ভুল ভোটার আইডি সংশোধনে আর কত ভোগান্তি

জাতীয় পরিচয়পত্র দেশের নাগরিকদের জন্য অত্যান্ত গুরুত্বপুর্ণ একটি কার্ড; যা এখন নাগরিক পরিচয়ের একমাত্র মাধ্যম। অফিস-আদালত, ব্যাংক-বীমা, চাকরিসহ সকল ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে এই আইডি কার্ড। এনআইডি কার্ডের গুরুত্ব তারাই বুঝতেছে যাদের আইডি কার্ডে ভুল রয়েছে। ভুল ভোটার আইডির জন্য অনেকের চাকুরী হচ্ছে না, অনেক চাকুরিজীবী বেতন পাচ্ছে না, কেউবা গ্যাড়াকলে পড়ে ব্যাংকের টাকা উত্তোলন করতে পারছে না, অনেক অসহায় ভুল আইডির কারণে ভিজিএফএর ত্রান নিতে পারছে না। এরকম হাজারো সমস্যায় জড়িত সাধারণ মানুষ।

এই সমস্যা সমাধানের জন্য দিনের পর দিন এমনকি মাসের পর মাস নির্বাচন কমিশনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরহা হচ্ছে না। গত দশ মাস আগে উপজেলা নির্বাচন অফিসে ভোটার আইডির সমস্যা সমাধানের জন্য দিয়েও সংশোধন না হওয়াই প্রমাণ করে নির্বাচন কমিশনের অফিস জনসেবার ক্ষেত্রে কতটা দূর্বল? এই হয়রানিতে সাধারণ মানুষ নির্বাচন অফিসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অনেকেই নির্বাচন অফিসের প্রতি বিরক্ত হয়ে দালালের মাধ্যমে আইডি কার্ড সংশোধনের পথ ধরেছে। এজন্য হাজার হাজার টাকা দিচ্ছেন দালালের হাতে। ভুল ভোটার আইডি সংশোধনের জন্য দেশের আনাচে-কানাচে এক শ্রেণীর দালাল তৈরি হয়েছে। যারা ভোটার আইডি কার্ড সংশোধনের নামে হাতিয়ে নিচ্ছে সহজ সরল মানুষের কষ্টার্জিত হাজার হাজার টাকা। ভোটার আইডি সংশোধনের এই ভোগান্তি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করছি।

আজিনুর রহমান লিমন

মিয়াপাড়া, ডিমলা, নীলফামারী।

সোমবার, ১৫ জুন ২০২০ , ১ আষাঢ় ১৪২৭, ২২ শাওয়াল ১৪৪১

ভুল ভোটার আইডি সংশোধনে আর কত ভোগান্তি

জাতীয় পরিচয়পত্র দেশের নাগরিকদের জন্য অত্যান্ত গুরুত্বপুর্ণ একটি কার্ড; যা এখন নাগরিক পরিচয়ের একমাত্র মাধ্যম। অফিস-আদালত, ব্যাংক-বীমা, চাকরিসহ সকল ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে এই আইডি কার্ড। এনআইডি কার্ডের গুরুত্ব তারাই বুঝতেছে যাদের আইডি কার্ডে ভুল রয়েছে। ভুল ভোটার আইডির জন্য অনেকের চাকুরী হচ্ছে না, অনেক চাকুরিজীবী বেতন পাচ্ছে না, কেউবা গ্যাড়াকলে পড়ে ব্যাংকের টাকা উত্তোলন করতে পারছে না, অনেক অসহায় ভুল আইডির কারণে ভিজিএফএর ত্রান নিতে পারছে না। এরকম হাজারো সমস্যায় জড়িত সাধারণ মানুষ।

এই সমস্যা সমাধানের জন্য দিনের পর দিন এমনকি মাসের পর মাস নির্বাচন কমিশনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরহা হচ্ছে না। গত দশ মাস আগে উপজেলা নির্বাচন অফিসে ভোটার আইডির সমস্যা সমাধানের জন্য দিয়েও সংশোধন না হওয়াই প্রমাণ করে নির্বাচন কমিশনের অফিস জনসেবার ক্ষেত্রে কতটা দূর্বল? এই হয়রানিতে সাধারণ মানুষ নির্বাচন অফিসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অনেকেই নির্বাচন অফিসের প্রতি বিরক্ত হয়ে দালালের মাধ্যমে আইডি কার্ড সংশোধনের পথ ধরেছে। এজন্য হাজার হাজার টাকা দিচ্ছেন দালালের হাতে। ভুল ভোটার আইডি সংশোধনের জন্য দেশের আনাচে-কানাচে এক শ্রেণীর দালাল তৈরি হয়েছে। যারা ভোটার আইডি কার্ড সংশোধনের নামে হাতিয়ে নিচ্ছে সহজ সরল মানুষের কষ্টার্জিত হাজার হাজার টাকা। ভোটার আইডি সংশোধনের এই ভোগান্তি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করছি।

আজিনুর রহমান লিমন

মিয়াপাড়া, ডিমলা, নীলফামারী।