সুস্থ হয়ে ঘরে ফিরলেন সুজেয় শ্যাম

মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ৯ জুন রাজধানীর কলাবাগানের নিজ ঘরে ফিরেছেন ৭৪ বছর বয়সী এই সংগীত পরিচালক।তার মেয়ে লিজা শ্যাম গণমাধ্যমকে জানান, ‘বাবার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। তেমন কোনও সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শ মেনেই আমরা চলছি। ঘরে ফিরলেও উনাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এটাই নিয়ম। সঙ্গে আমরা পরিবারের সদস্যরাও সচেতন থাকার চেষ্টা করছি।’

এসময় তিনি কৃতজ্ঞতা জানান, চিকিৎসক-সাংবাদিকসহ উৎকণ্ঠায় থাকা সবার প্রতি। এর আগে, গত ২৬ মে শ্বাসকষ্ট সমস্যার কারণে এই শিল্পীকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ মে তাকে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

রবিবার, ১৪ জুন ২০২০ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২১ শাওয়াল ১৪৪

সুস্থ হয়ে ঘরে ফিরলেন সুজেয় শ্যাম

বিনোদন প্রতিবেদক |

মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যাম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ৯ জুন রাজধানীর কলাবাগানের নিজ ঘরে ফিরেছেন ৭৪ বছর বয়সী এই সংগীত পরিচালক।তার মেয়ে লিজা শ্যাম গণমাধ্যমকে জানান, ‘বাবার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। তেমন কোনও সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শ মেনেই আমরা চলছি। ঘরে ফিরলেও উনাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এটাই নিয়ম। সঙ্গে আমরা পরিবারের সদস্যরাও সচেতন থাকার চেষ্টা করছি।’

এসময় তিনি কৃতজ্ঞতা জানান, চিকিৎসক-সাংবাদিকসহ উৎকণ্ঠায় থাকা সবার প্রতি। এর আগে, গত ২৬ মে শ্বাসকষ্ট সমস্যার কারণে এই শিল্পীকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ মে তাকে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।