দোহারে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড

ঢাকার দোহার উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন। গত বুধবার বিকেলে দোহার উপজেলার জয়পাড়া বাজার, লটাখোলা বাজার এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে সামাজিক দূরত্ব ও নূন্যতম স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ৭ জনকে ১ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান-সহ ভবিষ্যতে এ অপরাধ আর না করার জন্য সতর্ক করেন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না।

শুক্রবার, ১২ জুন ২০২০ , ২৯ জৈষ্ঠ ১৪২৭, ১৯ শাওয়াল ১৪৪১

দোহারে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন। গত বুধবার বিকেলে দোহার উপজেলার জয়পাড়া বাজার, লটাখোলা বাজার এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে সামাজিক দূরত্ব ও নূন্যতম স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ৭ জনকে ১ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান-সহ ভবিষ্যতে এ অপরাধ আর না করার জন্য সতর্ক করেন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না।