দুই দিন পর পতন শেয়ারবাজারে

গত মঙ্গলবার এবং বুধবার কিছুটা উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিটর দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০ দশমিক ১৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ০ দশমিক ২৭ পয়েন্ট এবং সিডিএসইটি ০ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৮ দশমিক ৫৫ পয়েন্টে, ১৩২৫ দশমিক ৪২ পয়েন্টে এবং ৭৮৪ দশমিক ৮৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৮৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪টির বা ৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮টির বা ৮ শতাংশের এবং ১৯৭টির বা ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দর বেড়েছে, কমেছে ১৬টির আর ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭ লাখ ৮৪ হাজার ২৭৭টি শেয়ার ৪১ বারে হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৭ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৯ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার, দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার এবি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এমএল ডাইংয়ের।

এছাড়া আমান ফিডের ৮ লাখ ৬৪ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৫ লাখ ৪০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১২ লাখ ৯৪ হাজার টাকার, বার্জার পেইন্টসের ২৫ লাখ ৪০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৫ লাখ টাকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৯ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫৪ লাখ ৯০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ২৪ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭ লাখ ১৯ হাজার টাকার, আইএফআইসির ৬ লাখ ৯০ হাজার টাকার, যমুনা অয়েলের ৬ লাখ ৯১ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ১৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ৩৩ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫ লাখ ৪৪ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৭ লাখ ১১ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৫ লাখ ৫৪ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ৬ লাখ ২১ হাজার টাকার, সিনোবাংলার ৫ লাখ ১ হাজার টাকার এবং শাহজিবাজার পাওয়ারের ৫৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

দুই দিন পর পতন শেয়ারবাজারে

image

গত মঙ্গলবার এবং বুধবার কিছুটা উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিটর দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০ দশমিক ১৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ০ দশমিক ২৭ পয়েন্ট এবং সিডিএসইটি ০ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৮ দশমিক ৫৫ পয়েন্টে, ১৩২৫ দশমিক ৪২ পয়েন্টে এবং ৭৮৪ দশমিক ৮৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৮৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪টির বা ৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮টির বা ৮ শতাংশের এবং ১৯৭টির বা ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দর বেড়েছে, কমেছে ১৬টির আর ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭ লাখ ৮৪ হাজার ২৭৭টি শেয়ার ৪১ বারে হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৭ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৯ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার, দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার এবি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এমএল ডাইংয়ের।

এছাড়া আমান ফিডের ৮ লাখ ৬৪ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৫ লাখ ৪০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১২ লাখ ৯৪ হাজার টাকার, বার্জার পেইন্টসের ২৫ লাখ ৪০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৫ লাখ টাকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৯ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫৪ লাখ ৯০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ২৪ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭ লাখ ১৯ হাজার টাকার, আইএফআইসির ৬ লাখ ৯০ হাজার টাকার, যমুনা অয়েলের ৬ লাখ ৯১ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ১৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ৩৩ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫ লাখ ৪৪ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৭ লাখ ১১ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৫ লাখ ৫৪ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ৬ লাখ ২১ হাজার টাকার, সিনোবাংলার ৫ লাখ ১ হাজার টাকার এবং শাহজিবাজার পাওয়ারের ৫৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।