সীতাকুণ্ডে ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ মা। গত বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছলিমপুর ইউনিয়নের সালাদারপাড়া গ্রামে। নিহত মোছাম্মৎ মর্জিনা বেগম (৬৮) সালাদারপাদার প্রয়াত ইউসুফ এর স্ত্রী। আহত হয়েছেন ছেলে মোহাম্মদ মোস্তাকিম (৩৫)। জানা যায়, গত মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে স্থানীয় কয়েকজন প্রবাস ফেরৎ মোস্তাকিমকে বেঁধে পিটাতে থাকে। খবর পেয়ে তার বৃদ্ধা মা তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা ওই বৃদ্ধাকে মারধর করে। সেময় তিনি অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিলে জ্ঞান ফিরে আসে। গত বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধা নারী শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়। ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ বলেন, যত বড় অন্যায় হোক না কেন একজন বৃদ্ধা মাকে এভাবে মারধর করা কোন সভ্য সমাজে আছে কিনা জানা নেই। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

শনিবার, ১৩ জুন ২০২০ , ৩০ জৈষ্ঠ ১৪২৭, ২০ শাওয়াল ১৪৪১

সীতাকুণ্ডে ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ মা। গত বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছলিমপুর ইউনিয়নের সালাদারপাড়া গ্রামে। নিহত মোছাম্মৎ মর্জিনা বেগম (৬৮) সালাদারপাদার প্রয়াত ইউসুফ এর স্ত্রী। আহত হয়েছেন ছেলে মোহাম্মদ মোস্তাকিম (৩৫)। জানা যায়, গত মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে স্থানীয় কয়েকজন প্রবাস ফেরৎ মোস্তাকিমকে বেঁধে পিটাতে থাকে। খবর পেয়ে তার বৃদ্ধা মা তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা ওই বৃদ্ধাকে মারধর করে। সেময় তিনি অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিলে জ্ঞান ফিরে আসে। গত বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধা নারী শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়। ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ বলেন, যত বড় অন্যায় হোক না কেন একজন বৃদ্ধা মাকে এভাবে মারধর করা কোন সভ্য সমাজে আছে কিনা জানা নেই। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।