ঘরে বসেই টিকিট কেনা যাচ্ছে বিকাশে

স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে ট্রেন, বাস, লঞ্চ, বিমান যাত্রার সুযোগ চালু হয়েছে এ মাসের গোড়ার দিক থেকে। একই সঙ্গে স্টেশনে ভিড় এড়াতে বাংলাদেশ রেলওয়ের সমস্ত টিকিট মিলছে কেবল অনলাইনেই। তাই এই সময়ে গ্রাহকরা কোন ঝুঁকি না নিয়ে ঘরে বসে বিকাশেই টিকিট কিনতে পারছেন ট্রেন সহ বাস, লঞ্চ ও বিমান যাত্রার। টিকিট কিনতে বিকাশ অ্যাপের টিকিট অপশন নির্বাচন করতে হয়।

বাংলাদেশ রেলওয়ের টিকিট কিনতে ট্রেন টিকিট ক্লিক করেই সহজেই যাত্রার তারিখ আসন সংখ্যা প্রভৃতি নির্বাচন করে টিকিট কিনতে পারেন বিকাশ গ্রাহকরা। বিভিন্ন রুটে সীমিত পরিসরে চালু হয়েছে বাস সেবা। বিকাশের টিকিট অপশন থেকে বিডিটিকিটস এর মাধ্যমে ৪৫টি বাস সেবাদানকারী প্রতিষ্ঠানের টিকিট কিনতে পারেন গ্রাহক। লঞ্চ এবং বিমানের ক্ষেত্রেও বিকাশ অ্যাপ থেকে বিডিটিকিটস এর মাধ্যমে টিকিট কিনতে পারবেন গ্রাহক। দেশের ভেতরে অভ্যন্তরীন রুটগুলোর বিমান টিকিট মিলছে নভোএয়ার, ইউএসবাংলা এবং বাংলাদেশ বিমানের। বিকাশ অ্যাপ থেকে বিডিটেকটস এর মাধ্যমেই এসব টিকিট কিনতে পারছেন গ্রাহক। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ৪ আষাঢ় ১৪২৭, ২৫ শাওয়াল ১৪৪১

ঘরে বসেই টিকিট কেনা যাচ্ছে বিকাশে

image

স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নিয়ে ট্রেন, বাস, লঞ্চ, বিমান যাত্রার সুযোগ চালু হয়েছে এ মাসের গোড়ার দিক থেকে। একই সঙ্গে স্টেশনে ভিড় এড়াতে বাংলাদেশ রেলওয়ের সমস্ত টিকিট মিলছে কেবল অনলাইনেই। তাই এই সময়ে গ্রাহকরা কোন ঝুঁকি না নিয়ে ঘরে বসে বিকাশেই টিকিট কিনতে পারছেন ট্রেন সহ বাস, লঞ্চ ও বিমান যাত্রার। টিকিট কিনতে বিকাশ অ্যাপের টিকিট অপশন নির্বাচন করতে হয়।

বাংলাদেশ রেলওয়ের টিকিট কিনতে ট্রেন টিকিট ক্লিক করেই সহজেই যাত্রার তারিখ আসন সংখ্যা প্রভৃতি নির্বাচন করে টিকিট কিনতে পারেন বিকাশ গ্রাহকরা। বিভিন্ন রুটে সীমিত পরিসরে চালু হয়েছে বাস সেবা। বিকাশের টিকিট অপশন থেকে বিডিটিকিটস এর মাধ্যমে ৪৫টি বাস সেবাদানকারী প্রতিষ্ঠানের টিকিট কিনতে পারেন গ্রাহক। লঞ্চ এবং বিমানের ক্ষেত্রেও বিকাশ অ্যাপ থেকে বিডিটিকিটস এর মাধ্যমে টিকিট কিনতে পারবেন গ্রাহক। দেশের ভেতরে অভ্যন্তরীন রুটগুলোর বিমান টিকিট মিলছে নভোএয়ার, ইউএসবাংলা এবং বাংলাদেশ বিমানের। বিকাশ অ্যাপ থেকে বিডিটেকটস এর মাধ্যমেই এসব টিকিট কিনতে পারছেন গ্রাহক। সংবাদ বিজ্ঞপ্তি।