বাজেট গণমুখী ও সময়োপযোগী : ওয়েন্ড

বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে এ বাজেট গণমুখী ও সময়োপযোগী বলে মন্তব্য করেছে নারী উদ্যোক্তা সংগঠন ওয়েন্ড। গতকাল সংগঠনটির সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন। মহান জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উত্থাপনের জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দনও জানান তিনি।

ওয়েন্ড সভাপতি বলেন, নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করায় নারী উদ্যোক্তারা বিশেষভাবে লাভবান হবে। করমুক্ত আয়সীমা নারী উদ্যোক্তাদের জন্য বৃদ্ধি করে ৫ লাখ করার প্রস্তাবনা দিয়েছিল ওয়েন্ড। এ ছাড়া ব্যক্তিগত করহার ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ করার প্রস্তাবকেও ওয়েন্ড সাধুবাদ জানায়। একই সঙ্গে করপোরেট করহার হ্রাস করবার বাজেটে যে প্রস্তাবনা রাখা হয়েছে তাকে অভিনন্দন জানায়। বাজেট বক্তব্য থেকে সুষ্পষ্ট নয় যে নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানি শুল্ক হ্রাস করার জন্য ওয়েন্ড যে প্রস্তাবনা দিয়েছিল তা আদৌ বিবেচনা করা হয়েছে কিনা।

শনিবার, ১৩ জুন ২০২০ , ৩০ জৈষ্ঠ ১৪২৭, ২০ শাওয়াল ১৪৪১

বাজেট গণমুখী ও সময়োপযোগী : ওয়েন্ড

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে এ বাজেট গণমুখী ও সময়োপযোগী বলে মন্তব্য করেছে নারী উদ্যোক্তা সংগঠন ওয়েন্ড। গতকাল সংগঠনটির সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন। মহান জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উত্থাপনের জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দনও জানান তিনি।

ওয়েন্ড সভাপতি বলেন, নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করায় নারী উদ্যোক্তারা বিশেষভাবে লাভবান হবে। করমুক্ত আয়সীমা নারী উদ্যোক্তাদের জন্য বৃদ্ধি করে ৫ লাখ করার প্রস্তাবনা দিয়েছিল ওয়েন্ড। এ ছাড়া ব্যক্তিগত করহার ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ করার প্রস্তাবকেও ওয়েন্ড সাধুবাদ জানায়। একই সঙ্গে করপোরেট করহার হ্রাস করবার বাজেটে যে প্রস্তাবনা রাখা হয়েছে তাকে অভিনন্দন জানায়। বাজেট বক্তব্য থেকে সুষ্পষ্ট নয় যে নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানি শুল্ক হ্রাস করার জন্য ওয়েন্ড যে প্রস্তাবনা দিয়েছিল তা আদৌ বিবেচনা করা হয়েছে কিনা।