হাছান রাজার বংশধর সুপ্তি মতিনের ‘দৃষ্টি ফিরে না’

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে মরমী গানের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এই মরমী গানের স্রষ্টা কবি ও সঙ্গীতশিল্পী হাছন রাজা। তারই বংশধর সঙ্গীতশিল্পী সুপ্তি মতিন। হাছন রাজার নাতনী’র মেয়ে মেহেরুন্নেসা চৌধুরীর কন্যা সুপ্তি মতিন। ছোটবেলা থেকেই সুপ্তির গানের প্রতি অদম্য ভালোবাসা। নানান সময়ে তিনি নিজেকে গানে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তুলেছেন প্রয়াত আজাদ রহমান, হাফিজুর রহমান, ফজলুল হক, নিতাই রায়’সহ আরো অনেকের কাছে গানে তালিম নিয়ে। সুপ্তি মতিনের বাবাও এই দেশের একজন বরেণ্য গীতিকার। তার বাবা মরমী কবি, ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরী। বাবাকে দেখে দেখেই সুপ্তির নিজেকে সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলা। এই প্রজন্মের নন্দিত কন্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক হৃদয় খানের সুর সঙ্গীতে সুপ্তি খান নিজের পেজ’এ প্রকাশ করেছেন তারই বাবা সাবির আহেমদ চৌধুরীর লেখা গান ‘দৃষ্টি ফিরেনা’। এদিকে আজ সুপ্তির জন্মদিন। জন্মদিন এবং গানটি প্রসঙ্গে সুপ্তি বলেন, ‘সত্যি বলতে কী বাবার গানের প্রতি আমার এক অন্যরকম আবেগ, ভালোবাসা রয়েছে যা সত্যিই ভাষায় প্রকাশের নয়। বাবার গানটি হৃদয় চমৎকার সুর করেছে। আমি আমার মনের গভীর থেকে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিয়ে যেতে চাই। আর আজকের জন্মদিনটি আমার প্রিয় প্রিয় চার নাতি নাতনী ইনায়া, আনিরা, জায়ের ও আবরারের সঙ্গেই কাটবে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন।’

সোমবার, ১৫ জুন ২০২০ , ১ আষাঢ় ১৪২৭, ২২ শাওয়াল ১৪৪১

হাছান রাজার বংশধর সুপ্তি মতিনের ‘দৃষ্টি ফিরে না’

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে মরমী গানের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এই মরমী গানের স্রষ্টা কবি ও সঙ্গীতশিল্পী হাছন রাজা। তারই বংশধর সঙ্গীতশিল্পী সুপ্তি মতিন। হাছন রাজার নাতনী’র মেয়ে মেহেরুন্নেসা চৌধুরীর কন্যা সুপ্তি মতিন। ছোটবেলা থেকেই সুপ্তির গানের প্রতি অদম্য ভালোবাসা। নানান সময়ে তিনি নিজেকে গানে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তুলেছেন প্রয়াত আজাদ রহমান, হাফিজুর রহমান, ফজলুল হক, নিতাই রায়’সহ আরো অনেকের কাছে গানে তালিম নিয়ে। সুপ্তি মতিনের বাবাও এই দেশের একজন বরেণ্য গীতিকার। তার বাবা মরমী কবি, ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরী। বাবাকে দেখে দেখেই সুপ্তির নিজেকে সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলা। এই প্রজন্মের নন্দিত কন্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক হৃদয় খানের সুর সঙ্গীতে সুপ্তি খান নিজের পেজ’এ প্রকাশ করেছেন তারই বাবা সাবির আহেমদ চৌধুরীর লেখা গান ‘দৃষ্টি ফিরেনা’। এদিকে আজ সুপ্তির জন্মদিন। জন্মদিন এবং গানটি প্রসঙ্গে সুপ্তি বলেন, ‘সত্যি বলতে কী বাবার গানের প্রতি আমার এক অন্যরকম আবেগ, ভালোবাসা রয়েছে যা সত্যিই ভাষায় প্রকাশের নয়। বাবার গানটি হৃদয় চমৎকার সুর করেছে। আমি আমার মনের গভীর থেকে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিয়ে যেতে চাই। আর আজকের জন্মদিনটি আমার প্রিয় প্রিয় চার নাতি নাতনী ইনায়া, আনিরা, জায়ের ও আবরারের সঙ্গেই কাটবে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন।’