নতুন ২ সিনেমার খবর দিলেন আরিফিন শুভ

করোনায় বিপর্যস্ত চারদিক। স্থবির হয়ে আছে সব। বন্ধ সিনেমা হল, বন্ধ রয়েছে শুটিং। এর মধ্যেই নতুন দুইটি সিনেমার খবর দিলেন আরিফিন শুভ। ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তির অপেক্ষায় আছর তার অভিনিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। নির্বাচিত হয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমার ‘বঙ্গবন্ধু’ চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হানা দিয়েছে করোনা। শুভ জানিয়েছেন, আগস্টে শুটিং করার মানসিক একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সে সময় বিদেশি একটা অনলাইন প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং করবেন তিনি। ওয়েব সিরিজের বাইরে নতুন দুই সিনেমার খবরও জানালেন আরিফিন শুভ। তবে বিস্তারিত এখনই বলতে চান না তিনি। নতুন সিনেমা প্রসঙ্গে শুভ বলেন, ‘গেলো ১৫ মার্চ একটা সিনেমার অফিশিয়াল ঘোষণা আসার কথা ছিল। ১২ মার্চ আমি দেশে ফিরেছিলাম। কথা ছিল ১৭ মার্চ থেকে শুটিং হবে। কিন্তু সব ভেস্তে যায়। নতুন তারিখ অনুযায়ী নভেম্বর থেকে শুটিং হওয়ার কথা।

ডিসেম্বরে কলকাতার একটি সিনেমার শুটিং। তবে আগে থেকে আর কিছুই বলব না, করোনা আমার সঙ্গে লুকোচুরি খেলছে। কোনো কিছুই সময়মতো হতে দিচ্ছে না।’ করোনা কেটে যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন এই নায়ক।

সোমবার, ১৫ জুন ২০২০ , ১ আষাঢ় ১৪২৭, ২২ শাওয়াল ১৪৪১

নতুন ২ সিনেমার খবর দিলেন আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক |

image

করোনায় বিপর্যস্ত চারদিক। স্থবির হয়ে আছে সব। বন্ধ সিনেমা হল, বন্ধ রয়েছে শুটিং। এর মধ্যেই নতুন দুইটি সিনেমার খবর দিলেন আরিফিন শুভ। ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তির অপেক্ষায় আছর তার অভিনিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। নির্বাচিত হয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমার ‘বঙ্গবন্ধু’ চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হানা দিয়েছে করোনা। শুভ জানিয়েছেন, আগস্টে শুটিং করার মানসিক একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সে সময় বিদেশি একটা অনলাইন প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং করবেন তিনি। ওয়েব সিরিজের বাইরে নতুন দুই সিনেমার খবরও জানালেন আরিফিন শুভ। তবে বিস্তারিত এখনই বলতে চান না তিনি। নতুন সিনেমা প্রসঙ্গে শুভ বলেন, ‘গেলো ১৫ মার্চ একটা সিনেমার অফিশিয়াল ঘোষণা আসার কথা ছিল। ১২ মার্চ আমি দেশে ফিরেছিলাম। কথা ছিল ১৭ মার্চ থেকে শুটিং হবে। কিন্তু সব ভেস্তে যায়। নতুন তারিখ অনুযায়ী নভেম্বর থেকে শুটিং হওয়ার কথা।

ডিসেম্বরে কলকাতার একটি সিনেমার শুটিং। তবে আগে থেকে আর কিছুই বলব না, করোনা আমার সঙ্গে লুকোচুরি খেলছে। কোনো কিছুই সময়মতো হতে দিচ্ছে না।’ করোনা কেটে যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন এই নায়ক।