১১ জেলায় নতুন শনাক্ত ২৫৪

কিশোরগঞ্জে ৬৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

করোনার ভয়াবহ সংক্রমণে কিশোরগঞ্জ এখন নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছে। গত ৭ জুন জেলায় ৬২ জনের শনাক্ত হওয়ার পর রোববার নতুন ৬৯ জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার রাতে মহাখালীর আইপিএইচ ল্যাব ও কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ২৯২টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ৬৯ জন ও একজন পুরনো রোগীর করোনা পজিটিভ, আর ২২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন রোগীদের মধ্যে কুলিয়ারচরে ২২ জন, ভৈরবে ১৫ জন, কটিয়াদীতে ১৪ জন, সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়ায় ৪ জন, হোসেনপুরে ৩ জন, করিমগঞ্জে দু’জন আর মিঠামইনে একজন। জেলায় ২৯৭ জন সুস্থ হওয়ার পর রোববারও আইসোলেশনে ছিলেন ৬৪৮ জন। মারা গেছেন মোট ১৭ জন।

ভোলায় ৫২

প্রতিনিধি, ভোলা

গত রোববার একদিনে ৫২ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে। ডাক্তার, পুলিশ, কোস্টগার্ড, স্বাস্থ্যসহকারীসহ নতুন ৫২ জন নিয়ে এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৪২ জন। পুলিশ ও কোস্টগার্ডের ৫ সদস্য আক্রান্ত হওয়ায়, এদের আইসোলেশনে রাখা হয়েছে।

সুনামগঞ্জে ৪৮

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২২৫টি নমুনা সংগ্রহ করে এর মধ্যে ১৮৮টি পরীক্ষা করে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে করোনাভাইরাস পাওয়া গেছে। সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, ছাতকে ১৬ জন, জগন্নাথপুরে ১৩ জন, দোয়ারা বাজারে ২ জন, তাহিরপুরে ১ জন ও শাললায় ১ জন।

খাগড়াছড়িতে ২৫

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৫ পুলিশ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় ডাক্তার, নার্স ও পুলিশ নতুন করে আরও ২৫ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সকলে জেলা সদরে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৬ জন। খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত ১৩৫২ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ৯৮৩ জনের।

গোপালগঞ্জে ১৬

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। মারা গেছেন ৩ জন। গতকাল সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৪ জন, মুকসুদপুরে ৭ জন, কাশিয়ানীতে ১ জন, টুঙ্গিপাড়ায় ২ জন, কোটালীপাড়ায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বেগমগঞ্জে ১৫

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ঘন্টায় ১৫জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত। এ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৭ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২০জন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান,অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ঘন্টায় ১৫ জনসহ বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা এখন ৫২৭ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২০জন, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই চৌমুহনী পৌরসভার বাসিন্দা এবং শনাক্ত হওয়া ব্যাক্তিদের বেশীর ভাগই চৌমুহনী বাজারের ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি।

নবাবগঞ্জে ১২

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্তরা উপজেলার কলাকোপা, বান্দুরা, বক্সনগর, আগলা, শিকারীপাড়া ও শোল্লা ইউনিয়নের ১০ জন এবং দোহারের ২ জন। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত রোববার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৯ জুন ঢাকায় পাঠানো ৩৬ জনের নমুনা থেকে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্তরা উপজেলার কলাকোপা, বান্দুরা, বক্সনগর, আগলা, শিকারীপাড়া ও শোল্লা ইউনিয়নের ১০ জন এবং দোহারের ২ জন।

গোয়ালন্দে ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে আরও তিনজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরা হচ্ছে গোয়ালন্দ রেলগেট কছিমুদ্দিন সরদার পাড়ার এক নারী (২৫) ও পৌরসভার বিজয় বাবুর পাড়ার একটি সিগারেট কোম্পানির একজন কর্মকর্তা (৪০) ও এক কর্মচারী (৩৫)। এদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এই নিয়ে মোট ২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হলো। স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, গত ৯ জুন মোট ২০ জনের শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। ২০ জনের ভেতর থেকে আজ রোববার বিকেলে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ২৬ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নতুন তিনজনসহ মোট ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাথরঘাটায় ৩

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ পরিবারের ৩ জন করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। ওই চিকিৎসক নারীর স্বামী ও ভাই আক্রান্ত বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল ফাত্তাহ স্বীকার করেছেন। ওই চিকিৎসক ছয় মাস মাতৃত্বকালীন ছুটিভোগ করে ঢাকা থেকে গত ৮ জুন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

বালিয়াকান্দিতে ৭

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীতে বালিয়াকান্দিতে চিকিৎসকসহ নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ জন। হাসপাতালের একজন চিকিৎসক আক্রান্ত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জরুরী সেবা ব্যতীত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেলে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গায় ৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সুবেদার ও দুই পুলিশ সদস্যসহ আরও ৪ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে এ তথ্য আসে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, রবিবার ৮৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি পজিটিভ। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। সুস্থ হয়েছেন ৮৮ জন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ২ আষাঢ় ১৪২৭, ২৩ শাওয়াল ১৪৪

১১ জেলায় নতুন শনাক্ত ২৫৪

কিশোরগঞ্জে ৬৯

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

করোনার ভয়াবহ সংক্রমণে কিশোরগঞ্জ এখন নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছে। গত ৭ জুন জেলায় ৬২ জনের শনাক্ত হওয়ার পর রোববার নতুন ৬৯ জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার রাতে মহাখালীর আইপিএইচ ল্যাব ও কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতাল ল্যাব থেকে পাওয়া ২৯২টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ৬৯ জন ও একজন পুরনো রোগীর করোনা পজিটিভ, আর ২২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন রোগীদের মধ্যে কুলিয়ারচরে ২২ জন, ভৈরবে ১৫ জন, কটিয়াদীতে ১৪ জন, সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়ায় ৪ জন, হোসেনপুরে ৩ জন, করিমগঞ্জে দু’জন আর মিঠামইনে একজন। জেলায় ২৯৭ জন সুস্থ হওয়ার পর রোববারও আইসোলেশনে ছিলেন ৬৪৮ জন। মারা গেছেন মোট ১৭ জন।

ভোলায় ৫২

প্রতিনিধি, ভোলা

গত রোববার একদিনে ৫২ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে। ডাক্তার, পুলিশ, কোস্টগার্ড, স্বাস্থ্যসহকারীসহ নতুন ৫২ জন নিয়ে এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৪২ জন। পুলিশ ও কোস্টগার্ডের ৫ সদস্য আক্রান্ত হওয়ায়, এদের আইসোলেশনে রাখা হয়েছে।

সুনামগঞ্জে ৪৮

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২২৫টি নমুনা সংগ্রহ করে এর মধ্যে ১৮৮টি পরীক্ষা করে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে করোনাভাইরাস পাওয়া গেছে। সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪ জন, ছাতকে ১৬ জন, জগন্নাথপুরে ১৩ জন, দোয়ারা বাজারে ২ জন, তাহিরপুরে ১ জন ও শাললায় ১ জন।

খাগড়াছড়িতে ২৫

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৫ পুলিশ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় ডাক্তার, নার্স ও পুলিশ নতুন করে আরও ২৫ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সকলে জেলা সদরে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৬ জন। খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত ১৩৫২ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ৯৮৩ জনের।

গোপালগঞ্জে ১৬

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। মারা গেছেন ৩ জন। গতকাল সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৪ জন, মুকসুদপুরে ৭ জন, কাশিয়ানীতে ১ জন, টুঙ্গিপাড়ায় ২ জন, কোটালীপাড়ায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বেগমগঞ্জে ১৫

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ঘন্টায় ১৫জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত। এ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৭ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২০জন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা অশিম কুমার দাশ জানান,অনেকেই প্রশাসনের নিদেশনা ও স্বাস্থ্যবিধি না মানার কারনেই এখানে দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ঘন্টায় ১৫ জনসহ বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা এখন ৫২৭ জন এবং এ পর্যন্ত মারা গেছে ২০জন, যার মধ্যে প্রায় ৭৫ শতাংশই চৌমুহনী পৌরসভার বাসিন্দা এবং শনাক্ত হওয়া ব্যাক্তিদের বেশীর ভাগই চৌমুহনী বাজারের ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি।

নবাবগঞ্জে ১২

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্তরা উপজেলার কলাকোপা, বান্দুরা, বক্সনগর, আগলা, শিকারীপাড়া ও শোল্লা ইউনিয়নের ১০ জন এবং দোহারের ২ জন। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গত রোববার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৯ জুন ঢাকায় পাঠানো ৩৬ জনের নমুনা থেকে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্তরা উপজেলার কলাকোপা, বান্দুরা, বক্সনগর, আগলা, শিকারীপাড়া ও শোল্লা ইউনিয়নের ১০ জন এবং দোহারের ২ জন।

গোয়ালন্দে ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে আরও তিনজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরা হচ্ছে গোয়ালন্দ রেলগেট কছিমুদ্দিন সরদার পাড়ার এক নারী (২৫) ও পৌরসভার বিজয় বাবুর পাড়ার একটি সিগারেট কোম্পানির একজন কর্মকর্তা (৪০) ও এক কর্মচারী (৩৫)। এদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এই নিয়ে মোট ২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হলো। স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, গত ৯ জুন মোট ২০ জনের শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। ২০ জনের ভেতর থেকে আজ রোববার বিকেলে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ২৬ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নতুন তিনজনসহ মোট ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাথরঘাটায় ৩

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ পরিবারের ৩ জন করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। ওই চিকিৎসক নারীর স্বামী ও ভাই আক্রান্ত বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল ফাত্তাহ স্বীকার করেছেন। ওই চিকিৎসক ছয় মাস মাতৃত্বকালীন ছুটিভোগ করে ঢাকা থেকে গত ৮ জুন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

বালিয়াকান্দিতে ৭

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ীতে বালিয়াকান্দিতে চিকিৎসকসহ নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ জন। হাসপাতালের একজন চিকিৎসক আক্রান্ত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জরুরী সেবা ব্যতীত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেলে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গায় ৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের এক সুবেদার ও দুই পুলিশ সদস্যসহ আরও ৪ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে এ তথ্য আসে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, রবিবার ৮৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি পজিটিভ। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। সুস্থ হয়েছেন ৮৮ জন।