মাউন্ট এডোরায় প্লাজমা থেরাপি শুরু

সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে শুরু হয়েছে করোনা রোগীদের জন্য ‘প্লাজমা থেরাপি’। প্রথম বারের মতো বেসরকারিভাবে কোন হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়। এরইমধ্যে গত শনিবার তাদের কাছ থেকে রক্তের প্লাজমা সংগ্রহ করে সিলেটের অন্য একটি প্রাইভেট হাসপাতাল।

সিলেট মহানগরের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে শনিবার করোনাজয়ী একজনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। পরে সেই প্লাজমা প্রয়োগ করা হয় নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধিন এক করোনা রোগীর শরীরে। রোববারও একজন ডোনারের দেয়া প্লাজমা নিয়ে যায় নর্থ ইস্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

মাউন্ট এডোরা হসপিটালের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, তাদের হসপিটালে প্রাথমিকভাবে করোনা থেকে সেরে উঠা একজনের শরীর থেকে শনিবার রক্তের প্লাজমা সংগ্রহ করা হয় এবং সেই প্লাজমা নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত একজনের শরীরে প্রয়োগ করা হয়। রাশেদুল ইসলাম বলেন, এখন থেকে প্লাজমা থেরাপির জন্য আর কাউকে সিলেট থেকে ঢাকা কিংবা অন্যত্র যেতে হবে না। এখন থেকে মাউন্ট এডোরা হসপিটালই এই সেবাটি চালু করেছে। তিনি জানান, ৫ মাস আগে প্রায় ৪৫ লাখ টাকা খরচ করে অন্য একটি রোগে আক্রান্ত ব্যক্তিকে থেরাপি দেয়ার জন্য এই মেশিন স্থাপন করা হয়েছিল। মেশিনটি আপডেট হওয়ায় সেটি এখন করোনা রোগীদের সেবায় কাজে লাগানো হচ্ছে।

এর আগে গত ৮ জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করে আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটাল। প্রথম ধাপে হাসপাতালটি ৪০টি বেড নিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান শুরু করে। করোনাক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ ইউনিট গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের দিতে শুরু করেছে চিকিৎসাসেবা। হাসপাতালটির করোনা আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৪০টি বেড রয়েছে। এছাড়াও গুরুতর রোগীদের জন্য আলাদা ৪ বেডের আইসিইউ ইউনিট রাখা হয়েছে।

রাশেদুল ইসলাম জানান, রোববার পর্যন্ত হসপিটালটিতে মোট ১৮ জন রোগী ভর্তি রয়েছেন। তবে এদের শরীরে করোনার উপসর্গ থাকলেও কেউ পজেটিভ নন।

আরও খবর
আ’লীগ তথ্য গোপনের রাজনীতি করে না : কাদের
বাজেটে লক্ষ্যমাত্রার সঙ্গে বাস্তবের ফারাক রয়েছে : আতিউর
চট্টগ্রামে করোনা আইসোলেশন সেন্টার
শিবলী রুবাইয়াতসহ তিনজন হলেন ঢাবি সিন্ডিকেট সদস্য
মৃত্যুর মিছিলে সাবেক সেনাসদস্য, চিকিৎসক আ’লীগ নেতা
মায়ের কবরে শায়িত মোহাম্মদ নাসিম
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর দাফন সম্পন্ন
করোনাযুদ্ধে মৃত পুলিশ সদস্যের ছেলের জন্মদিনে সহকর্মীরা
বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে মহাসড়কে বাজার
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নির্মোহভাবে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
কার্যকর পদক্ষেপ নিলে ৫ জনের জীবন বাঁচানো সম্ভব হতো প্রতিবেদন
৫ ডাকাত গ্রেফতার ৩০ লাখ টাকা উদ্ধার
অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে শত শত গরুর মৃত্যু

সোমবার, ১৫ জুন ২০২০ , ১ আষাঢ় ১৪২৭, ২২ শাওয়াল ১৪৪১

সিলেটে

মাউন্ট এডোরায় প্লাজমা থেরাপি শুরু

প্রতিনিধি, সিলেট

সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে শুরু হয়েছে করোনা রোগীদের জন্য ‘প্লাজমা থেরাপি’। প্রথম বারের মতো বেসরকারিভাবে কোন হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়। এরইমধ্যে গত শনিবার তাদের কাছ থেকে রক্তের প্লাজমা সংগ্রহ করে সিলেটের অন্য একটি প্রাইভেট হাসপাতাল।

সিলেট মহানগরের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে শনিবার করোনাজয়ী একজনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। পরে সেই প্লাজমা প্রয়োগ করা হয় নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধিন এক করোনা রোগীর শরীরে। রোববারও একজন ডোনারের দেয়া প্লাজমা নিয়ে যায় নর্থ ইস্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

মাউন্ট এডোরা হসপিটালের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, তাদের হসপিটালে প্রাথমিকভাবে করোনা থেকে সেরে উঠা একজনের শরীর থেকে শনিবার রক্তের প্লাজমা সংগ্রহ করা হয় এবং সেই প্লাজমা নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত একজনের শরীরে প্রয়োগ করা হয়। রাশেদুল ইসলাম বলেন, এখন থেকে প্লাজমা থেরাপির জন্য আর কাউকে সিলেট থেকে ঢাকা কিংবা অন্যত্র যেতে হবে না। এখন থেকে মাউন্ট এডোরা হসপিটালই এই সেবাটি চালু করেছে। তিনি জানান, ৫ মাস আগে প্রায় ৪৫ লাখ টাকা খরচ করে অন্য একটি রোগে আক্রান্ত ব্যক্তিকে থেরাপি দেয়ার জন্য এই মেশিন স্থাপন করা হয়েছিল। মেশিনটি আপডেট হওয়ায় সেটি এখন করোনা রোগীদের সেবায় কাজে লাগানো হচ্ছে।

এর আগে গত ৮ জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করে আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটাল। প্রথম ধাপে হাসপাতালটি ৪০টি বেড নিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান শুরু করে। করোনাক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ ইউনিট গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের দিতে শুরু করেছে চিকিৎসাসেবা। হাসপাতালটির করোনা আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৪০টি বেড রয়েছে। এছাড়াও গুরুতর রোগীদের জন্য আলাদা ৪ বেডের আইসিইউ ইউনিট রাখা হয়েছে।

রাশেদুল ইসলাম জানান, রোববার পর্যন্ত হসপিটালটিতে মোট ১৮ জন রোগী ভর্তি রয়েছেন। তবে এদের শরীরে করোনার উপসর্গ থাকলেও কেউ পজেটিভ নন।