১১ জেলায় নতুন শনাক্ত ২৫০

বরিশালে ৮৪

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশাল বিভাগের ছয় জেলায় গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় নুতন করে আরও ৮৪ জন করোনা সংক্রমণের শিকার হওয়ায় এখন মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৬৯ জনে উন্নীত হল। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও একজনের নাম। এ নিয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মৃত্যুর তালিকায়ও ৩৪ জনের নাম উঠল। তবে এ সময়ে নুতন করে আরও ১৮ জন সহ দক্ষিণাঞ্চলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪১৮ বলে বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে। বরিশাল মহানগরীতে প্রায় সাড়ে ৮শসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৭৮ জনে উন্নীত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীতে প্রায় ৪০ জন সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ৫৪।

সুনামগঞ্জে ৫৮

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন রাত সাড়ে ১১টায় জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা থেকে আজ আরও ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরে ৩ জন, ছাতকে ১৭ জন, জগন্নাথপুরে ৬ জন, দোয়ারা বাজারে ১১ জন, দক্ষিণ সুনামগঞ্জে ১ জন, জামালগগঞ্জে ৯ জন, দিরাইয়ে ৩ জন, বিশ্বম্ভরপুরে ২ জন ও তাহিরপুরে ৬ জন।

গোপালগঞ্জে ২৩

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে করেনায় আক্রান্তের সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০২ জনে। গত ২৪ ঘণ্টায় ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন । মারা গেছেন ৫ জন। গতকাল বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

সিলেটে ৪৩

প্রতিনিধি, সিলেট

সিলেটে নতুন করে আরও ৪৩ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনায় আক্রান্ত এই ৪৩ জনের মধ্যে ৪২ জনই সিলেটের বাসিন্দা। একজনের বাড়ি সুনামগঞ্জ সদরে। এদের মধ্যে সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার একই পরিবারের ১১ জন রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয় তন্মধ্যে ৪৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। তন্মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ২৮জন, বিশ্বনাথ উপজেলার ১৪ ও একজন সুনামগঞ্জ সদরের রয়েছেন।

ঝালকাঠিতে ২

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

গত মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে নতুন করে ২ জন আক্রান্ত হয়েছে। এ যাবত জেলায় ৯৭ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং ৪ জন মৃত্যুবরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে। জেলায় এ পর্যন্ত ১২৫০ জন হোম কোয়ারেণ্টিনে ছিল। তাদের মধ্যে ১১৯৬ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টিনে রয়েছে ৫৪ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।

গৌরনদীতে ১

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। এই নিয়ে গৌরনদীতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। সুস্থ হয়েছেন ৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যদ মো. আমরুল্লাহ। এছাড়া গত দুই দিন যাবত কিট না থাকায় করোনার নমুনা সংগ্রহ বন্ধ রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ফলে করোনার নমুনা দিতে আসা ব্যক্তিরা চরম ভোগান্তি শিকার হচ্ছেন।

নবাবগঞ্জে ২০

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত এ ২০ জনের মধ্যে নতুন করে করোনায় আক্রান্তরা ১৮ জন এবং দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছে ২ জন। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ জন। গত বুধবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে ১৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থও হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার পাওয়া ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় ৯ জন, পাকুন্দিয়ায় ৪ জন, আর হোসেনপুর, বাজিতপুর ও ইটনায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিন জেলায় ২৩ জন সুস্থ হয়েছেন।

মহেশপুরে ১

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার সেজিয়া গ্রামে। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারীতে ব্যাংককর্তা

প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ১০ জন করোনা আক্রান্ত হলেন।

করোনা আক্রান্ত কর্মকর্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ভূরুঙ্গামারী শাখার সহকারী কর্মকর্তা (ক্যাস)। তার নাম আলী আকবর বাদশা। জানা গেছে, তিনি চট্টগ্রামের পুটিয়ার বাসিন্দা। ঈদের ছুটি শেষে গত ৩ জুন তিনি কর্মস্থলে যোগদান করেন। চট্টগ্রাম থেকে আসার কারণে তাকে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে বলে ব্যাংক কর্তৃপক্ষ। এরই মাঝে তিনি অসুস্থবোধ করলে কর্তৃপক্ষ তাকে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে বলে। গত ৮ জুন তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার ১৬ জুন প্রকাশিত ফলাফলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন।

রূপগঞ্জে মেডিকেল অফিসার

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব কুমার নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। আরএমও ফয়সাল আহমেদ জানান, সজীব কুমার গত ১৩ জুন তিনি করোনার নমুনা দেন। পরে মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ৪ আষাঢ় ১৪২৭, ২৫ শাওয়াল ১৪৪১

১১ জেলায় নতুন শনাক্ত ২৫০

বরিশালে ৮৪

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশাল বিভাগের ছয় জেলায় গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় নুতন করে আরও ৮৪ জন করোনা সংক্রমণের শিকার হওয়ায় এখন মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৬৯ জনে উন্নীত হল। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও একজনের নাম। এ নিয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মৃত্যুর তালিকায়ও ৩৪ জনের নাম উঠল। তবে এ সময়ে নুতন করে আরও ১৮ জন সহ দক্ষিণাঞ্চলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪১৮ বলে বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে। বরিশাল মহানগরীতে প্রায় সাড়ে ৮শসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৭৮ জনে উন্নীত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীতে প্রায় ৪০ জন সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ৫৪।

সুনামগঞ্জে ৫৮

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন রাত সাড়ে ১১টায় জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা থেকে আজ আরও ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরে ৩ জন, ছাতকে ১৭ জন, জগন্নাথপুরে ৬ জন, দোয়ারা বাজারে ১১ জন, দক্ষিণ সুনামগঞ্জে ১ জন, জামালগগঞ্জে ৯ জন, দিরাইয়ে ৩ জন, বিশ্বম্ভরপুরে ২ জন ও তাহিরপুরে ৬ জন।

গোপালগঞ্জে ২৩

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে করেনায় আক্রান্তের সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০২ জনে। গত ২৪ ঘণ্টায় ৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন । মারা গেছেন ৫ জন। গতকাল বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

সিলেটে ৪৩

প্রতিনিধি, সিলেট

সিলেটে নতুন করে আরও ৪৩ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনায় আক্রান্ত এই ৪৩ জনের মধ্যে ৪২ জনই সিলেটের বাসিন্দা। একজনের বাড়ি সুনামগঞ্জ সদরে। এদের মধ্যে সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার একই পরিবারের ১১ জন রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষা করা হয় তন্মধ্যে ৪৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। তন্মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ২৮জন, বিশ্বনাথ উপজেলার ১৪ ও একজন সুনামগঞ্জ সদরের রয়েছেন।

ঝালকাঠিতে ২

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

গত মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে নতুন করে ২ জন আক্রান্ত হয়েছে। এ যাবত জেলায় ৯৭ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং ৪ জন মৃত্যুবরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে। জেলায় এ পর্যন্ত ১২৫০ জন হোম কোয়ারেণ্টিনে ছিল। তাদের মধ্যে ১১৯৬ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টিনে রয়েছে ৫৪ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।

গৌরনদীতে ১

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। এই নিয়ে গৌরনদীতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। সুস্থ হয়েছেন ৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যদ মো. আমরুল্লাহ। এছাড়া গত দুই দিন যাবত কিট না থাকায় করোনার নমুনা সংগ্রহ বন্ধ রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ফলে করোনার নমুনা দিতে আসা ব্যক্তিরা চরম ভোগান্তি শিকার হচ্ছেন।

নবাবগঞ্জে ২০

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত এ ২০ জনের মধ্যে নতুন করে করোনায় আক্রান্তরা ১৮ জন এবং দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছে ২ জন। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪ জন। গত বুধবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে ১৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থও হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার পাওয়া ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় ৯ জন, পাকুন্দিয়ায় ৪ জন, আর হোসেনপুর, বাজিতপুর ও ইটনায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিন জেলায় ২৩ জন সুস্থ হয়েছেন।

মহেশপুরে ১

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার সেজিয়া গ্রামে। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারীতে ব্যাংককর্তা

প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ১০ জন করোনা আক্রান্ত হলেন।

করোনা আক্রান্ত কর্মকর্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ভূরুঙ্গামারী শাখার সহকারী কর্মকর্তা (ক্যাস)। তার নাম আলী আকবর বাদশা। জানা গেছে, তিনি চট্টগ্রামের পুটিয়ার বাসিন্দা। ঈদের ছুটি শেষে গত ৩ জুন তিনি কর্মস্থলে যোগদান করেন। চট্টগ্রাম থেকে আসার কারণে তাকে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে বলে ব্যাংক কর্তৃপক্ষ। এরই মাঝে তিনি অসুস্থবোধ করলে কর্তৃপক্ষ তাকে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে বলে। গত ৮ জুন তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার ১৬ জুন প্রকাশিত ফলাফলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন।

রূপগঞ্জে মেডিকেল অফিসার

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব কুমার নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। আরএমও ফয়সাল আহমেদ জানান, সজীব কুমার গত ১৩ জুন তিনি করোনার নমুনা দেন। পরে মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়