৬ জেলায় শনাক্ত ৭৬

কিশোরগঞ্জে ৫২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আরো ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে, নতুন করে ভৈরবে ১৬টি, সদর উপজেলায় ১১টি, করিমগঞ্জে ১২টি, বাজিতপুরে ৪টি, ইটনায় ৩টি, পাকুন্দিয়ায় ২টি, কুলিয়ারচরে ২টি, মিঠামইনে ১টি ও কটিয়াদীতে ১টি নমুনা পজিটিভ হয়েছে।

দোহারে ৬

প্রতিনিধি, দোহার (ঢাকা)

উপজেলায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের ২য় বারের মতো করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১৫৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একনারী-সহ মৃত্যুবরণ করেছে দুইজন। শুক্রবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গোয়ালন্দে ১

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ের নৈশ প্রহরীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে তার করোনা পজিটিভ হিসেবে ফলাফল আসে। সংবাদের সত্যতা নিশ্চিত করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

দুপচাঁচিয়ায় ৯

প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া)

উপজেলায় ডাক্তার, ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে নয় জন করোনা শনাক্ত হয়েছে। তারা সবায় নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছে।

গত বুধবার পর্যন্ত এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা হল ২৪ জন। এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক ইউনুস আলী এ তথ্য জানান।

লালমোহনে ৩

প্রতিনিধি, লালমোহন (ভোলো)

পৌরসভার এক কর্মকর্তাসহ ৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। লালমোহন হাসপাতালের আরএমও ডা. মহসিন খান জানান, আক্রান্তদের গত ৩ জুন নমুনা নেয়া হয়। গত বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। এদের বাড়ির ৬টি ঘর লকডাউন করে লাল পতাকা লাগিয়ে দেয়া হয়েছে।

সীতাকুণ্ডে ৫ পুলিশ

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, করোনায় নতুন করে ৫ পুলিশ সদস্য আক্রান্ত হয়। এনিয়ে একজন ইন্সফেক্টর, পাঁচজন এসআই ও নয়জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

শনিবার, ১৩ জুন ২০২০ , ৩০ জৈষ্ঠ ১৪২৭, ২০ শাওয়াল ১৪৪১

৬ জেলায় শনাক্ত ৭৬

কিশোরগঞ্জে ৫২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আরো ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে, নতুন করে ভৈরবে ১৬টি, সদর উপজেলায় ১১টি, করিমগঞ্জে ১২টি, বাজিতপুরে ৪টি, ইটনায় ৩টি, পাকুন্দিয়ায় ২টি, কুলিয়ারচরে ২টি, মিঠামইনে ১টি ও কটিয়াদীতে ১টি নমুনা পজিটিভ হয়েছে।

দোহারে ৬

প্রতিনিধি, দোহার (ঢাকা)

উপজেলায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজনের ২য় বারের মতো করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১৫৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একনারী-সহ মৃত্যুবরণ করেছে দুইজন। শুক্রবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গোয়ালন্দে ১

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ের নৈশ প্রহরীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে তার করোনা পজিটিভ হিসেবে ফলাফল আসে। সংবাদের সত্যতা নিশ্চিত করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

দুপচাঁচিয়ায় ৯

প্রতিনিধি, দুপচাঁচিয়া (বগুড়া)

উপজেলায় ডাক্তার, ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে নয় জন করোনা শনাক্ত হয়েছে। তারা সবায় নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছে।

গত বুধবার পর্যন্ত এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা হল ২৪ জন। এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক ইউনুস আলী এ তথ্য জানান।

লালমোহনে ৩

প্রতিনিধি, লালমোহন (ভোলো)

পৌরসভার এক কর্মকর্তাসহ ৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। লালমোহন হাসপাতালের আরএমও ডা. মহসিন খান জানান, আক্রান্তদের গত ৩ জুন নমুনা নেয়া হয়। গত বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। এদের বাড়ির ৬টি ঘর লকডাউন করে লাল পতাকা লাগিয়ে দেয়া হয়েছে।

সীতাকুণ্ডে ৫ পুলিশ

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, করোনায় নতুন করে ৫ পুলিশ সদস্য আক্রান্ত হয়। এনিয়ে একজন ইন্সফেক্টর, পাঁচজন এসআই ও নয়জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়।