রংপুরে ট্রাকসহ ব্রিজ ধসে মহাসড়কে যান চলাচল বন্ধ

দুর্ভোগে মানুষ

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী এলাকায় ট্রাকসহ ব্রিজ ধসে যাওয়ায় রংপুরের সঙ্গে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ব্রিজ ধসে যাওয়ায় রংপুর দিনাজপুর মহাসড়কের দু’পাশে শত শত যান আটকা পড়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সুপার গোলাম কিবরিয়া জানান, গতকাল সকাল ১০টার দিকে তারাগঞ্জ উপজেলার চিকলী নামক স্থানে থাকা একটি ব্রিজের উপর দিয়ে ট্রাক পার হবার সময় ব্রিজটি ধসে পড়ে। এতে করে ড্রাইভার ও হেলপার আহত হয়। এ ঘটনার পর থেকে রংপুর দিনাজপুর মহাসড়কে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে রংপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা ধসে যাওয়া ব্রিজটির পরিবর্তে বিকল্প ব্রিজ নির্মাণ শুরু করলেও আজ নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে না বলে সহকারী প্রকৌশলী রেজাউল হক জানিয়েছেন।

অন্যদিকে মহাসড়কের ব্যস্ততম সড়কে ব্রিজ ধসে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও মালামালবাহি ট্রাক ও বাস বিকল্প ৩০ কিলোমিটার পথ ঘুরে যেতে বাধ্য হচ্ছে এতে চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রাইভেট কারসহ ছোট যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার করছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন পুরোপুরি ব্রিজটি স্থাপন করতে কমপক্ষে দু’দিন সময় লাগতে পারে।

রংপুরের তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া দুপুর সাড়ে ৩টার দিকে এ প্রতিনিধিকে জানান পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা থেকে আসা বাস ট্রাকগুলোকে বিকল্প সড়ক নীলফামারীর জলঢাকা দিয়ে যাতায়াত করার পরামর্শ দেয়া হয়েছে। অন্যদিকে দিনাজপুরসহ আশপার্শ্বের এলাকার বাস ট্রাকসহ বড় বড় যানগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে। তবে এতে করে ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হবে।

আরও খবর
ধান-চাল কেনায় অনিয়ম করলে ব্যবস্থা : খাদ্যমন্ত্রী
ভিসা অন-অ্যারাইভাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে কৃষিমন্ত্রী
জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি অপপ্রচারে ব্যস্ত কাদের
নির্মূল কমিটির তিন চিকিৎসক করোনা আক্রান্ত
২৫৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ইতালি গেলেন
দাম কম, বিক্রি নিয়ে বিপাকে পাহাড়ের কৃষকরা
তালিকায় ইউপি চেয়ারম্যানের ৫১ আত্মীয়র নাম
৭১ শতাংশ হাসপাতালে করোনা সুরক্ষা নেই রিজভী
ইউপি চেয়ারম্যানসহ ১১ সদস্য বরখাস্ত
পাহাড় ধসের আশঙ্কা সচেতনতায় মাইকিং
আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ : পাল্টাপাল্টি মামলা
শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
লকডাউন ঘোষণার আগেই ব্যাংক কার্যক্রম বন্ধ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ৪ আষাঢ় ১৪২৭, ২৫ শাওয়াল ১৪৪১

রংপুরে ট্রাকসহ ব্রিজ ধসে মহাসড়কে যান চলাচল বন্ধ

দুর্ভোগে মানুষ

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী এলাকায় ট্রাকসহ ব্রিজ ধসে যাওয়ায় রংপুরের সঙ্গে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ব্রিজ ধসে যাওয়ায় রংপুর দিনাজপুর মহাসড়কের দু’পাশে শত শত যান আটকা পড়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সুপার গোলাম কিবরিয়া জানান, গতকাল সকাল ১০টার দিকে তারাগঞ্জ উপজেলার চিকলী নামক স্থানে থাকা একটি ব্রিজের উপর দিয়ে ট্রাক পার হবার সময় ব্রিজটি ধসে পড়ে। এতে করে ড্রাইভার ও হেলপার আহত হয়। এ ঘটনার পর থেকে রংপুর দিনাজপুর মহাসড়কে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে রংপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা ধসে যাওয়া ব্রিজটির পরিবর্তে বিকল্প ব্রিজ নির্মাণ শুরু করলেও আজ নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে না বলে সহকারী প্রকৌশলী রেজাউল হক জানিয়েছেন।

অন্যদিকে মহাসড়কের ব্যস্ততম সড়কে ব্রিজ ধসে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও মালামালবাহি ট্রাক ও বাস বিকল্প ৩০ কিলোমিটার পথ ঘুরে যেতে বাধ্য হচ্ছে এতে চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রাইভেট কারসহ ছোট যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার করছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন পুরোপুরি ব্রিজটি স্থাপন করতে কমপক্ষে দু’দিন সময় লাগতে পারে।

রংপুরের তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া দুপুর সাড়ে ৩টার দিকে এ প্রতিনিধিকে জানান পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা থেকে আসা বাস ট্রাকগুলোকে বিকল্প সড়ক নীলফামারীর জলঢাকা দিয়ে যাতায়াত করার পরামর্শ দেয়া হয়েছে। অন্যদিকে দিনাজপুরসহ আশপার্শ্বের এলাকার বাস ট্রাকসহ বড় বড় যানগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে। তবে এতে করে ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হবে।