১০ জেলায় ডাক্তারসহ শনাক্ত ১৮০

কিশোরগঞ্জে ৪৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত বুধবার নতুন আরও ৪৯ জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ভৈরবে সর্বোচ্চ ২৬ জন, সদর উপজেলায় ৯ জন, করিমগঞ্জে ৪ জন, পাকুন্দিয়ায় ৪ জন, বাজিতপুর, তাড়াইল, হোসেনপুর, কটিয়াদী, নিকলী ও ইটনায় রয়েছেন একজন করে। বুধবার মধ্যরাতে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছে।

সুনামগঞ্জে ৪৬

প্রতিনিধি, সুনামগঞ্জ

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন গত বুধবার রাতে জানান, জেলায় আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ছাতকে ১৯ জন, দোয়ারা বাজারে ৯জন, জামালগঞ্জে ৬ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৬ জন, জগন্নাথ পুরে ৩ জন, সুনামগঞ্জ সদরে ২ জন ও দিরাইয়ে ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন।

দোহারে ২৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

উপজেলায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার রাতে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

ভালুকায় ১৮

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত বুধবার ১৮ জনের দেহে নতুন করে করোনা পজেটিভ ধরা পরেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প.প ও স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমীন। এ নিয়ে সারা উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। মৃত্যু হয়েছে ১ ও সুস্থ হয়েছেন ৮ জন।

কেশবপুরে চিকিৎসক

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

কেশবপুরে এক নারী ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিশ্চিত করেছেন। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গত বুধবার খুলনা মেডিকেল কলেজের রিপোর্টে ওই নারী চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ওই নারী চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

সীতাকুণ্ডে পুলিশসহ ১৫

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

উপজেলায় গত ২৪ ঘণ্টায় সাত পুলিশসহ ১৫ জন আক্রান্ত হয়েছে। বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রিপোর্টে সাত পুলিশ সদস্যের করোনা পজেটিভ আসে। এনিয়ে সীতাকুণ্ড থানার দশজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৩ জনে। সীতাকুণ্ড থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, তাদের সবাইকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনায় ১২

নিজস্ব বার্তা পরিবেশক, বরগুনা

গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলার সদর উপজেলার লেমুয়া, কড়ইতলা, লাকুরতলা ও বরগুনা পৌর এলাকার ব্যাংক কলোনির আমতলার পাড় এলাকার ১১ জন এবং বেতাগী উপজেলার সরিষামুডির ১ জন সহ নতুন করে মোট ১২ জন আক্রান্ত হয়েছে।

শুক্রবার, ১২ জুন ২০২০ , ২৯ জৈষ্ঠ ১৪২৭, ১৯ শাওয়াল ১৪৪১

১০ জেলায় ডাক্তারসহ শনাক্ত ১৮০

কিশোরগঞ্জে ৪৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত বুধবার নতুন আরও ৪৯ জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ভৈরবে সর্বোচ্চ ২৬ জন, সদর উপজেলায় ৯ জন, করিমগঞ্জে ৪ জন, পাকুন্দিয়ায় ৪ জন, বাজিতপুর, তাড়াইল, হোসেনপুর, কটিয়াদী, নিকলী ও ইটনায় রয়েছেন একজন করে। বুধবার মধ্যরাতে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছে।

সুনামগঞ্জে ৪৬

প্রতিনিধি, সুনামগঞ্জ

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন গত বুধবার রাতে জানান, জেলায় আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ছাতকে ১৯ জন, দোয়ারা বাজারে ৯জন, জামালগঞ্জে ৬ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৬ জন, জগন্নাথ পুরে ৩ জন, সুনামগঞ্জ সদরে ২ জন ও দিরাইয়ে ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন।

দোহারে ২৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

উপজেলায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার রাতে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

ভালুকায় ১৮

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত বুধবার ১৮ জনের দেহে নতুন করে করোনা পজেটিভ ধরা পরেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প.প ও স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমীন। এ নিয়ে সারা উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। মৃত্যু হয়েছে ১ ও সুস্থ হয়েছেন ৮ জন।

কেশবপুরে চিকিৎসক

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

কেশবপুরে এক নারী ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিশ্চিত করেছেন। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গত বুধবার খুলনা মেডিকেল কলেজের রিপোর্টে ওই নারী চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ওই নারী চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

সীতাকুণ্ডে পুলিশসহ ১৫

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

উপজেলায় গত ২৪ ঘণ্টায় সাত পুলিশসহ ১৫ জন আক্রান্ত হয়েছে। বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রিপোর্টে সাত পুলিশ সদস্যের করোনা পজেটিভ আসে। এনিয়ে সীতাকুণ্ড থানার দশজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৩ জনে। সীতাকুণ্ড থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, তাদের সবাইকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনায় ১২

নিজস্ব বার্তা পরিবেশক, বরগুনা

গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলার সদর উপজেলার লেমুয়া, কড়ইতলা, লাকুরতলা ও বরগুনা পৌর এলাকার ব্যাংক কলোনির আমতলার পাড় এলাকার ১১ জন এবং বেতাগী উপজেলার সরিষামুডির ১ জন সহ নতুন করে মোট ১২ জন আক্রান্ত হয়েছে।