চট্টগ্রামে ওসির ‘আমার ফার্মেসি’

করোনা সংকটে ওষুধ ব্যবসায়ীদের কারসাজি রুখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন। ১৫ শতাংশ কম দামে ওষুধ পৌঁছে দিবেন মানুষের ঘরে ঘরে। ‘আমার ফার্মেসি’ নাম দিয়েই তিনি ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, হটলাইনে ফোন করলেই ১৫ শতাংশ ছাড়ে বাসায়ই ওষুধ পৌঁছে দিবেন স্বেচ্ছাসেবকরা। কোতোয়ালি থানার তত্ত্বাবধানে ‘বিএম রাইডার্স’ এই উদ্যোগ বাস্তবায়ন করছে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এসএম মেহেদী হাসান। শেষে এসএম মেহেদী হাসান বলেন, নগরবাসীর ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করতেই মানবিক এই উদ্যোগ। আশা করি, এই উদ্যোগ ওষুধ নিয়ে অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য দূর করার পাশাপাশি নগরবাসীকে এই করোনায় স্বস্তি দেবে। 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরবাসীর ওষুধ নিয়ে ভোগান্তি দূর করতেই ‘আমার ফার্মেসি’। এটা পুরো চট্টগ্রামবাসীর ফার্মেসি হিসেবে কাজ করবে। হটলাইন ০১৮৭০ ৭০০ ৭০০ নাম্বারে ফোন করলেই বাসাতেই চলে যাবে ওষুধ। ১৫ শতাংশ কম দামে এই ওষুধ সরবরাহ করা হবে। ভর্তুকির মাধ্যমে বর্ধিত টাকা সমন্বয় করা হবে। স্বেচ্ছাসেবক হিসেবে থেকে এই পুরো উদ্যোগ বাস্তবায়ন করবে বাইক স্ট্যান্ট গ্রুপ ‘বিএম রাইডার্স’। তাদের ২০ জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সার্বক্ষণিক নিযুক্ত আছেন। ওষুধ নেয়ার সময় অবশ্যই ডাক্তারের ব্যবস্থাপত্র দেখাতে হবে।

বুধবার, ১৭ জুন ২০২০ , ৩ আষাঢ় ১৪২৭, ২৪ শাওয়াল ১৪৪১

চট্টগ্রামে ওসির ‘আমার ফার্মেসি’

চট্টগ্রাম ব্যুরো

image

করোনা সংকটে ওষুধ ব্যবসায়ীদের কারসাজি রুখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন। ১৫ শতাংশ কম দামে ওষুধ পৌঁছে দিবেন মানুষের ঘরে ঘরে। ‘আমার ফার্মেসি’ নাম দিয়েই তিনি ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, হটলাইনে ফোন করলেই ১৫ শতাংশ ছাড়ে বাসায়ই ওষুধ পৌঁছে দিবেন স্বেচ্ছাসেবকরা। কোতোয়ালি থানার তত্ত্বাবধানে ‘বিএম রাইডার্স’ এই উদ্যোগ বাস্তবায়ন করছে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এসএম মেহেদী হাসান। শেষে এসএম মেহেদী হাসান বলেন, নগরবাসীর ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করতেই মানবিক এই উদ্যোগ। আশা করি, এই উদ্যোগ ওষুধ নিয়ে অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য দূর করার পাশাপাশি নগরবাসীকে এই করোনায় স্বস্তি দেবে। 

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরবাসীর ওষুধ নিয়ে ভোগান্তি দূর করতেই ‘আমার ফার্মেসি’। এটা পুরো চট্টগ্রামবাসীর ফার্মেসি হিসেবে কাজ করবে। হটলাইন ০১৮৭০ ৭০০ ৭০০ নাম্বারে ফোন করলেই বাসাতেই চলে যাবে ওষুধ। ১৫ শতাংশ কম দামে এই ওষুধ সরবরাহ করা হবে। ভর্তুকির মাধ্যমে বর্ধিত টাকা সমন্বয় করা হবে। স্বেচ্ছাসেবক হিসেবে থেকে এই পুরো উদ্যোগ বাস্তবায়ন করবে বাইক স্ট্যান্ট গ্রুপ ‘বিএম রাইডার্স’। তাদের ২০ জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সার্বক্ষণিক নিযুক্ত আছেন। ওষুধ নেয়ার সময় অবশ্যই ডাক্তারের ব্যবস্থাপত্র দেখাতে হবে।