ভালো নেই জাহানারা আহমেদ

জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব অভিনেত্রী, নাটক্যার একুশে পদকপ্রাপ্ত জাহানারা আহমেদ। জানালেন ভালো নেই তিনি। তার ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার পেছনেই অনেক অর্থ খরচ হয়েছে। সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা শেষে গেল এক বছর রাজধানীর সিএমএইচ’এ চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে রাজধানীর সেন্ট্রাল রোডে মা জাহানারা আহমেদ’র সঙ্গে বাসাতেই আছেন ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ। জাহানারা আহমেদ সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনে ‘লকেট’ ধারাবাহিক নাটকটি রচনা করেন। তবে সর্বশেষ তিনি কোন নাটকে অভিনয় করেছিলেন তা বলতে পারেননি। জাহানারা আহমেদ বলেন, ‘এখন মানসিক অবস্থা ভালো না। কোন গল্পের প্লটই মাথায় আসছেনা। যদি কোনদিন মন আবার ফুরফুরা হয় তাহলে নাটক লিখবো। জানিনা সামনের দিনগুলো কেমন যাবে। শরীর এতোটাই দুর্বল যে কথাও বলতে ইচ্ছে করেনা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ভালো রাখেন।’ জাহানারা আহমেদ অভিনীত দর্শকপ্রিয় আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘বাবনের মেয়ে’, ‘সংশপ্তক’, ‘সকাল সন্ধ্যা’ ইত্যাদি বাংলাদেশ বেতারে বহু নাটক লিখেছেন তিনি। বিটিভিতে প্রচারিত আলোচিত খণ্ড নাটক ‘নেকলেস’, ‘বন মল্লিকা’ যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল ঠিক তেমনি একই চ্যানেলে প্রচারিত ছোবল ও লকেট ধারাবাহিক নাটকও বেশ আলোচনায় এসেছিল। সালমান শাহ ও মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় মৌসুমীর দাদির চরিত্রে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পেয়েছিলেন জাহানারা আহমেদ।

শনিবার, ১৩ জুন ২০২০ , ৩০ জৈষ্ঠ ১৪২৭, ২০ শাওয়াল ১৪৪১

ভালো নেই জাহানারা আহমেদ

বিনোদন প্রতিবেদক |

image

জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব অভিনেত্রী, নাটক্যার একুশে পদকপ্রাপ্ত জাহানারা আহমেদ। জানালেন ভালো নেই তিনি। তার ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার পেছনেই অনেক অর্থ খরচ হয়েছে। সিঙ্গাপুরে ক্যানসারের চিকিৎসা শেষে গেল এক বছর রাজধানীর সিএমএইচ’এ চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে রাজধানীর সেন্ট্রাল রোডে মা জাহানারা আহমেদ’র সঙ্গে বাসাতেই আছেন ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ। জাহানারা আহমেদ সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনে ‘লকেট’ ধারাবাহিক নাটকটি রচনা করেন। তবে সর্বশেষ তিনি কোন নাটকে অভিনয় করেছিলেন তা বলতে পারেননি। জাহানারা আহমেদ বলেন, ‘এখন মানসিক অবস্থা ভালো না। কোন গল্পের প্লটই মাথায় আসছেনা। যদি কোনদিন মন আবার ফুরফুরা হয় তাহলে নাটক লিখবো। জানিনা সামনের দিনগুলো কেমন যাবে। শরীর এতোটাই দুর্বল যে কথাও বলতে ইচ্ছে করেনা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ভালো রাখেন।’ জাহানারা আহমেদ অভিনীত দর্শকপ্রিয় আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘বাবনের মেয়ে’, ‘সংশপ্তক’, ‘সকাল সন্ধ্যা’ ইত্যাদি বাংলাদেশ বেতারে বহু নাটক লিখেছেন তিনি। বিটিভিতে প্রচারিত আলোচিত খণ্ড নাটক ‘নেকলেস’, ‘বন মল্লিকা’ যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল ঠিক তেমনি একই চ্যানেলে প্রচারিত ছোবল ও লকেট ধারাবাহিক নাটকও বেশ আলোচনায় এসেছিল। সালমান শাহ ও মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় মৌসুমীর দাদির চরিত্রে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পেয়েছিলেন জাহানারা আহমেদ।