সোমবার সুস্থ হয়েছেন ভৈরবে ১৪ জন ও করিমগঞ্জে ৩ জন।

১৪ জেলায় নতুন শনাক্ত ৩৫৭

বরিশালে ১৩৩

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

স্বাস্থ্য অধিদফতরের সোমবারের করোনা সম্পর্কিত বুলেটিনের পর গত চব্বিশ ঘণ্টায় বরিশাল বিভাগের এ যাবতকালের সর্বোচ্চ সংক্রমণ ১৩৩ জন নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার অতিক্রম করল। অবশ্য একই সময়কালে সরকারি ভাষ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১ জন। ফলে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৮৫ জনে উন্নীত হওয়া সহ মৃত্যুর সংখ্যাও ৩৩ জনে পৌঁছাল। বিভাগে পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় আক্রান্তের সংখ্যা সোমবার ছিল ৭৫ জন বেশি। নুতন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলাতেই ৫২। আর এই ৫২ জনের মধ্যে বরিশাল মহানগরীতেই আক্রান্ত হয়েছে অন্তত ৪০ জন। বরিশাল ছাড়াও পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার অবস্থাও উদ্বেগজনক। তবে গত ২৪ ঘণ্টায় বরিশাল, ভোলা, পিরোজপুর ও বরগুনাতে আরও ২১ জন সহ এ অঞ্চলে মোট ৪শ’ জন সুস্থ হয়ে উঠেছে বলে বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে।

কিশোরগঞ্জে ৩৩

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আবারো ভৈরবে সর্বোচ্চ ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, জেলা সদরের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাব থেকে সোমবার রাতে ৯৪টি নমুনার পরীক্ষার ফল জানা গেছে। এতে নতুন ৩৩ জনের মধ্যে ভৈরবে ২৩ জন, করিমগঞ্জে ৪ জন, কুলিয়ারচরে ৩ জন, সদর উপজেলায় দু’জন ও বাজিতপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। আর পুরনো ৪ জনের নমুনাও আবার পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৫৭টি নমুনা।

ফেনীতে ১৯

প্রতিনিধি, ফেনী

ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলার ৬ উপজেলায় এখন মোট রোগীর সংখ্যা ৫শ ১৪জন। গত সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ৮ জুন করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মোট ৫২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়। এসব নমুনা পরীক্ষার মাত্র তিনটি তালিকা গত সোমবার পেয়েছি। ওই তালিকায় সবগুলো নেগেটিভ এসেছে। এছাড়া ৭ জুন প্রেরিত নমুনাও পরীক্ষার জন্য আটকে আছে।

ছাতকে ১৩

প্রতিনিধি, ছাতক

ছাতকে উত্তরা ব্যাংক, কৃষি ব্যাংক, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী ও পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তাসহ নতুন ১৩ জনের শরিরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। গত সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নাসাল ও সোয়াব পরিক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তরা হলেন, গোবিন্দগঞ্জ নতুন বাজার, ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকা, দক্ষিণ বাগবাড়ী, শ্যামপাড়া, জাউয়া বাজার ইউনিয়নের পূর্বহাটী, কৈতক গ্রাম, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রাম, ভূইগাঁও গ্রাম, দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সুুনামগঞ্জে ৭৮

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে আরও ৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরে ১৬ জন, ছাতকে ১২ জন, দোয়ারা বাজারে ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২৪ জন, শাললা ৭ জন, ও বিশ্বম্ভর পুরে ৪ জন। ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। জেলায় মোট আক্রান্ত হয়ে ছেন ৬৪১ জন। মারা গেছেন ৪ জন।

গোবিন্দগঞ্জে ১৭

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

গোবিন্দগঞ্জে গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন দুই পুলিশ সদস্য ও এক চিকিৎসক সহ ১৭জন। এনিয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৬৪জন। ইতোমধ্যে এ উপজেলায় করোনা সংক্রমনে দুইজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় গোবিন্দগঞ্জে করোনা আক্রান্ত ১৭ জনের মধ্যে ১২ জন গোবিন্দগঞ্জ পৌর এলাকায় বসবাস করেন এবং বাকী ৫জন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মধ্যে দুই পুলিশ সদস্য ও এক চিকিৎসক রয়েছেন।

ঝালকাঠিতে ১৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

গত সোমবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৯৫ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং ৪ জন মৃত্যুবরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, নলছিটি উপজেলায় ২৭ জন, রাজাপুর উপজেলায় ২৪ জন, ও কাঠালিয়া উপজেলায় ১১ জন। ঝালকাঠি জেলায় সোমবার পর্যন্ত ১২৬৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১০৪৫ জনের রিপোর্ট এসেছে।

গোপালগঞ্জে ১৪

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ চিকিৎসক সহ নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯ জনে। গতকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। নগত ২৪ ঘণ্টায় ১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন । মারা গেছেন ৪ জন।

দোহারে ১৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১৭৬ জন। নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ৭ জন জয়পাড়া, ৫ জন চরকুশাই ও ১ জন সুতারপাড়া এলাকার বাসিন্দা। এর মধ্যে সুতাপাড়ার মারা যাওয়া তরিকুল ইসলামের করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একনারীসহ মৃত্যুবরণ করেছে ৩ জন। সুস্থ হয়েছে ৪২ জন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

ভালুকায় ৯

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত সোমবার ভালুকার এমপি আলহাজ কাজিম উদ্দীনের মাতা বেগম খাইরুন নেছা আফছার ও ছোট বোন রহিমা আফরোজ শেফালী করোনা আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে তাদের দেহে করোনা পজিটিভ ধরা পরে। এছাড়া ১৫ জুন আরও ৯ জনের দেহে নতুন করে করোনা পজিটিভ ধরা পরেছে। এ নিয়ে সারা উপজেলায় আক্রান্তের সংখা দাঁড়িয়েছে ১৮৪ জনে। মৃত্যু হয়েছে ১ ও সুস্থ হয়েছেন ১১ জন।

ভাণ্ডারিয়ায় ৯

প্রতিনিধি, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ সোমবার রাতে চার পুলিশ সদস্য এবং এক সাংবাদিকসহ আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে ভাণ্ডারিয়া উপজেলায় মোট ৩০ জন রোগী শনাক্ত হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম জহিরুল ইসলাম, সোমবার রাতে প্রশাসন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করাসহ ভাণ্ডারিয়া বাজার লকডাউন করেছে এছাড়া আক্রান্তদের পৃথক করে বাড়িতে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

নীলফামারীতে ২

প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের কর্মচারী করোনা পজিটিভ ফলাফল এসেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.আবু শফি মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আবু শফি মাহমুদ জানান- ঢাকায় প্রেরিত নমুনায় নতুন করে এ উপজেলায় ২ জনের করোনা পজেটিভ ফলাফল এসেছে। একজন অগ্রণী ব্যাংক গাইবান্ধা কর্পোরেট শাখায় কাজ করেন। তার বাড়ি মাগুড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। অপরজন হল কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত। তার বাড়ি পুটিমারী ইউনিয়নে।

পঞ্চগড়ে ২

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মীসহ ২ দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে। গত সোমবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।

গোয়ালন্দে ১

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে আরও এক গৃহবধূর (৫০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ওই গৃহবধূর বাড়ি উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর এলাকায়। এর আগে গতকাল রোববার এক নারীসহ তিনজন করোনা পজিটিভ শনাক্ত হন। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট ২৭ জন। এছাড়া গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডকে ‘ইয়েলো জোন’ ঘোষণা করতে আজ স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছে আবেদন করেছে স্বাস্থ্য বিভাগ। সংবাদের সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার, ১৭ জুন ২০২০ , ৩ আষাঢ় ১৪২৭, ২৪ শাওয়াল ১৪৪১

সোমবার সুস্থ হয়েছেন ভৈরবে ১৪ জন ও করিমগঞ্জে ৩ জন।

১৪ জেলায় নতুন শনাক্ত ৩৫৭

বরিশালে ১৩৩

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

স্বাস্থ্য অধিদফতরের সোমবারের করোনা সম্পর্কিত বুলেটিনের পর গত চব্বিশ ঘণ্টায় বরিশাল বিভাগের এ যাবতকালের সর্বোচ্চ সংক্রমণ ১৩৩ জন নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার অতিক্রম করল। অবশ্য একই সময়কালে সরকারি ভাষ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১ জন। ফলে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৮৫ জনে উন্নীত হওয়া সহ মৃত্যুর সংখ্যাও ৩৩ জনে পৌঁছাল। বিভাগে পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় আক্রান্তের সংখ্যা সোমবার ছিল ৭৫ জন বেশি। নুতন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলাতেই ৫২। আর এই ৫২ জনের মধ্যে বরিশাল মহানগরীতেই আক্রান্ত হয়েছে অন্তত ৪০ জন। বরিশাল ছাড়াও পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার অবস্থাও উদ্বেগজনক। তবে গত ২৪ ঘণ্টায় বরিশাল, ভোলা, পিরোজপুর ও বরগুনাতে আরও ২১ জন সহ এ অঞ্চলে মোট ৪শ’ জন সুস্থ হয়ে উঠেছে বলে বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে।

কিশোরগঞ্জে ৩৩

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আবারো ভৈরবে সর্বোচ্চ ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, জেলা সদরের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাব থেকে সোমবার রাতে ৯৪টি নমুনার পরীক্ষার ফল জানা গেছে। এতে নতুন ৩৩ জনের মধ্যে ভৈরবে ২৩ জন, করিমগঞ্জে ৪ জন, কুলিয়ারচরে ৩ জন, সদর উপজেলায় দু’জন ও বাজিতপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। আর পুরনো ৪ জনের নমুনাও আবার পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৫৭টি নমুনা।

ফেনীতে ১৯

প্রতিনিধি, ফেনী

ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলার ৬ উপজেলায় এখন মোট রোগীর সংখ্যা ৫শ ১৪জন। গত সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ৮ জুন করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মোট ৫২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়। এসব নমুনা পরীক্ষার মাত্র তিনটি তালিকা গত সোমবার পেয়েছি। ওই তালিকায় সবগুলো নেগেটিভ এসেছে। এছাড়া ৭ জুন প্রেরিত নমুনাও পরীক্ষার জন্য আটকে আছে।

ছাতকে ১৩

প্রতিনিধি, ছাতক

ছাতকে উত্তরা ব্যাংক, কৃষি ব্যাংক, উপজেলা মৎস্য অফিসের মাঠ সহকারী ও পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তাসহ নতুন ১৩ জনের শরিরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। গত সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নাসাল ও সোয়াব পরিক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তরা হলেন, গোবিন্দগঞ্জ নতুন বাজার, ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকা, দক্ষিণ বাগবাড়ী, শ্যামপাড়া, জাউয়া বাজার ইউনিয়নের পূর্বহাটী, কৈতক গ্রাম, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রাম, ভূইগাঁও গ্রাম, দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সুুনামগঞ্জে ৭৮

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে আরও ৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরে ১৬ জন, ছাতকে ১২ জন, দোয়ারা বাজারে ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২৪ জন, শাললা ৭ জন, ও বিশ্বম্ভর পুরে ৪ জন। ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। জেলায় মোট আক্রান্ত হয়ে ছেন ৬৪১ জন। মারা গেছেন ৪ জন।

গোবিন্দগঞ্জে ১৭

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

গোবিন্দগঞ্জে গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন দুই পুলিশ সদস্য ও এক চিকিৎসক সহ ১৭জন। এনিয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৬৪জন। ইতোমধ্যে এ উপজেলায় করোনা সংক্রমনে দুইজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় গোবিন্দগঞ্জে করোনা আক্রান্ত ১৭ জনের মধ্যে ১২ জন গোবিন্দগঞ্জ পৌর এলাকায় বসবাস করেন এবং বাকী ৫জন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে মধ্যে দুই পুলিশ সদস্য ও এক চিকিৎসক রয়েছেন।

ঝালকাঠিতে ১৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

গত সোমবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৯৫ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং ৪ জন মৃত্যুবরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, নলছিটি উপজেলায় ২৭ জন, রাজাপুর উপজেলায় ২৪ জন, ও কাঠালিয়া উপজেলায় ১১ জন। ঝালকাঠি জেলায় সোমবার পর্যন্ত ১২৬৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১০৪৫ জনের রিপোর্ট এসেছে।

গোপালগঞ্জে ১৪

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ চিকিৎসক সহ নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৯ জনে। গতকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। নগত ২৪ ঘণ্টায় ১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন । মারা গেছেন ৪ জন।

দোহারে ১৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১৭৬ জন। নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ৭ জন জয়পাড়া, ৫ জন চরকুশাই ও ১ জন সুতারপাড়া এলাকার বাসিন্দা। এর মধ্যে সুতাপাড়ার মারা যাওয়া তরিকুল ইসলামের করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একনারীসহ মৃত্যুবরণ করেছে ৩ জন। সুস্থ হয়েছে ৪২ জন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

ভালুকায় ৯

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত সোমবার ভালুকার এমপি আলহাজ কাজিম উদ্দীনের মাতা বেগম খাইরুন নেছা আফছার ও ছোট বোন রহিমা আফরোজ শেফালী করোনা আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে তাদের দেহে করোনা পজিটিভ ধরা পরে। এছাড়া ১৫ জুন আরও ৯ জনের দেহে নতুন করে করোনা পজিটিভ ধরা পরেছে। এ নিয়ে সারা উপজেলায় আক্রান্তের সংখা দাঁড়িয়েছে ১৮৪ জনে। মৃত্যু হয়েছে ১ ও সুস্থ হয়েছেন ১১ জন।

ভাণ্ডারিয়ায় ৯

প্রতিনিধি, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ সোমবার রাতে চার পুলিশ সদস্য এবং এক সাংবাদিকসহ আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে ভাণ্ডারিয়া উপজেলায় মোট ৩০ জন রোগী শনাক্ত হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম জহিরুল ইসলাম, সোমবার রাতে প্রশাসন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করাসহ ভাণ্ডারিয়া বাজার লকডাউন করেছে এছাড়া আক্রান্তদের পৃথক করে বাড়িতে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

নীলফামারীতে ২

প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের কর্মচারী করোনা পজিটিভ ফলাফল এসেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.আবু শফি মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আবু শফি মাহমুদ জানান- ঢাকায় প্রেরিত নমুনায় নতুন করে এ উপজেলায় ২ জনের করোনা পজেটিভ ফলাফল এসেছে। একজন অগ্রণী ব্যাংক গাইবান্ধা কর্পোরেট শাখায় কাজ করেন। তার বাড়ি মাগুড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। অপরজন হল কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত। তার বাড়ি পুটিমারী ইউনিয়নে।

পঞ্চগড়ে ২

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মীসহ ২ দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে। গত সোমবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।

গোয়ালন্দে ১

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে আরও এক গৃহবধূর (৫০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ওই গৃহবধূর বাড়ি উপজেলার উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর এলাকায়। এর আগে গতকাল রোববার এক নারীসহ তিনজন করোনা পজিটিভ শনাক্ত হন। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট ২৭ জন। এছাড়া গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডকে ‘ইয়েলো জোন’ ঘোষণা করতে আজ স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কাছে আবেদন করেছে স্বাস্থ্য বিভাগ। সংবাদের সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।