দোহারে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ঢাকার দোহার উপজেলার স্থানীয় অনলাইন পোর্টাল নিউজ ৩৯ এর চিফ রিপোর্টার আছিফুর রহমান সজলের বসত বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মামলা করলে ফের হামলার হুমকি দেয় ওই সন্ত্রাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ তার নিজ বাড়ির আঙিনায় বসার জন্য একটি বেঞ্চ তৈরি করেন। সরকার লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিলে সেই বেঞ্চে এলাকার বখাটে যুবকরা নেশা ও জুয়ার আসর বসাতো। আসিফ বিষয়টি জানতে পেরে তার তৈরিকৃত বেঞ্চটি ভেঙ্গে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর এলাকার মোহন মেম্বারের ছেলে রাকিব, তারার ছেলে মাদক ব্যবসায়ী বাবু ও বোরহান ব্যাপারীর ছেলে সোহেলসহ আরও অনেকে আসিফের বাসায় ঢুকে হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শনিবার, ১৩ জুন ২০২০ , ৩০ জৈষ্ঠ ১৪২৭, ২০ শাওয়াল ১৪৪১

দোহারে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার দোহার উপজেলার স্থানীয় অনলাইন পোর্টাল নিউজ ৩৯ এর চিফ রিপোর্টার আছিফুর রহমান সজলের বসত বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মামলা করলে ফের হামলার হুমকি দেয় ওই সন্ত্রাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ তার নিজ বাড়ির আঙিনায় বসার জন্য একটি বেঞ্চ তৈরি করেন। সরকার লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিলে সেই বেঞ্চে এলাকার বখাটে যুবকরা নেশা ও জুয়ার আসর বসাতো। আসিফ বিষয়টি জানতে পেরে তার তৈরিকৃত বেঞ্চটি ভেঙ্গে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর এলাকার মোহন মেম্বারের ছেলে রাকিব, তারার ছেলে মাদক ব্যবসায়ী বাবু ও বোরহান ব্যাপারীর ছেলে সোহেলসহ আরও অনেকে আসিফের বাসায় ঢুকে হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।