ইউক্রেনের ফার্স্ট লেডি করোনাভাইরাসে আক্রান্ত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার স্বাস্থ্য পরীক্ষায় ওলেনার করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

ফেসবুকে এক পোস্টে ওলেনা লিখেছেন- ‘আজ আমি করোনাভাইরাস পরীক্ষার পজিটিভ ফল পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে যেখানে আমি আর আমার পরিবার মাস্ক, গ্লাভস পরা এবং দূরত্ব বজায় রাখার সব নিয়মই মেনে চলছি।’ আপাতত ভালো আছেন এবং হাসপাতালে ভর্তি হননি বলে জানিয়েছেন ওলেনা। তবে বর্তমানে স্বামী, সন্তান থেকে তিনি আইসোলেশনে রয়েছেন। এখনকার পরিস্থিতি অনুযায়ী ইউক্রেনে এ পর্যন্ত ২৯৭৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৭০ জন।

রবিবার, ১৪ জুন ২০২০ , ৩১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২১ শাওয়াল ১৪৪

ইউক্রেনের ফার্স্ট লেডি করোনাভাইরাসে আক্রান্ত

সংবাদ ডেস্ক |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার স্বাস্থ্য পরীক্ষায় ওলেনার করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

ফেসবুকে এক পোস্টে ওলেনা লিখেছেন- ‘আজ আমি করোনাভাইরাস পরীক্ষার পজিটিভ ফল পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে যেখানে আমি আর আমার পরিবার মাস্ক, গ্লাভস পরা এবং দূরত্ব বজায় রাখার সব নিয়মই মেনে চলছি।’ আপাতত ভালো আছেন এবং হাসপাতালে ভর্তি হননি বলে জানিয়েছেন ওলেনা। তবে বর্তমানে স্বামী, সন্তান থেকে তিনি আইসোলেশনে রয়েছেন। এখনকার পরিস্থিতি অনুযায়ী ইউক্রেনে এ পর্যন্ত ২৯৭৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৭০ জন।