আবারও শুরু হচ্ছে ‘সেভ লাইফ’

জটিলতা কাটিয়ে আবারো শুরু হতে যাচ্ছে ‘ফায়ার ব্রিগেড’-এ কর্মরত মানুষদের চ্যালেঞ্জিং জীবন নিয়ে বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘সেভ লাইফ’র কাজ। গত বছরের শুরুতে কাজী আমিরুল ইসলাম শোভা’র পরিচালনায় রাজধানীর গুলিস্তানে ফায়ার ব্রিগেডের প্রধান কার্যালয়ে শুরু হয়েছিলো ‘সেভ লাইফ’ সিনেমার কাজ। কিন্তু ৩৫ ভাগ কাজ করার পরই সাময়িকভাবে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। সিনেমাটির পরিচালক কাজী আমিরুল ইসলাম শোভা জানান, আপাতত আর জটিলতা নেই। জটিলতা এখন শুধু করোনা’। করোনার এই ক্রান্তিকাল পেরিয়ে গেলেই শিগগিরই আবারো ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘সেভ লাইফ’ সিনেমার অভিনয় শিল্পীরা। এই সিনেমার অভিনয় করছেন চম্পা, ফেরদৌস, পপি, আইরিন, আনিসুর রহমান মিলন, ওবিদ রেহান’সহ আরো অনেকেই। সিনেমাটিকে জয়া চরিত্রে অভিনয় করছিলেন যশোহরের মেয়ে আইরিন। আইরিন বলেন, ‘ আমি টানা আটদিন সিনেমাটির শুটিং-এ অংশ নিয়েছি। শোভা ভাই অনেক কষ্ট করে ভীষণ শ্রম দিয়ে সিনেমাটি নির্মান করছিলেন। আবারো সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে জেনে ভীষণ ভালোলাগছে।’

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘সেভ লাইফ সিনেমাটি আমার জীবনের অন্যতম ভালোলাগার গল্পের একটি সিনেমা। মূলত সিনেমাটির গল্প আমার চ্যালেঞ্জিং জীবনের গল্পকে নিয়েই। এই ধরনের চ্যালেঞ্জিং গল্প নিয়ে এর আগে সিনেমা এই দেশে হয়নি।’ ওবিদ রেহান বলেন, ‘খুবই কম সংখ্যক সিনেমাতে আমি অভিনয় করেছি। সেভ লাইফ আমার জীবনের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে। ধন্যবাদ শোভা ভাইকে আমাকে এই সিনেমার সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।’ এদিকে গেলো ৭ জুন ছিলো ফেরদৌসের জন্মদিন। তিনি জানান এবারের জন্মদিন ছিলো তার জীবনের অন্যমত সেরা জন্মদিন। আইরিন করোনা’র জন্য লকডাউন শুরু হবার আগে সর্বশেষ একটি তথ্যচিত্রে অভিনয় করেছিলেন। এরপর ঘরে বসেই বিভিন্ন লাইভ শো’তে অংশ নিয়েছেন। অন্যদিকে ওবিদ লকডাউনের পর আবারো শুটিং-এ ফিরেছেন। বর্ণনাথের নির্দেশনায় তিনি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যচিত্রে অভিনয়ে অংশ নিয়েছেন। অভিনয় শিল্পী সংঘ’র পক্ষ থেকে তিনি লকডাউনের সময়কালে রাজধানীর বিভিন্ন স্থানে শিল্পীদের সহযোগিতা পৌঁছে দেবার কাজে নিজেকে নিবেদিত রেখেছিলেন।

সোমবার, ১৫ জুন ২০২০ , ১ আষাঢ় ১৪২৭, ২২ শাওয়াল ১৪৪১

আবারও শুরু হচ্ছে ‘সেভ লাইফ’

বিনোদন প্রতিবেদক |

image

জটিলতা কাটিয়ে আবারো শুরু হতে যাচ্ছে ‘ফায়ার ব্রিগেড’-এ কর্মরত মানুষদের চ্যালেঞ্জিং জীবন নিয়ে বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘সেভ লাইফ’র কাজ। গত বছরের শুরুতে কাজী আমিরুল ইসলাম শোভা’র পরিচালনায় রাজধানীর গুলিস্তানে ফায়ার ব্রিগেডের প্রধান কার্যালয়ে শুরু হয়েছিলো ‘সেভ লাইফ’ সিনেমার কাজ। কিন্তু ৩৫ ভাগ কাজ করার পরই সাময়িকভাবে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। সিনেমাটির পরিচালক কাজী আমিরুল ইসলাম শোভা জানান, আপাতত আর জটিলতা নেই। জটিলতা এখন শুধু করোনা’। করোনার এই ক্রান্তিকাল পেরিয়ে গেলেই শিগগিরই আবারো ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘সেভ লাইফ’ সিনেমার অভিনয় শিল্পীরা। এই সিনেমার অভিনয় করছেন চম্পা, ফেরদৌস, পপি, আইরিন, আনিসুর রহমান মিলন, ওবিদ রেহান’সহ আরো অনেকেই। সিনেমাটিকে জয়া চরিত্রে অভিনয় করছিলেন যশোহরের মেয়ে আইরিন। আইরিন বলেন, ‘ আমি টানা আটদিন সিনেমাটির শুটিং-এ অংশ নিয়েছি। শোভা ভাই অনেক কষ্ট করে ভীষণ শ্রম দিয়ে সিনেমাটি নির্মান করছিলেন। আবারো সিনেমাটির কাজ শুরু হতে যাচ্ছে জেনে ভীষণ ভালোলাগছে।’

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘সেভ লাইফ সিনেমাটি আমার জীবনের অন্যতম ভালোলাগার গল্পের একটি সিনেমা। মূলত সিনেমাটির গল্প আমার চ্যালেঞ্জিং জীবনের গল্পকে নিয়েই। এই ধরনের চ্যালেঞ্জিং গল্প নিয়ে এর আগে সিনেমা এই দেশে হয়নি।’ ওবিদ রেহান বলেন, ‘খুবই কম সংখ্যক সিনেমাতে আমি অভিনয় করেছি। সেভ লাইফ আমার জীবনের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে। ধন্যবাদ শোভা ভাইকে আমাকে এই সিনেমার সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।’ এদিকে গেলো ৭ জুন ছিলো ফেরদৌসের জন্মদিন। তিনি জানান এবারের জন্মদিন ছিলো তার জীবনের অন্যমত সেরা জন্মদিন। আইরিন করোনা’র জন্য লকডাউন শুরু হবার আগে সর্বশেষ একটি তথ্যচিত্রে অভিনয় করেছিলেন। এরপর ঘরে বসেই বিভিন্ন লাইভ শো’তে অংশ নিয়েছেন। অন্যদিকে ওবিদ লকডাউনের পর আবারো শুটিং-এ ফিরেছেন। বর্ণনাথের নির্দেশনায় তিনি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যচিত্রে অভিনয়ে অংশ নিয়েছেন। অভিনয় শিল্পী সংঘ’র পক্ষ থেকে তিনি লকডাউনের সময়কালে রাজধানীর বিভিন্ন স্থানে শিল্পীদের সহযোগিতা পৌঁছে দেবার কাজে নিজেকে নিবেদিত রেখেছিলেন।