অনলাইনের ই-প্লাজায় ওয়ালটন স্মার্টফোনে মূল্যছাড়

করোনাভাইরাস দুর্যোগের মধ্যে যারা ঘরে বসেই নতুন স্মার্টফোন পেতে চান, তাদের জন্য মূল্যছাড় দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটির নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা থেকে স্মার্টফোন কেনায় রয়েছে ৬ শতাংশ মূল্যছাড়। স্বাস্থ্যবিধি মেনে দেয়া হচ্ছে হোম ডেলিভারি।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, বিশ্বের যেকোনো স্থানে বসেই ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে সব ধরনের ওয়ালটন পণ্য কেনার সুবিধা রয়েছে। আর সরাসরি স্মার্টফোন কেনা যাবে এই https://eplaza.waltonbd.com/mobile/smart-phone লিংকে গিয়ে। ই-প্লাজা থেকে কেনা পণ্যের মূল্য ডেবিট ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। আছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

বর্তমানে ই-প্লাজায় ১৪ মডেলের স্মার্টফোন উন্মুক্ত রয়েছে। এর মধ্যে নতুন এসেছে প্রিমো এইচনাইন এবং প্রিমো এনফোর মডেলের স্মার্টফোন। যার দাম যথাক্রমে ৮,৬৯৯ এবং ১১,৬৯৯ টাকা। মূল্যছাড় সুবিধায় এই ফোন দুটি কেনা যাবে যথাক্রমে ৮,১৭৭ এবং ১০,৯৯৭ টাকায়। ওয়ালটনের সবচেয়ে বেশি বিক্রিত আরএক্সসেভেন মিনি স্মার্টফোন ই-প্লাজা থেকে কিনলে দাম পড়বে ৮,৯২৯ টাকা।

বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এসব হ্যান্ডসেটে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই এবং ১২ মাসের কিস্তি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১০ জুন ২০২০ , ২৭ জৈষ্ঠ ১৪২৭, ১৭ শাওয়াল ১৪৪১

অনলাইনের ই-প্লাজায় ওয়ালটন স্মার্টফোনে মূল্যছাড়

image

করোনাভাইরাস দুর্যোগের মধ্যে যারা ঘরে বসেই নতুন স্মার্টফোন পেতে চান, তাদের জন্য মূল্যছাড় দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটির নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা থেকে স্মার্টফোন কেনায় রয়েছে ৬ শতাংশ মূল্যছাড়। স্বাস্থ্যবিধি মেনে দেয়া হচ্ছে হোম ডেলিভারি।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, বিশ্বের যেকোনো স্থানে বসেই ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে সব ধরনের ওয়ালটন পণ্য কেনার সুবিধা রয়েছে। আর সরাসরি স্মার্টফোন কেনা যাবে এই https://eplaza.waltonbd.com/mobile/smart-phone লিংকে গিয়ে। ই-প্লাজা থেকে কেনা পণ্যের মূল্য ডেবিট ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। আছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

বর্তমানে ই-প্লাজায় ১৪ মডেলের স্মার্টফোন উন্মুক্ত রয়েছে। এর মধ্যে নতুন এসেছে প্রিমো এইচনাইন এবং প্রিমো এনফোর মডেলের স্মার্টফোন। যার দাম যথাক্রমে ৮,৬৯৯ এবং ১১,৬৯৯ টাকা। মূল্যছাড় সুবিধায় এই ফোন দুটি কেনা যাবে যথাক্রমে ৮,১৭৭ এবং ১০,৯৯৭ টাকায়। ওয়ালটনের সবচেয়ে বেশি বিক্রিত আরএক্সসেভেন মিনি স্মার্টফোন ই-প্লাজা থেকে কিনলে দাম পড়বে ৮,৯২৯ টাকা।

বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এসব হ্যান্ডসেটে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে। ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই এবং ১২ মাসের কিস্তি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। সংবাদ বিজ্ঞপ্তি।