পাঁচ বিদেশি পর্যটককে বহিষ্কার নেপালে

করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে যোগ দেয়ায় পাঁচ বিদেশি পর্যটককে বহিষ্কার করছে নেপাল। তাদের নেপালে ঢোকাও দুই বছরের জন্য নিষিদ্ধ করা হচ্ছে। গত সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রয়টার্স।

নেপালে করোনাভাইরাস ধরা পড়ার পর গত মার্চে লকডাউনের পদক্ষেপ নেয়া হয়। এখনও পর্যন্ত দেশটিতে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২১১ এবং মারা গেছে ১৯ জন। বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত শনিবার মানসম্পন্ন কোয়ারেন্টিন কেন্দ্রসহ আরো বেশি করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা এবং কোভিড-১৯ মোকাবেলার লড়াইয়ে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে স্বচ্ছতার দাবিতে পথে নামে বিক্ষোভকারীরা।

বুধবার, ১৭ জুন ২০২০ , ৩ আষাঢ় ১৪২৭, ২৪ শাওয়াল ১৪৪১

পাঁচ বিদেশি পর্যটককে বহিষ্কার নেপালে

সংবাদ ডেস্ক |

করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে যোগ দেয়ায় পাঁচ বিদেশি পর্যটককে বহিষ্কার করছে নেপাল। তাদের নেপালে ঢোকাও দুই বছরের জন্য নিষিদ্ধ করা হচ্ছে। গত সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রয়টার্স।

নেপালে করোনাভাইরাস ধরা পড়ার পর গত মার্চে লকডাউনের পদক্ষেপ নেয়া হয়। এখনও পর্যন্ত দেশটিতে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২১১ এবং মারা গেছে ১৯ জন। বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত শনিবার মানসম্পন্ন কোয়ারেন্টিন কেন্দ্রসহ আরো বেশি করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা এবং কোভিড-১৯ মোকাবেলার লড়াইয়ে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে স্বচ্ছতার দাবিতে পথে নামে বিক্ষোভকারীরা।