মার্শে দ্যু ফিল্মে কণ্ঠশিল্পী কৃষ্ণকলির চলচ্চিত্র!

গায়িকা হিসেবে অনেকেই জানেন কৃষ্ণকলিকে। তবে তারও আগে টেলিভিশনের জন্য ক্যামেরার পেছনে কাজ করে হাত পাকিয়েছেন তিনি। যা অনেকেরই অজানা। তার কাছ থেকে এসেছে কয়েকটি ডকুমেন্টারিও। তবে গায়িকা বিশেষণের প্রতাপে সেগুলো সামনে আসেনি। এবার এলো। কারণ বিশ্বের প্রধানতম চলচ্চিত্র উৎসব কানের ৭৩তম আসরে বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’-এ অংশ নিচ্ছে তার ছবি ‘এনওসি’। এই বিষয়ে কৃষ্ণকলির ছবি ও বায়োগ্রাফিসহ নিজেদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ)। জানা গেছে, ‘এনওসি’ নামের ছবিটি এর আগে ‘ঢাকা ডক ল্যাব’ আয়োজনে স্কলারশিপ পায়। তারই অংশ হিসেবে এটি এবার জমা পড়ে বিশ্বের সবচেয়ে পুরনো ও শীর্ষস্থানীয় চলচ্চিত্র বাজার মার্শে দ্যু ফিল্মে।

জানা যায়, আগামী ২২ জুন থেকে ২৬ জুন অনলাইনে চলবে মার্শে দ্যু ফিল্মের আয়োজন। যার মূল উদ্দেশ্যই হলো- সিনেমা কেনাবেচা। আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্প ও ফিল্ম প্রফেশনালদের সহযোগিতা করবে স্বতন্ত্র এই অনলাইন মার্কেট। জানা যায়, পূর্ণাঙ্গ চলচ্চিত্র কিংবা পোস্ট প্রোডাকশনে থাকা ছবি ও প্রজেক্ট উপস্থাপন করার জন্য থাকছে ১৫টি ভার্চুয়াল প্রেক্ষাগৃহ। কারণ এবার আর সরাসরি কানসৈকতে বসছে না উৎসব। বাংলাদেশের উদীয়মান চলচ্চিত্রকারদের সহায়তা প্রদানের লক্ষ্যে কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে চালু হয় ‘ঢাকা টু কান’ শীর্ষক নতুন একটি প্রকল্প। ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের (আইএফআইবি) এ আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন নির্মাতা সামিয়া জামান। তিনি সংগঠনটির সভাপতি। তাকে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ)।

কানের মার্শে দ্যু ফিল্মের (ফিল্ম কেনাবেচার বাজার) প্রডিউচার্স ওয়ার্কশপে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্বাহী ও চলচ্চিত্র শিল্পের প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পাচ্ছেন এ বিভাগে যুক্ত হওয়া ছবির নির্মাতারা। এবার বাংলাদেশ থেকে সেই সুযোগটি পাচ্ছেন কৃষ্ণকলি ও তার চলচ্চিত্র ‘এনওসি’।

রবিবার, ১৪ জুন ২০২০ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২১ শাওয়াল ১৪৪

মার্শে দ্যু ফিল্মে কণ্ঠশিল্পী কৃষ্ণকলির চলচ্চিত্র!

বিনোদন প্রতিবেদক |

image

গায়িকা হিসেবে অনেকেই জানেন কৃষ্ণকলিকে। তবে তারও আগে টেলিভিশনের জন্য ক্যামেরার পেছনে কাজ করে হাত পাকিয়েছেন তিনি। যা অনেকেরই অজানা। তার কাছ থেকে এসেছে কয়েকটি ডকুমেন্টারিও। তবে গায়িকা বিশেষণের প্রতাপে সেগুলো সামনে আসেনি। এবার এলো। কারণ বিশ্বের প্রধানতম চলচ্চিত্র উৎসব কানের ৭৩তম আসরে বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’-এ অংশ নিচ্ছে তার ছবি ‘এনওসি’। এই বিষয়ে কৃষ্ণকলির ছবি ও বায়োগ্রাফিসহ নিজেদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ)। জানা গেছে, ‘এনওসি’ নামের ছবিটি এর আগে ‘ঢাকা ডক ল্যাব’ আয়োজনে স্কলারশিপ পায়। তারই অংশ হিসেবে এটি এবার জমা পড়ে বিশ্বের সবচেয়ে পুরনো ও শীর্ষস্থানীয় চলচ্চিত্র বাজার মার্শে দ্যু ফিল্মে।

জানা যায়, আগামী ২২ জুন থেকে ২৬ জুন অনলাইনে চলবে মার্শে দ্যু ফিল্মের আয়োজন। যার মূল উদ্দেশ্যই হলো- সিনেমা কেনাবেচা। আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্প ও ফিল্ম প্রফেশনালদের সহযোগিতা করবে স্বতন্ত্র এই অনলাইন মার্কেট। জানা যায়, পূর্ণাঙ্গ চলচ্চিত্র কিংবা পোস্ট প্রোডাকশনে থাকা ছবি ও প্রজেক্ট উপস্থাপন করার জন্য থাকছে ১৫টি ভার্চুয়াল প্রেক্ষাগৃহ। কারণ এবার আর সরাসরি কানসৈকতে বসছে না উৎসব। বাংলাদেশের উদীয়মান চলচ্চিত্রকারদের সহায়তা প্রদানের লক্ষ্যে কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে চালু হয় ‘ঢাকা টু কান’ শীর্ষক নতুন একটি প্রকল্প। ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের (আইএফআইবি) এ আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন নির্মাতা সামিয়া জামান। তিনি সংগঠনটির সভাপতি। তাকে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ)।

কানের মার্শে দ্যু ফিল্মের (ফিল্ম কেনাবেচার বাজার) প্রডিউচার্স ওয়ার্কশপে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্বাহী ও চলচ্চিত্র শিল্পের প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পাচ্ছেন এ বিভাগে যুক্ত হওয়া ছবির নির্মাতারা। এবার বাংলাদেশ থেকে সেই সুযোগটি পাচ্ছেন কৃষ্ণকলি ও তার চলচ্চিত্র ‘এনওসি’।