বাম্পার ফলন আম-কাঁঠালের

দাম কম, বিক্রি নিয়ে বিপাকে পাহাড়ের কৃষকরা

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় পাহাড়ে উৎপাদিত আম ও কাঁঠাল যাচ্ছে সারাদেশে। জেলা সদর, দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাংগা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি উপজেলায় উৎপাদন ভালো হওয়ায় স্থানীয় চাহিদা পূরণের পর, দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। তবে এ বছর করোনাভাইরাসের কারণে বিভিন্ন ফলাদি আম ও কাঁঠালের দাম অনেক কম। এসব আম ( কেজি) ও কাঠালের (প্রতিটি/সাইজ/আকার) স্থানীয় চাহিদা মেটানোর পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, মাইজদী, চৌমুহনীসহ দেশের বিভিন্ন আড়তে প্রেরণ করা হয়ে থাকে। প্রতিটি কাঁঠাল আকার অনুসারে ১৫-৩৫ টাকা দরে পাইকারী ক্রয় করা হচ্ছে। তবে এগুলো দেশের বিভিন্ন আড়তে যাওয়ার পর সেখানে ৭০-৯০ টাকা দরে বিক্রি হয়ে থাকে।

ব্যবসায়ীরা জানায়, জেলা সদর কমলছড়ি, রোয়াসায়া পাড়া, সাতভাইয়া পাড়া, হরিনাথ পাড়া, বিচিতলা, ঠাকুরছড়া, চম্পা ঘাট, আখবাড়ি, গুগড়াছড়ি, নুনছড়ি, পেড়াছড়া, আপার পেরাছড়া, আলুটিলা, দীঘিনালা উপজেলার বেতছড়ি, মধ্যবেতছড়ি, মেরুং, ছোট মেরুং, পোমাং পাড়া, জাম্বুড়া পাড়া, রশিকনগরসহ ইত্যাদি এলাকায় আম ও কাঁঠাল বাগান চাষি রয়েছে।

আম্রপালি আমের খ্যাতি রয়েছে দেশজুড়ে। এই আমের চাহিদা থাকায় সময়ের সঙ্গে বেড়েছে চাষাবাদ। গত বছরের তুলনায় এবার জেলায় আমের উৎপাদন বেশি হয়েছে। তবে করোনার কারণে আম বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক। কৃষকরা জানায়, সময়মতো আম বাজারজাত করতে না পারলে লোকসানে পড়তে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের মাটি উর্বর হওয়ায় উৎপাদনমুখী ফলন হয় আমের ফলন ভালো হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার আম যায় দেশের বিভিন্ন স্থানে। পাহাড়ে মূলত আম্রপালি, রাঙ্গুইন, বারি-৪, ৮, ১১ জাতের আম চাষ করা হয়।

খাগড়াছড়ির বাগান মালিক এবং ফলদ বাগান মালিক সমিতির সভাপতির উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু বলেন, আম ও কাঁঠালের ফলন ভালো হলেও বাজারজাত নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। তার উপর করোনার কারণে বিগত বছরের মতো ভালে দাম পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। চাষিদের বাঁচিয়ে রাখার স্বার্থে সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর খাগড়াছড়িতে ৩হাজার ২৪৪ হেক্টর জায়গা জুড়ে প্রায় ২৯ হাজার ১৯৬ মেট্রিক টন আম ও কাঁঠাল উৎপাদন হয়েছে। গত বছরের তুলনায় যা ১৯৬ মেট্রিক টন বেশি।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মতুর্জ আলী বলেন, ইতোমধ্যে আমরা আলোচনা করেছি বাইরে থেকে যারা আম কিনতে খাগড়াছড়ি আসবে তারা যেন নির্বিঘ্নে আম কিনতে পারেন সেটি আমরা গুরুত্ব সহকারে দেখব। এছাড়া করোনার কারণে যদি আম ও কাঠাল বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কৃষি প্রণোদনা দেয়ার বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। এদিকে চাষিরা দশ থেকে বার হাজার কাঁঠাল প্রতি সাপ্তাহিক হাটে নিয়ে আসেন। প্রতিটি কাঁঠাল আকার অনুসারে ১৫-৩৫ টাকা দরে পাইকারী বিক্রি করা হচ্ছে।

গত শনিবার বোয়ালখালী বাজারে কাঁঠাল বিক্রি করতে আসা মো. রমজান আলী জানান, ছোট মেরুং থেকে একশত পঞ্চাশটি কাঁঠাল বিক্রি করতে এনেছি। প্রতিটি কাঁঠাল ত্রিশ টাকা দরে বিক্রি করেছি। গত বাজারের তুলনায় এ বাজারে দর ভালো পেয়েছি।

নোয়াখালীর চৌমুহনীর পাইকারী ক্রেতা আশিষ কুমার জানান, মাটির ভিন্নতার কারণে এখানকার কাঁঠালের চাহিদা বেশি। তাই প্রতি বাজারে দুই থেকে আড়াই হাজার কাঁঠাল ক্রয় করে থাকি। আজও দুই হাজার কাঁঠাল ক্রয় করেছি। আকার অনুসারে প্রতিটি গড়ে ১৮ টাকা হারে পড়েছে।

মো. আমিনুর রহমান ওরফে বাচা সওদাগর জানান, আড়তে কাঁচা কাঁঠালের চাইতে, পাকা কাঠালের চাহিদা বেশি। আমি আজ প্রায় ছয় হাজার কাঁঠাল ক্রয় করেছি। এরমধ্যে চার হাজার চট্টগ্রাম এবং দুই হাজার কাঁঠাল সিলেট পাঠিয়েছি।

এ ব্যাপারে দীঘিনালার উপজেলার কবাখালী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা জানান, দীঘিনালায় আগে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করা হতো না। বিভিন্ন জেলার পাইকাররা এখানে আসায় অনেকেই বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষাবাদ শুরু করছেন। অন্যদিকে কাঁঠালের পুষ্টি ও ওষধিগুণ এবং মাটির ভিন্নতার কারণে এখানকার কাঁঠালের স্বাদও ভিন্ন। স্থানীয় চাহিদা মিটিয়ে কাঁঠাল যাছে, দেশের বিভিন্ন জেলায়।

অপরদিকে স্থানীয়দের প্রত্যাশা কৃষকের আম ও কাঁঠাল চাষিদের বাঁচাতে সরকার বিশেষ বিবেচনায় পণ্য বাজারজাত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে।

image
আরও খবর
ধান-চাল কেনায় অনিয়ম করলে ব্যবস্থা : খাদ্যমন্ত্রী
ভিসা অন-অ্যারাইভাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে কৃষিমন্ত্রী
জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি অপপ্রচারে ব্যস্ত কাদের
নির্মূল কমিটির তিন চিকিৎসক করোনা আক্রান্ত
২৫৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ইতালি গেলেন
তালিকায় ইউপি চেয়ারম্যানের ৫১ আত্মীয়র নাম
রংপুরে ট্রাকসহ ব্রিজ ধসে মহাসড়কে যান চলাচল বন্ধ
৭১ শতাংশ হাসপাতালে করোনা সুরক্ষা নেই রিজভী
ইউপি চেয়ারম্যানসহ ১১ সদস্য বরখাস্ত
পাহাড় ধসের আশঙ্কা সচেতনতায় মাইকিং
আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ : পাল্টাপাল্টি মামলা
শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
লকডাউন ঘোষণার আগেই ব্যাংক কার্যক্রম বন্ধ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ৪ আষাঢ় ১৪২৭, ২৫ শাওয়াল ১৪৪১

বাম্পার ফলন আম-কাঁঠালের

দাম কম, বিক্রি নিয়ে বিপাকে পাহাড়ের কৃষকরা

প্রতিনিধি, খাগড়াছড়ি

image

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় পাহাড়ে উৎপাদিত আম ও কাঁঠাল যাচ্ছে সারাদেশে। জেলা সদর, দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাংগা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি উপজেলায় উৎপাদন ভালো হওয়ায় স্থানীয় চাহিদা পূরণের পর, দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। তবে এ বছর করোনাভাইরাসের কারণে বিভিন্ন ফলাদি আম ও কাঁঠালের দাম অনেক কম। এসব আম ( কেজি) ও কাঠালের (প্রতিটি/সাইজ/আকার) স্থানীয় চাহিদা মেটানোর পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, মাইজদী, চৌমুহনীসহ দেশের বিভিন্ন আড়তে প্রেরণ করা হয়ে থাকে। প্রতিটি কাঁঠাল আকার অনুসারে ১৫-৩৫ টাকা দরে পাইকারী ক্রয় করা হচ্ছে। তবে এগুলো দেশের বিভিন্ন আড়তে যাওয়ার পর সেখানে ৭০-৯০ টাকা দরে বিক্রি হয়ে থাকে।

ব্যবসায়ীরা জানায়, জেলা সদর কমলছড়ি, রোয়াসায়া পাড়া, সাতভাইয়া পাড়া, হরিনাথ পাড়া, বিচিতলা, ঠাকুরছড়া, চম্পা ঘাট, আখবাড়ি, গুগড়াছড়ি, নুনছড়ি, পেড়াছড়া, আপার পেরাছড়া, আলুটিলা, দীঘিনালা উপজেলার বেতছড়ি, মধ্যবেতছড়ি, মেরুং, ছোট মেরুং, পোমাং পাড়া, জাম্বুড়া পাড়া, রশিকনগরসহ ইত্যাদি এলাকায় আম ও কাঁঠাল বাগান চাষি রয়েছে।

আম্রপালি আমের খ্যাতি রয়েছে দেশজুড়ে। এই আমের চাহিদা থাকায় সময়ের সঙ্গে বেড়েছে চাষাবাদ। গত বছরের তুলনায় এবার জেলায় আমের উৎপাদন বেশি হয়েছে। তবে করোনার কারণে আম বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক। কৃষকরা জানায়, সময়মতো আম বাজারজাত করতে না পারলে লোকসানে পড়তে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের মাটি উর্বর হওয়ায় উৎপাদনমুখী ফলন হয় আমের ফলন ভালো হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার আম যায় দেশের বিভিন্ন স্থানে। পাহাড়ে মূলত আম্রপালি, রাঙ্গুইন, বারি-৪, ৮, ১১ জাতের আম চাষ করা হয়।

খাগড়াছড়ির বাগান মালিক এবং ফলদ বাগান মালিক সমিতির সভাপতির উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু বলেন, আম ও কাঁঠালের ফলন ভালো হলেও বাজারজাত নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। তার উপর করোনার কারণে বিগত বছরের মতো ভালে দাম পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। চাষিদের বাঁচিয়ে রাখার স্বার্থে সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর খাগড়াছড়িতে ৩হাজার ২৪৪ হেক্টর জায়গা জুড়ে প্রায় ২৯ হাজার ১৯৬ মেট্রিক টন আম ও কাঁঠাল উৎপাদন হয়েছে। গত বছরের তুলনায় যা ১৯৬ মেট্রিক টন বেশি।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মতুর্জ আলী বলেন, ইতোমধ্যে আমরা আলোচনা করেছি বাইরে থেকে যারা আম কিনতে খাগড়াছড়ি আসবে তারা যেন নির্বিঘ্নে আম কিনতে পারেন সেটি আমরা গুরুত্ব সহকারে দেখব। এছাড়া করোনার কারণে যদি আম ও কাঠাল বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কৃষি প্রণোদনা দেয়ার বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। এদিকে চাষিরা দশ থেকে বার হাজার কাঁঠাল প্রতি সাপ্তাহিক হাটে নিয়ে আসেন। প্রতিটি কাঁঠাল আকার অনুসারে ১৫-৩৫ টাকা দরে পাইকারী বিক্রি করা হচ্ছে।

গত শনিবার বোয়ালখালী বাজারে কাঁঠাল বিক্রি করতে আসা মো. রমজান আলী জানান, ছোট মেরুং থেকে একশত পঞ্চাশটি কাঁঠাল বিক্রি করতে এনেছি। প্রতিটি কাঁঠাল ত্রিশ টাকা দরে বিক্রি করেছি। গত বাজারের তুলনায় এ বাজারে দর ভালো পেয়েছি।

নোয়াখালীর চৌমুহনীর পাইকারী ক্রেতা আশিষ কুমার জানান, মাটির ভিন্নতার কারণে এখানকার কাঁঠালের চাহিদা বেশি। তাই প্রতি বাজারে দুই থেকে আড়াই হাজার কাঁঠাল ক্রয় করে থাকি। আজও দুই হাজার কাঁঠাল ক্রয় করেছি। আকার অনুসারে প্রতিটি গড়ে ১৮ টাকা হারে পড়েছে।

মো. আমিনুর রহমান ওরফে বাচা সওদাগর জানান, আড়তে কাঁচা কাঁঠালের চাইতে, পাকা কাঠালের চাহিদা বেশি। আমি আজ প্রায় ছয় হাজার কাঁঠাল ক্রয় করেছি। এরমধ্যে চার হাজার চট্টগ্রাম এবং দুই হাজার কাঁঠাল সিলেট পাঠিয়েছি।

এ ব্যাপারে দীঘিনালার উপজেলার কবাখালী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা জানান, দীঘিনালায় আগে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করা হতো না। বিভিন্ন জেলার পাইকাররা এখানে আসায় অনেকেই বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষাবাদ শুরু করছেন। অন্যদিকে কাঁঠালের পুষ্টি ও ওষধিগুণ এবং মাটির ভিন্নতার কারণে এখানকার কাঁঠালের স্বাদও ভিন্ন। স্থানীয় চাহিদা মিটিয়ে কাঁঠাল যাছে, দেশের বিভিন্ন জেলায়।

অপরদিকে স্থানীয়দের প্রত্যাশা কৃষকের আম ও কাঁঠাল চাষিদের বাঁচাতে সরকার বিশেষ বিবেচনায় পণ্য বাজারজাত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে।