কালীগঞ্জের ৩ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা

গাজীপুরে ক্রমাগতভাবেই বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণের হার। সর্বশেষ তথ্যানুযায়ী জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। করোনার হটস্পট হিসেবে গাজীপুরে সংক্রমণ মোকাবেলায় কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সংক্রমনের হার বিবেচনায় এনে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৭টি গ্রামকে গ্রীণ জোন হিসেবে চিহ্নিত করা হয়। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে গত শুক্রবার রাত ১২টা থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

গবশেষ তথ্যমতে গাজীপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় গাজীপুর সদরে ১৩৩৭ জন,কালীগঞ্জে ১৯০ জন, কাপাসিয়ায় ১৫০ জন, কালিয়াকৈরে ২৩০ জন ও শ্রীপুরে ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন। আর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১৬ হাজার ৩ শত ৯৮ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।

রবিবার, ১৪ জুন ২০২০ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২১ শাওয়াল ১৪৪

কালীগঞ্জের ৩ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরে ক্রমাগতভাবেই বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণের হার। সর্বশেষ তথ্যানুযায়ী জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। করোনার হটস্পট হিসেবে গাজীপুরে সংক্রমণ মোকাবেলায় কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সংক্রমনের হার বিবেচনায় এনে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৭টি গ্রামকে গ্রীণ জোন হিসেবে চিহ্নিত করা হয়। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে গত শুক্রবার রাত ১২টা থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

গবশেষ তথ্যমতে গাজীপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় গাজীপুর সদরে ১৩৩৭ জন,কালীগঞ্জে ১৯০ জন, কাপাসিয়ায় ১৫০ জন, কালিয়াকৈরে ২৩০ জন ও শ্রীপুরে ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন। আর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১৬ হাজার ৩ শত ৯৮ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।