আরটিভির আয়োজনে অন্তর্জালে রিয়েলিটি শো

দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন আরটিভি শুরু করছে ফোক গানের নতুন রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’। এর মধ্যে আরও নতুন বিষয় হলো, আয়োজনটি হচ্ছে অন্তর্জালের মাধ্যমে। কারণ চলছে করোনাকাল। ফলে এই প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে অংশ নিতে পারবেন দেশ-বিদেশের আগ্রহী শিল্পীরা। ১১ জুন আরটিভি অনলাইনের ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় লাইভে অতিথি হিসেবে আরও যুক্ত ছিলেন সংগীতশিল্পী এসআই টুটুল, শওকত আলী ইমন, ইবরার টিপু, রকেট ম-ল, সায়রা রেজা, মালা, রুবায়েত জাহান ও রাজা কাশ্যপ।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘সব প্রিয়মুখ একসঙ্গে দেখে ভালো লাগছে। আমরা একটি মহৎ কাজের জন্য সবাই এক হয়েছি। আমরা সবাই ঘরে বন্দি, তাই বলে কি জীবন থেমে থাকবে? আমরা বীরের জাতি, আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আরটিভির এই ফোক রিয়েলিটি শো।’

অনুষ্ঠানটির ট্যাগলাইন ‘ঘরবন্দি সময়ে লোকগানের প্রতিযোগিতা’।

এই রিয়েলিটি শো নিয়ে সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘এই মুহূর্তে এমন একটা শো দরকার ছিল। অনেক শিল্পী ঘরে বসে আছেন। তাদের এখন চর্চা করার সময়। আরটিভি এই সময়ে এগিয়ে এসেছে সেজন্য ধন্যবাদ। আশা করি দেশ বিদেশের ভালো কিছু শিল্পী আমরা পাবো।’

‘বাংলার গায়েন’ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে যে কেউ যেকোনও বাংলা গান মোবাইলে ধারণ করে ইমেইল করতে পারবেন rtvbanglargayen@gmail.com এই ঠিকানায়। বিস্তারিত জানতে ভিজিট করত হবে- htttps:www.facebook.com/RtvMusic.tv/

রবিবার, ১৪ জুন ২০২০ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২১ শাওয়াল ১৪৪

আরটিভির আয়োজনে অন্তর্জালে রিয়েলিটি শো

বিনোদন প্রতিবেদক |

image

দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন আরটিভি শুরু করছে ফোক গানের নতুন রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’। এর মধ্যে আরও নতুন বিষয় হলো, আয়োজনটি হচ্ছে অন্তর্জালের মাধ্যমে। কারণ চলছে করোনাকাল। ফলে এই প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে অংশ নিতে পারবেন দেশ-বিদেশের আগ্রহী শিল্পীরা। ১১ জুন আরটিভি অনলাইনের ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় লাইভে অতিথি হিসেবে আরও যুক্ত ছিলেন সংগীতশিল্পী এসআই টুটুল, শওকত আলী ইমন, ইবরার টিপু, রকেট ম-ল, সায়রা রেজা, মালা, রুবায়েত জাহান ও রাজা কাশ্যপ।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘সব প্রিয়মুখ একসঙ্গে দেখে ভালো লাগছে। আমরা একটি মহৎ কাজের জন্য সবাই এক হয়েছি। আমরা সবাই ঘরে বন্দি, তাই বলে কি জীবন থেমে থাকবে? আমরা বীরের জাতি, আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আরটিভির এই ফোক রিয়েলিটি শো।’

অনুষ্ঠানটির ট্যাগলাইন ‘ঘরবন্দি সময়ে লোকগানের প্রতিযোগিতা’।

এই রিয়েলিটি শো নিয়ে সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘এই মুহূর্তে এমন একটা শো দরকার ছিল। অনেক শিল্পী ঘরে বসে আছেন। তাদের এখন চর্চা করার সময়। আরটিভি এই সময়ে এগিয়ে এসেছে সেজন্য ধন্যবাদ। আশা করি দেশ বিদেশের ভালো কিছু শিল্পী আমরা পাবো।’

‘বাংলার গায়েন’ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে যে কেউ যেকোনও বাংলা গান মোবাইলে ধারণ করে ইমেইল করতে পারবেন rtvbanglargayen@gmail.com এই ঠিকানায়। বিস্তারিত জানতে ভিজিট করত হবে- htttps:www.facebook.com/RtvMusic.tv/