অস্ত্রোপচারের পর প্রসূতির করোনা পজিটিভ

করোনা আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

এক গর্ভবতীর সিজারিয়ান অপারেশনের পর করোনার নমুনা পরীক্ষার ফলাফল এলো পজেটিভ। একারণে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার ও গাইনী ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। এরপরই গাইনী ও এ্যানেসথেসিয়ার ডাক্তার-ষ্টাফদের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। এ ঘটনা গত বুধবারের। সরাইলের নোয়াগাওয়ের ওই গর্ভবতীর সিজারিয়ান অপারেশনটি হয় ৪ঠা জুন। এরআগে হাসপাতালের ডেন্টাল চিকিৎসা বিভাগও বন্ধ ছিলো। একজন ডেন্টাল চিকিৎসকের স্বামী করোনা আক্রান্ত হলে এই ব্যবস্থা নেয়া হয়। অফিস সহকারী আক্রান্ত হওয়ায় দুটি অফিস কক্ষও বন্ধ রাখা হয়। কেবিনে দায়িত্ব পালনকারী একজন নার্স করোনা আক্রান্ত হলে কেবিনগুলোও বন্ধ করে দেয়া হয়। সর্বশেষ হাসপাতালের আ্ইসোলেশন সেন্টারে(নার্সিং ইনস্টিটিউট) কর্তব্যরত একজন ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। এসব কারনেই হাসপাতালের ডাক্তার,নার্স এবং অন্যান্য স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এদিকে হাসপাতালে রোগীর উপস্থিতিও কমেছে।

রবিবার, ১৪ জুন ২০২০ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২১ শাওয়াল ১৪৪

অস্ত্রোপচারের পর প্রসূতির করোনা পজিটিভ

করোনা আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

মো. সাদেকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া

image

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতাল -সংবাদ

এক গর্ভবতীর সিজারিয়ান অপারেশনের পর করোনার নমুনা পরীক্ষার ফলাফল এলো পজেটিভ। একারণে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার ও গাইনী ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। এরপরই গাইনী ও এ্যানেসথেসিয়ার ডাক্তার-ষ্টাফদের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। এ ঘটনা গত বুধবারের। সরাইলের নোয়াগাওয়ের ওই গর্ভবতীর সিজারিয়ান অপারেশনটি হয় ৪ঠা জুন। এরআগে হাসপাতালের ডেন্টাল চিকিৎসা বিভাগও বন্ধ ছিলো। একজন ডেন্টাল চিকিৎসকের স্বামী করোনা আক্রান্ত হলে এই ব্যবস্থা নেয়া হয়। অফিস সহকারী আক্রান্ত হওয়ায় দুটি অফিস কক্ষও বন্ধ রাখা হয়। কেবিনে দায়িত্ব পালনকারী একজন নার্স করোনা আক্রান্ত হলে কেবিনগুলোও বন্ধ করে দেয়া হয়। সর্বশেষ হাসপাতালের আ্ইসোলেশন সেন্টারে(নার্সিং ইনস্টিটিউট) কর্তব্যরত একজন ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। এসব কারনেই হাসপাতালের ডাক্তার,নার্স এবং অন্যান্য স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এদিকে হাসপাতালে রোগীর উপস্থিতিও কমেছে।