সিলেটে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা শুরু

সিলেটে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়া শুরু করেছে বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরা। গত সোমবার থেকে ৪০টি বেড নিয়ে তারা এ সেবা দেয়া শুরু করে। বেসরকারি হাসপাতালগুলো থেকে যখন রোগীদের ফিরিয়ে দেয়ার খবর পাওয়া যাচ্ছে ঠিক তখনই সিলেটবাসীর জন্য এ সুখবর নিয়ে এলো শহরতলীর আখালিয়াস্থ এ প্রতিষ্ঠানটি। মঙ্গলবার পর্যন্ত এ হাসপাতালে ৫ জন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালটির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কোভিড-১৯ এর রোগীদের চিকিৎসা চ্যালেঞ্জ হলেও সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত তারা। করোনা উপসর্গ থাকা ও আক্রান্ত হওয়া দুই ধরণের রোগীকেই এখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে। এছাড়া হাসপাতালে আরটি-পিসিআর টেস্ট ছাড়া সকল টেস্টের সুযোগ সুবিধা রয়েছে। কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সাপ্লাইয়ের সক্ষমতা ও

প্রয়োজনীয় ভেন্টিলেটর সাপোর্টও রয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২০ , ৩০ জৈষ্ঠ ১৪২৭, ২০ শাওয়াল ১৪৪১

সিলেটে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা শুরু

বিশেষ প্রতিনিধি

সিলেটে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়া শুরু করেছে বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরা। গত সোমবার থেকে ৪০টি বেড নিয়ে তারা এ সেবা দেয়া শুরু করে। বেসরকারি হাসপাতালগুলো থেকে যখন রোগীদের ফিরিয়ে দেয়ার খবর পাওয়া যাচ্ছে ঠিক তখনই সিলেটবাসীর জন্য এ সুখবর নিয়ে এলো শহরতলীর আখালিয়াস্থ এ প্রতিষ্ঠানটি। মঙ্গলবার পর্যন্ত এ হাসপাতালে ৫ জন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালটির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কোভিড-১৯ এর রোগীদের চিকিৎসা চ্যালেঞ্জ হলেও সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত তারা। করোনা উপসর্গ থাকা ও আক্রান্ত হওয়া দুই ধরণের রোগীকেই এখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে। এছাড়া হাসপাতালে আরটি-পিসিআর টেস্ট ছাড়া সকল টেস্টের সুযোগ সুবিধা রয়েছে। কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সাপ্লাইয়ের সক্ষমতা ও

প্রয়োজনীয় ভেন্টিলেটর সাপোর্টও রয়েছে।