স্বর্ণলতার সু-দিন

নতুন প্রজন্মের অবিনেত্রী স্বর্ণলতা। গেল রোজার ঈদটি ছিল স্বর্ণলতার জন্য নতুনদের মধ্যে শীর্ষে থাকা একটি ঈদ। কারণ গেল ঈদে তার অভিনীত সাগর জাহান পরিচালিত ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’, মিজানুর রহমান আরিয়ানের ‘অ্যা সুইট লাভ স্টোরি’, মোহন আহমেদ’র ‘লাভ অর ব্রেকআপ’, জাকারিয়া শৌখিনের ‘বিয়ে’ এবং তপু খানের ছয় পর্বের ঈদ ধারাবাহিক ‘কথা ক্লিয়ার না ভেজাল আছে’ প্রচার হয়েছে। প্রত্যেকটি নাটকেই স্বর্ণলতা অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। স্বর্ণলতার প্রথম নাটক ছিল ধারাবাহিক নাটক ‘খেলোয়াড়’। তার অভিনীত প্রথম একক নাটক ছিল শামীম জামান পরিচালিত ‘হবু বৌ’। পরবর্তীতে মিজানুর রহমান আরিয়ানের টেলিফিল্ম ‘তুমি আমারই’তে অভিনয় করে প্রশংসিত হন। প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, ‘যখন খুব ছোট্ট ছিলাম তখন টিভিতে শ্রদ্ধেয় বিপাশা আপু, জয়া আপু, অপি আপুর নাটক বেশি দেখতাম। তখন থেকেই মূলত মনের মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায়। আর তখন থেকেই মনের মধ্যে লালন করি আমি বড় হয়ে একজন ভালো অভিনেত্রী হবো। দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছি, দর্শকের ভালোবাসা নিয়েই আগামীদিনগুলোতে আরও ভালো ভালো কাজ করে যেতে চাই।’ স্বর্ণলতা’র আদি বাড়ি কুমিল্লাতে। বাংলাদেশ হোম ইকোনমিকস কলেজে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী স্বর্ণলতা অভিনীত প্রচারের অপেক্ষায় নাটকের মধ্যে রয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘শহর ছেড়ে পরাণপুর’, সঞ্জয় সমাদ্দারের ‘পলটিক্সি’, ‘আপনার ছেলে কী করে’, মোহন আহমেদ’র ‘গুজবে কান দেবেন না’, অভিজিৎ ঘোষ শুভ’র ‘গল্পটা আমার’। ১ সেপ্টেম্বর জন্ম নেয়া স্বর্ণলতা বিকাশ, ওয়ালটন’সহ আরও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। বাংলাভিশন’সহ আরও বেশ কয়েকটি টিভি’তে এবং স্টেজ শো’তে উপস্থাপনাও করেছেন। স্বর্ণলতা ছোটবেলায় ধর্মরাজি ললিতকলা একাডেমি থেকে নজরুল সংগীতের ওপর কোর্স সম্পন্ন করেছেন এবং ছায়ানটে নজরুল সংগীতে শিক্ষা নিয়েছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ , ২ আষাঢ় ১৪২৭, ২৩ শাওয়াল ১৪৪

স্বর্ণলতার সু-দিন

বিনোদন প্রতিবেদক |

image

নতুন প্রজন্মের অবিনেত্রী স্বর্ণলতা। গেল রোজার ঈদটি ছিল স্বর্ণলতার জন্য নতুনদের মধ্যে শীর্ষে থাকা একটি ঈদ। কারণ গেল ঈদে তার অভিনীত সাগর জাহান পরিচালিত ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’, মিজানুর রহমান আরিয়ানের ‘অ্যা সুইট লাভ স্টোরি’, মোহন আহমেদ’র ‘লাভ অর ব্রেকআপ’, জাকারিয়া শৌখিনের ‘বিয়ে’ এবং তপু খানের ছয় পর্বের ঈদ ধারাবাহিক ‘কথা ক্লিয়ার না ভেজাল আছে’ প্রচার হয়েছে। প্রত্যেকটি নাটকেই স্বর্ণলতা অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। স্বর্ণলতার প্রথম নাটক ছিল ধারাবাহিক নাটক ‘খেলোয়াড়’। তার অভিনীত প্রথম একক নাটক ছিল শামীম জামান পরিচালিত ‘হবু বৌ’। পরবর্তীতে মিজানুর রহমান আরিয়ানের টেলিফিল্ম ‘তুমি আমারই’তে অভিনয় করে প্রশংসিত হন। প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, ‘যখন খুব ছোট্ট ছিলাম তখন টিভিতে শ্রদ্ধেয় বিপাশা আপু, জয়া আপু, অপি আপুর নাটক বেশি দেখতাম। তখন থেকেই মূলত মনের মধ্যে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায়। আর তখন থেকেই মনের মধ্যে লালন করি আমি বড় হয়ে একজন ভালো অভিনেত্রী হবো। দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছি, দর্শকের ভালোবাসা নিয়েই আগামীদিনগুলোতে আরও ভালো ভালো কাজ করে যেতে চাই।’ স্বর্ণলতা’র আদি বাড়ি কুমিল্লাতে। বাংলাদেশ হোম ইকোনমিকস কলেজে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী স্বর্ণলতা অভিনীত প্রচারের অপেক্ষায় নাটকের মধ্যে রয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘শহর ছেড়ে পরাণপুর’, সঞ্জয় সমাদ্দারের ‘পলটিক্সি’, ‘আপনার ছেলে কী করে’, মোহন আহমেদ’র ‘গুজবে কান দেবেন না’, অভিজিৎ ঘোষ শুভ’র ‘গল্পটা আমার’। ১ সেপ্টেম্বর জন্ম নেয়া স্বর্ণলতা বিকাশ, ওয়ালটন’সহ আরও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। বাংলাভিশন’সহ আরও বেশ কয়েকটি টিভি’তে এবং স্টেজ শো’তে উপস্থাপনাও করেছেন। স্বর্ণলতা ছোটবেলায় ধর্মরাজি ললিতকলা একাডেমি থেকে নজরুল সংগীতের ওপর কোর্স সম্পন্ন করেছেন এবং ছায়ানটে নজরুল সংগীতে শিক্ষা নিয়েছেন।