ্রামে। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জাপুরে নারীসহ ৩

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে এক নারীসহ তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়ালো ৫০।

গতকাল মঙ্গলবার বারটায় এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত ৩ জুন ওই তিনজন করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয় এবং স্বাস্থ্য কর্মীরা বিভিন্ন এলাকার আরও ১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। গতকাল মঙ্গলবার ওই তিনজনের করোনা পজেটিভের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

বুধবার, ১০ জুন ২০২০ , ২৭ জৈষ্ঠ ১৪২৭, ১৭ শাওয়াল ১৪৪১

১০ জেলায় একদিনে করোনা শনাক্ত ৮০

গোবিন্দগঞ্জে সাংবাদিক

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

পুলিশ ও স্বাস্থ্যকর্মীর পর এবার গোবিন্দগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংবাদকর্মী। বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খানের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

গত কয়েকদিন আগে তিনি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন তিনি। এরপর রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর গত রোববার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সাংবাদিক মাহমুদ খান নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণের কোন লক্ষণ না থাকলেও নমুনা পরীক্ষায় পজেটিভ আসায় তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

ভৈরবে ৩৮

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একদিনেই ৩৮ করোনা রোগী শনাক্ত হয়েছে! সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে সোমবার কেবল ভৈরব উজেলার ৯২টি নমুনার পরীক্ষার ফলাফল জানা গেছে।

তাতে নতুন ৩৮টি এবং দু’টি পুরনো নমুনা পজেটিভ হয়েছে। আর নেগেটিভ হয়েছে বাকি ৫২টি নমুনা।

সোনারগাঁয়ে ১০

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসে নতুন করে একদিনে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। সবশেষ গত ২৪ ঘণ্টায় (সোমবার পর্যন্ত) প্রাণঘাতী এই ভাইরাসে ১০ জন সহ সোনারগাঁয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০১ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত সোমবার পাওয়া তথ্যমতে সোনারগাঁয়ে নতুন ১০ জনের মধ্যে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।

পঞ্চগড়ে ৪

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সমাজসেবা বিভাগের অফিস সহকারী, একটি বেসরকারি ব্যাংকের পিয়ন ও ঢাকা,গাজীপুর ফেরত ২ গার্মেন্টস কর্মীসহ ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আক্রান্তদের মধ্যে সদরে ২ জন ও আটোয়ারী উপজেলায় ২ জন। সোমবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।

ঝালকাঠিতে ১

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে নতুন করে ১ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৩ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ২০ জন সুস্থ হয়েছে এবং ২ জন মৃত্যু বরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ৩২ জন হোম আইসোলেশনে, ৪ জন হাসপাতাল আইসোলেশন রয়েছে।

নবাবগঞ্জে ৯

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম জানান, গত ৩ জুন ঢাকায় পাঠানো ৪৭ জনের নমুনা থেকে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ঈশ্বরদীতে ৬

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে গত ৮ই জুন সোমবার ১ দিনে ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত ঈশ্বরদীতে মোট ১২ জন করোনা আক্রান্ত হয়েছে। পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে.এম. আবু জাফর বলেন শুক্রবার রাতে ৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠনো হবে।

খাগড়াছড়িতে ৭

প্রতিনিধি, খাগড়াছড়ি

সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছডড়িতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনা সংক্রমণের ৯২তম দিনে খাগড়াছড়িতে এক ব্যাংক কর্মকর্তা ও এক স্বাস্থ্য কর্মীসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায়-১ জন, মাটিরাঙ্গায়-২ জন, মানিকছড়িতে এক স্বাস্থ্যকর্মীসহ ৩ জন ও রামগড়ে-১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মহেশপুরে ১

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার বাথানগাছি গ্রামে। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জাপুরে নারীসহ ৩

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে এক নারীসহ তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়ালো ৫০।

গতকাল মঙ্গলবার বারটায় এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত ৩ জুন ওই তিনজন করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয় এবং স্বাস্থ্য কর্মীরা বিভিন্ন এলাকার আরও ১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। গতকাল মঙ্গলবার ওই তিনজনের করোনা পজেটিভের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।