জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে মিলবে নিভিয়ার

স্কিন কেয়ার ব্র্যান্ড নিভিয়া সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে অনলাইনে বিপণন এবং বাজার কার্যক্রম বিস্তারের ঘোষণা দিয়েছে নিভিয়া পণ্যের পরিবেশক ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি (আইডিসি) বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড। এর ফলে দ্রুততম সময়ে গ্রাহকদের দোরগোড়ায় নিভিয়া ব্র্যান্ডের পণ্যগুলো পৌঁছে যাবে। আর পণ্যগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটি পালন করবে দারাজ (Daraz), চালডাল ডট কম (Chaldal.com), স্বপ্ন ডট কম (Shwapno.com), সাজগোজ (Shajgoj), ইওরেঞ্জ (Eorange), শপারু (Shoparu), ঘরে বাজার (Ghore bazar), মীনাক্লিক (Meenaclick) ও শপআপ (Shop up)। প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও অ্যাপ এর মাধ্যমে অর্ডার করা যাবে।

প্রাথমিকভাবে রাজধানী ঢাকার ভোক্তারা নিভিয়ার নতুন ওই সেবা নিতে পারবেন। শিগগিরই বিভিন্ন শহরের ভোক্তারাও অংশীদার ই-কমার্সগুলোর কাছে কেনার অর্ডার দিয়ে পণ্যগুলো পাবেন।

নতুন উদ্যোগ প্রসঙ্গে নিভিয়ার ইন্টারন্যাশনাল বিজনেসের সহযোগী পরিচালক সুধানশু কৃষ্ণ বলেন, ‘লকডাউন পরিস্থিতিতেও আমরা দেখছি, আমাদের পণ্যের চাহিদা বাড়ছে। সেজন্য ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা তাদের কাছে আরো নিবিড়ভাবে পৌঁছানোর এই উদ্যোগ নিয়েছি। আমরা নতুনভাবে ডেলিভারি মডেল বা পণ্য সরবরাহের পদ্ধতি গড়ে তুলছি, যাতে ভোক্তারা সহজে পণ্যগুলো হাতের নাগালে পায়।’ সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১০ জুন ২০২০ , ২৭ জৈষ্ঠ ১৪২৭, ১৭ শাওয়াল ১৪৪১

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে মিলবে নিভিয়ার

image

স্কিন কেয়ার ব্র্যান্ড নিভিয়া সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে অনলাইনে বিপণন এবং বাজার কার্যক্রম বিস্তারের ঘোষণা দিয়েছে নিভিয়া পণ্যের পরিবেশক ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি (আইডিসি) বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড। এর ফলে দ্রুততম সময়ে গ্রাহকদের দোরগোড়ায় নিভিয়া ব্র্যান্ডের পণ্যগুলো পৌঁছে যাবে। আর পণ্যগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটি পালন করবে দারাজ (Daraz), চালডাল ডট কম (Chaldal.com), স্বপ্ন ডট কম (Shwapno.com), সাজগোজ (Shajgoj), ইওরেঞ্জ (Eorange), শপারু (Shoparu), ঘরে বাজার (Ghore bazar), মীনাক্লিক (Meenaclick) ও শপআপ (Shop up)। প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও অ্যাপ এর মাধ্যমে অর্ডার করা যাবে।

প্রাথমিকভাবে রাজধানী ঢাকার ভোক্তারা নিভিয়ার নতুন ওই সেবা নিতে পারবেন। শিগগিরই বিভিন্ন শহরের ভোক্তারাও অংশীদার ই-কমার্সগুলোর কাছে কেনার অর্ডার দিয়ে পণ্যগুলো পাবেন।

নতুন উদ্যোগ প্রসঙ্গে নিভিয়ার ইন্টারন্যাশনাল বিজনেসের সহযোগী পরিচালক সুধানশু কৃষ্ণ বলেন, ‘লকডাউন পরিস্থিতিতেও আমরা দেখছি, আমাদের পণ্যের চাহিদা বাড়ছে। সেজন্য ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা তাদের কাছে আরো নিবিড়ভাবে পৌঁছানোর এই উদ্যোগ নিয়েছি। আমরা নতুনভাবে ডেলিভারি মডেল বা পণ্য সরবরাহের পদ্ধতি গড়ে তুলছি, যাতে ভোক্তারা সহজে পণ্যগুলো হাতের নাগালে পায়।’ সংবাদ বিজ্ঞপ্তি।