নতুন গানে সাড়া পাচ্ছেন শাওন গানওয়ালা

ঈদে শাওন গানওয়ালার নতুন গান ‘প্রণয় ছাপ’ সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এবং সুর করেছেন শাওন নিজেই। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আবার তার গাওয়া ‘মৃত্যুপুরী’ সিনেমার গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন সুষ্মিতা বিশ^াস। গানটির সুর সঙ্গীত করেছেন নাগিব হক। গানটিতে শাওন গানওয়ালার সঙ্গে কন্ঠ দিয়েছেন নওমী। এই নতুন দুটি গানও শ্রোতা দর্শকের ভালোলাগায় পরিণত হয়েছে বলে জানান শাওন।

শাওন গানওয়ালা, গান গাওয়ার পাশাপাশি গান লিখেন, সুর করেন। তার নিজের একটি ব্যা-দল ছিলো, নাম ‘য-ফলা’। টানা সাড়ে তিন বছর পাঁচজন মিলে এই ব্যা-দলের হয়ে কবি নজরুলের গানগুলো আধুনিক রূপ দিয়ে গাওয়ার চেষ্টা করেছেন। তবে আপাতত এই ব্যা- দলের কার্যক্রম স্থগিত আছে। শাওন জানান শিগগিরই দলটির কার্যক্রম আবারো শুরু হবে। শাওন বলেন, ‘আমার স্বপ্ন একটাই। আমি নিজেকে একজন গানের মানুষ হিসেবেই পৃথিবীতে একজন আলোকিত সুরপ্রেমী মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি বিশ^াস করি আমার কাজের মধ্যদিয়ে ইনশাআল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো।’ চাঁদপুরের সন্তান শাওন গানওয়ালার জন্মদিন ২০ নভেম্বর। শাওনের সুরে গান গেয়েছেন ডি রকস্টার শুভ, তাহসান খান, জুয়েল মোরশেদ’সহ আরো অনেকেই। তার স্ত্রী ত্রয়ী উপস্থাপিকা। শাওন গানের পাশাপাশি ক্যামব্রিজ সার্টিফাইড মিডল স্কুল ‘দিল্লী পাবলিক স্কুল’-এ মিউজিক’র একজন শিক্ষক হিসেবে কর্মরত।

সোমবার, ১৫ জুন ২০২০ , ১ আষাঢ় ১৪২৭, ২২ শাওয়াল ১৪৪১

নতুন গানে সাড়া পাচ্ছেন শাওন গানওয়ালা

বিনোদন প্রতিবেদক |

ঈদে শাওন গানওয়ালার নতুন গান ‘প্রণয় ছাপ’ সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এবং সুর করেছেন শাওন নিজেই। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আবার তার গাওয়া ‘মৃত্যুপুরী’ সিনেমার গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন সুষ্মিতা বিশ^াস। গানটির সুর সঙ্গীত করেছেন নাগিব হক। গানটিতে শাওন গানওয়ালার সঙ্গে কন্ঠ দিয়েছেন নওমী। এই নতুন দুটি গানও শ্রোতা দর্শকের ভালোলাগায় পরিণত হয়েছে বলে জানান শাওন।

শাওন গানওয়ালা, গান গাওয়ার পাশাপাশি গান লিখেন, সুর করেন। তার নিজের একটি ব্যা-দল ছিলো, নাম ‘য-ফলা’। টানা সাড়ে তিন বছর পাঁচজন মিলে এই ব্যা-দলের হয়ে কবি নজরুলের গানগুলো আধুনিক রূপ দিয়ে গাওয়ার চেষ্টা করেছেন। তবে আপাতত এই ব্যা- দলের কার্যক্রম স্থগিত আছে। শাওন জানান শিগগিরই দলটির কার্যক্রম আবারো শুরু হবে। শাওন বলেন, ‘আমার স্বপ্ন একটাই। আমি নিজেকে একজন গানের মানুষ হিসেবেই পৃথিবীতে একজন আলোকিত সুরপ্রেমী মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি বিশ^াস করি আমার কাজের মধ্যদিয়ে ইনশাআল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো।’ চাঁদপুরের সন্তান শাওন গানওয়ালার জন্মদিন ২০ নভেম্বর। শাওনের সুরে গান গেয়েছেন ডি রকস্টার শুভ, তাহসান খান, জুয়েল মোরশেদ’সহ আরো অনেকেই। তার স্ত্রী ত্রয়ী উপস্থাপিকা। শাওন গানের পাশাপাশি ক্যামব্রিজ সার্টিফাইড মিডল স্কুল ‘দিল্লী পাবলিক স্কুল’-এ মিউজিক’র একজন শিক্ষক হিসেবে কর্মরত।