বিশ্বে একদিনে আক্রান্ত এক লাখ ৩৪ হাজার

প্রাণহানি ৫ হাজার

বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলজুড়ে ছয় মাস ধরে মৃত্যুযজ্ঞ অব্যাহত রখেছে মহামারী করোনা। প্রাণঘাতী এ ভাইরাসটি প্রতিদিনই কেড়ে নিচ্ছে হাজারেরও বেশি প্রাণ। পাশাপাশি প্রতিদিন দীর্ঘ হচ্ছে আক্রান্তের সারি। বিশ্বজুড়ে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৪ লাখ ছাড়িয়েছে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজারের মতো মানুষের । এরমধ্যে গত বুধবার একদিনেই মারা গেছেন ৫ হাজার ২৪৩ জন। একই দিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। আল-জাজিরা, বিবিসি, রয়টার্স, সিএনএন, এনডিটিভি।

আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, করোনাভাইরাসের নিয়মিত পরিসংখ্যান সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার জানায়, বিশ্বে সাড়ে ৭৪ লাখেরও বেশি করোনায় আক্রান্তের এ সংখ্যায় পৌঁছাতে ভাইরাসটির সময় লেগেছে সাড়ে পাঁচ মাস। এ সময়ের মধ্যে গত

বুধবার সকাল আটটা পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪ লাখ ১৮ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৫১ হাজার ৯৫৭ জন। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ৩৩ হাজার ৪০১ জন।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহান থেকে করোনার প্রাদুর্ভাব শুরু। এরপর ইউরোপে তা-ব চালায় প্রাণঘাতী এ ভাইরাসটি। তবে এখন ভাইরাসটির সংক্রমণের কেন্দ্রস্থল দক্ষিণ এশিয়া ও আমেরিকা। আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনার প্রকোপে সবচেয়ে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত মানুষের সংখ্যা ২০ লাখ ৬৬ হাজার ৪০১। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩০ জনের। আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই বিশ্বের অন্য কোন দেশ।

করোনায় শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৭ লাখ ৭৫ হাজার ১৮৪। দেশটিতে করোনায় মৃত্যু ৪০ হাজার (মোট ৩৯ হাজার ৭৯৭ জন মারা গেছেন) ছুঁই ছুঁই করছে। এদিকে করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে পূর্ব ইউরোপের দেশ রাশিয়া। দেশটিতে ৪ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫৪ জনের। উত্তর-পশ্চিম ইউরোপের দেশ যুক্তরাজ্যজুড়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২ লাখ ৯০ হাজার ১৪৩ জন করোনায় আক্রান্ত। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ১২৮ জনে।

এদিকে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়েছে। বাংলাদেশের গত বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬৫ জন। এরমধ্যে মারা গেছেন ১০১২ জন। আর সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯০০ জন।

বৈশি^ক মহামারী করোনার সংক্রমণ ভারতে বেড়েই চলেছে। দেশটিতে গত বুধবার ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ হাজার ৯৯৬। এ সময়ের মধ্যে একদিনে সর্বোচ্চ গড়ে এ রোগে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়ে এক প্রতিবেদনে বলেছে, ভারতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে ৩ শতাধিক মৃত্যু হয়েছে। দেশটিতে এ রোগে এখনও পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১০৭ জন। আর টানা নয়দিন ধরে দৈনিক নয় হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। মোট শনাক্ত রোগী ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। এরমধ্যে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৪১ হাজার ২৯ জন।

দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী ৯৪ হাজার ৪১ জন এবং এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।

শুক্রবার, ১২ জুন ২০২০ , ২৯ জৈষ্ঠ ১৪২৭, ১৯ শাওয়াল ১৪৪১

করোনাভাইরাস

বিশ্বে একদিনে আক্রান্ত এক লাখ ৩৪ হাজার

প্রাণহানি ৫ হাজার

সংবাদ ডেস্ক |

বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলজুড়ে ছয় মাস ধরে মৃত্যুযজ্ঞ অব্যাহত রখেছে মহামারী করোনা। প্রাণঘাতী এ ভাইরাসটি প্রতিদিনই কেড়ে নিচ্ছে হাজারেরও বেশি প্রাণ। পাশাপাশি প্রতিদিন দীর্ঘ হচ্ছে আক্রান্তের সারি। বিশ্বজুড়ে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৪ লাখ ছাড়িয়েছে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজারের মতো মানুষের । এরমধ্যে গত বুধবার একদিনেই মারা গেছেন ৫ হাজার ২৪৩ জন। একই দিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। আল-জাজিরা, বিবিসি, রয়টার্স, সিএনএন, এনডিটিভি।

আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, করোনাভাইরাসের নিয়মিত পরিসংখ্যান সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার জানায়, বিশ্বে সাড়ে ৭৪ লাখেরও বেশি করোনায় আক্রান্তের এ সংখ্যায় পৌঁছাতে ভাইরাসটির সময় লেগেছে সাড়ে পাঁচ মাস। এ সময়ের মধ্যে গত

বুধবার সকাল আটটা পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪ লাখ ১৮ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৫১ হাজার ৯৫৭ জন। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ৩৩ হাজার ৪০১ জন।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহান থেকে করোনার প্রাদুর্ভাব শুরু। এরপর ইউরোপে তা-ব চালায় প্রাণঘাতী এ ভাইরাসটি। তবে এখন ভাইরাসটির সংক্রমণের কেন্দ্রস্থল দক্ষিণ এশিয়া ও আমেরিকা। আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

করোনার প্রকোপে সবচেয়ে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত মানুষের সংখ্যা ২০ লাখ ৬৬ হাজার ৪০১। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩০ জনের। আক্রান্ত ও মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই বিশ্বের অন্য কোন দেশ।

করোনায় শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৭ লাখ ৭৫ হাজার ১৮৪। দেশটিতে করোনায় মৃত্যু ৪০ হাজার (মোট ৩৯ হাজার ৭৯৭ জন মারা গেছেন) ছুঁই ছুঁই করছে। এদিকে করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে পূর্ব ইউরোপের দেশ রাশিয়া। দেশটিতে ৪ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫৪ জনের। উত্তর-পশ্চিম ইউরোপের দেশ যুক্তরাজ্যজুড়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত কমছে। দেশটিতে মোট ২ লাখ ৯০ হাজার ১৪৩ জন করোনায় আক্রান্ত। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ১২৮ জনে।

এদিকে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়েছে। বাংলাদেশের গত বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬৫ জন। এরমধ্যে মারা গেছেন ১০১২ জন। আর সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯০০ জন।

বৈশি^ক মহামারী করোনার সংক্রমণ ভারতে বেড়েই চলেছে। দেশটিতে গত বুধবার ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ হাজার ৯৯৬। এ সময়ের মধ্যে একদিনে সর্বোচ্চ গড়ে এ রোগে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়ে এক প্রতিবেদনে বলেছে, ভারতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে ৩ শতাধিক মৃত্যু হয়েছে। দেশটিতে এ রোগে এখনও পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১০৭ জন। আর টানা নয়দিন ধরে দৈনিক নয় হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। মোট শনাক্ত রোগী ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। এরমধ্যে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৪১ হাজার ২৯ জন।

দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী ৯৪ হাজার ৪১ জন এবং এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।