১০ জেলায় ইউএনওসহ শনাক্ত ১৫১

কিশোরগঞ্জে ৮৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

এবার কিশোরগঞ্জে করোনা সংক্রমণের আগের রেকর্ড ভেঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ৮৬ জন! এর আগে ১৪ জুন একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল ৬৯। নতুন ৮৬ জনের মধ্যে ভৈরবে ২৪, সদর উপজেলায় ২২, কুলিয়ারচরে ১৫, কটিয়াদীতে ৭, করিমগঞ্জে ৫, বাজিতপুরে ৪, হোসেনপুরে ৩, নিকলীতে ৩, তাড়াইলে ২ ও পাকুন্দিয়ায় একজন আক্রান্ত হয়েছেন। এদিন সুস্থ হওয়া ২৫ জনের মধ্যে ভৈরবে ৭, হোসেনপুরে ৫, কুলিয়ারচরে ৫, তাড়াইলে ৪, বাজিতপুরে ২, করিমগঞ্জে এক ও অষ্টগ্রামে একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে বুধবার রাতে পাওয়া ২৩৪টি নমুনার ফলাফলে নতুন ৫৭ জন ও পুরনো ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নেগেটিভ এসেছে ১৬৭টি। আর কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার ফলাফলে নতুন ২৯ ও পুরনো ৫টি পজিটিভ এসেছে। নেগেটিভ এসেছে ৬০টি নমুনা। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ৮৩ জন, সুস্থ হয়েছেন ৩৩২ জন, আর মারা গেছেন ১৮ জন। বুধবার আইসোলেশনে ছিলেন ৭১৩ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১১০ জন। আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে ময়মনসিংহের এস.কে হাসপাতালে সদর উপজেলার একজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

বরগুনা ৫

নিজস্ব বার্তা পরিবেশক, বরগুনা

২৪ ঘণ্টায় বরগুনা জেলায় নতুন করে ২ জন কর্মকর্তা ও ১ জন পুলিশ সহ ৫ জন আক্রান্ত হয়েছে। এরা হলেন, বেতাগী পৌরসভার প্রকৌশলী, বামনা উপজেলা বন কর্মকর্তা, বরগুনা পুলিশ লাইনের ১ জন কনস্টেবল, তালতলী উপজেলা কড়ইবাডিয়া এলাকার ১ জন ও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের মা। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১৪২ জন । এর মধ্যে পুরুষ ১০৬, মহিলা ৩৬ জন। আক্রন্তদের মধ্যে সুস্থতার সনদপত্র পেয়ে বাডি ফিরেছে মোট ৭৫ জন, বর্তমানে চিকিৎসাধীন আছেন মোট ৬৫ জন, অদ্যাবধি মৃত্যু বরণ করেছে ২ জন । চিকিৎসাধীন সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। জেলায় অদ্যাবধি মৃত্যু বরণ করেছে মোট ২ জন । আমতলী উপজেলায় ১ জন জি এম দেলায়ার হোসেন (৬৫) ও বেতাগী উপজেলায় ১ জন মো. খলিলুর রহমান (৭২),ফুলতলা, বিবিচিনি ।

খোকসায় ইউএনওসহ ২

প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)

খোকসার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক স্বাস্থ্য কর্মী নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। গত বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে খোকসার ইউএনওর করোনা পজেটিভ শনাক্ত হয় বলে কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। খোকসা থেকে ইউএনও মৌসুমী জেরীন কান্তা বদলি হওয়ার পর গত ১৪ জুন খোকসায় ইউএনও হিসেবে যোগদান করেন মেজবাহ উদ্দীন আহম্মেদ। খোকসার নবাগত ইউএনও এখনো উপজেলায় আসেননি। তিনি জেলাতে যোগদানের পর কুষ্টিয়া সার্কিট হাউসে আছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী রাকিব (৩২) নতুন করে করোনায় আক্তান্ত হয়েছে। তার বাড়ি কুষ্টিয়া জেলা শহরের গোশালা রোডে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামন সোহেল বলেন, স্বাস্থ্য কর্মী রাকিব কুষ্টিয়া থেকেই পি পি আর ল্যাবে নমুনা দিয়েছিল। করোনা পজিটিভ হওয়ার পর সে বর্তমানে তার বাড়িতেই অবস্থান করছে।

চুয়াডাঙ্গায় ১৭

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৭ পুলিশসহ আরও ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে এ তথ্য আসে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, গত বুধবার রাতে ১১৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) এর ফলাফল আসে। এর মধ্যে ৭ পুলিশসহ ১৭ জনের পজিটিভ। এদেও মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন, দামুড়হুদা উপজেলার ১২ জন ও জীবননগর উপজেলার একজন বাসিন্দা রয়েছেন।

গোবিন্দগঞ্জে ১৩ জন

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

গোবিন্দগঞ্জে গত মঙ্গল ও বুধবার আরও ১৩ জন করোনায় আক্রান্তের খরব পাওয়া গেছে। এ ১৩ জন রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষা করে শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৭৮ জন। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম।

বাঁশখালীতে ৬

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাবরিনা জাহান মিলি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন তিনি। অপরাপর আক্রান্তরা হোম কোয়ারান্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। গত মঙ্গলবার (১৬ জুন) বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত বাঁশখালী উপজেলায় মোট ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নবাবগঞ্জে ৫

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে কলাকোপায় ৩, নয়নশ্রীতে ১ ও গালিমপুর ১ জন। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৩৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গোয়ালন্দে ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে গত বুধবার নতুন করে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা হলেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। এদের মধ্যে দুই জনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায় ও একজনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সংবাদের সত্যতা নিশ্চিত করেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা জানান, গত ১১ জুন উজানচর ভূমি অফিসে কর্মরতদের সহ ১১ জনের করোনার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালী আইসিডিডিআরবি তে পাঠানো হয়। তার মধ্যে আজ বুধবার দুপুরে তিন জনের করোনার পজিটিভ রিপোর্ট আসে। তিনি আরও জানান, এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় মোট ৪১৮ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৮১ জনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে।

ঝালকাঠিতে ৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

করোনাজনিত পরিস্থিতির ১০২তম দিন বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১০১ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং ৪ জন মৃত্যু বরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে। এযাবত ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩৪ জন, নলছিটি উপজেলায় ২৮ জন, রাজাপুর উপজেলায় ২৫ জন, ও কাঠালিয়া উপজেলায় ১৪ জন। ঝালকাঠি জেলায় বুধবার পর্যন্ত ১৩৩৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১০৬৭ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১০১ জনের রিপোর্ট পজেটিভ ও ৯৬৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে ।

খাগড়াছড়িতে ১০

প্রতিনিধি, খাগড়াছড়ি

বুধবার বিকেলে প্রাপ্ত রিপোর্টে খাগড়াছড়ি পৌর শহরের ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য রয়েছেন। বাকিরা হচ্ছে খাগড়াপুরের ১ জন, য়ংন্ড বৌদ্ধ বিহার এলাকার ১ জন এবং আনন্দনগর এলাকার ১ জন। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, বুধবার বিকেলে প্রাপ্ত ফলাফলের মধ্যে ১০ জনের পজিটিভ এসেছে।

এনিয়ে জেলায় ১০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ৩৩ জন। ১৪৫০ জনের নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত ১০৬৯ জনের ফলাফল হাতে এসেছে।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

১০ জেলায় ইউএনওসহ শনাক্ত ১৫১

কিশোরগঞ্জে ৮৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

এবার কিশোরগঞ্জে করোনা সংক্রমণের আগের রেকর্ড ভেঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ৮৬ জন! এর আগে ১৪ জুন একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল ৬৯। নতুন ৮৬ জনের মধ্যে ভৈরবে ২৪, সদর উপজেলায় ২২, কুলিয়ারচরে ১৫, কটিয়াদীতে ৭, করিমগঞ্জে ৫, বাজিতপুরে ৪, হোসেনপুরে ৩, নিকলীতে ৩, তাড়াইলে ২ ও পাকুন্দিয়ায় একজন আক্রান্ত হয়েছেন। এদিন সুস্থ হওয়া ২৫ জনের মধ্যে ভৈরবে ৭, হোসেনপুরে ৫, কুলিয়ারচরে ৫, তাড়াইলে ৪, বাজিতপুরে ২, করিমগঞ্জে এক ও অষ্টগ্রামে একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ল্যাব থেকে বুধবার রাতে পাওয়া ২৩৪টি নমুনার ফলাফলে নতুন ৫৭ জন ও পুরনো ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নেগেটিভ এসেছে ১৬৭টি। আর কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার ফলাফলে নতুন ২৯ ও পুরনো ৫টি পজিটিভ এসেছে। নেগেটিভ এসেছে ৬০টি নমুনা। বুধবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ৮৩ জন, সুস্থ হয়েছেন ৩৩২ জন, আর মারা গেছেন ১৮ জন। বুধবার আইসোলেশনে ছিলেন ৭১৩ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১১০ জন। আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে ময়মনসিংহের এস.কে হাসপাতালে সদর উপজেলার একজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

বরগুনা ৫

নিজস্ব বার্তা পরিবেশক, বরগুনা

২৪ ঘণ্টায় বরগুনা জেলায় নতুন করে ২ জন কর্মকর্তা ও ১ জন পুলিশ সহ ৫ জন আক্রান্ত হয়েছে। এরা হলেন, বেতাগী পৌরসভার প্রকৌশলী, বামনা উপজেলা বন কর্মকর্তা, বরগুনা পুলিশ লাইনের ১ জন কনস্টেবল, তালতলী উপজেলা কড়ইবাডিয়া এলাকার ১ জন ও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের মা। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১৪২ জন । এর মধ্যে পুরুষ ১০৬, মহিলা ৩৬ জন। আক্রন্তদের মধ্যে সুস্থতার সনদপত্র পেয়ে বাডি ফিরেছে মোট ৭৫ জন, বর্তমানে চিকিৎসাধীন আছেন মোট ৬৫ জন, অদ্যাবধি মৃত্যু বরণ করেছে ২ জন । চিকিৎসাধীন সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। জেলায় অদ্যাবধি মৃত্যু বরণ করেছে মোট ২ জন । আমতলী উপজেলায় ১ জন জি এম দেলায়ার হোসেন (৬৫) ও বেতাগী উপজেলায় ১ জন মো. খলিলুর রহমান (৭২),ফুলতলা, বিবিচিনি ।

খোকসায় ইউএনওসহ ২

প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)

খোকসার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক স্বাস্থ্য কর্মী নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। গত বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের রিপোর্টে খোকসার ইউএনওর করোনা পজেটিভ শনাক্ত হয় বলে কুষ্টিয়ার সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। খোকসা থেকে ইউএনও মৌসুমী জেরীন কান্তা বদলি হওয়ার পর গত ১৪ জুন খোকসায় ইউএনও হিসেবে যোগদান করেন মেজবাহ উদ্দীন আহম্মেদ। খোকসার নবাগত ইউএনও এখনো উপজেলায় আসেননি। তিনি জেলাতে যোগদানের পর কুষ্টিয়া সার্কিট হাউসে আছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী রাকিব (৩২) নতুন করে করোনায় আক্তান্ত হয়েছে। তার বাড়ি কুষ্টিয়া জেলা শহরের গোশালা রোডে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামন সোহেল বলেন, স্বাস্থ্য কর্মী রাকিব কুষ্টিয়া থেকেই পি পি আর ল্যাবে নমুনা দিয়েছিল। করোনা পজিটিভ হওয়ার পর সে বর্তমানে তার বাড়িতেই অবস্থান করছে।

চুয়াডাঙ্গায় ১৭

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৭ পুলিশসহ আরও ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে এ তথ্য আসে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, গত বুধবার রাতে ১১৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) এর ফলাফল আসে। এর মধ্যে ৭ পুলিশসহ ১৭ জনের পজিটিভ। এদেও মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪ জন, দামুড়হুদা উপজেলার ১২ জন ও জীবননগর উপজেলার একজন বাসিন্দা রয়েছেন।

গোবিন্দগঞ্জে ১৩ জন

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

গোবিন্দগঞ্জে গত মঙ্গল ও বুধবার আরও ১৩ জন করোনায় আক্রান্তের খরব পাওয়া গেছে। এ ১৩ জন রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষা করে শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৭৮ জন। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম।

বাঁশখালীতে ৬

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাবরিনা জাহান মিলি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন তিনি। অপরাপর আক্রান্তরা হোম কোয়ারান্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। গত মঙ্গলবার (১৬ জুন) বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত বাঁশখালী উপজেলায় মোট ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নবাবগঞ্জে ৫

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে কলাকোপায় ৩, নয়নশ্রীতে ১ ও গালিমপুর ১ জন। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৩৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গোয়ালন্দে ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে গত বুধবার নতুন করে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা হলেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। এদের মধ্যে দুই জনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায় ও একজনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সংবাদের সত্যতা নিশ্চিত করেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা জানান, গত ১১ জুন উজানচর ভূমি অফিসে কর্মরতদের সহ ১১ জনের করোনার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালী আইসিডিডিআরবি তে পাঠানো হয়। তার মধ্যে আজ বুধবার দুপুরে তিন জনের করোনার পজিটিভ রিপোর্ট আসে। তিনি আরও জানান, এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় মোট ৪১৮ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৮১ জনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে।

ঝালকাঠিতে ৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

করোনাজনিত পরিস্থিতির ১০২তম দিন বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১০১ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৩৭ জন সুস্থ হয়েছে এবং ৪ জন মৃত্যু বরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে। এযাবত ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩৪ জন, নলছিটি উপজেলায় ২৮ জন, রাজাপুর উপজেলায় ২৫ জন, ও কাঠালিয়া উপজেলায় ১৪ জন। ঝালকাঠি জেলায় বুধবার পর্যন্ত ১৩৩৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১০৬৭ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১০১ জনের রিপোর্ট পজেটিভ ও ৯৬৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে ।

খাগড়াছড়িতে ১০

প্রতিনিধি, খাগড়াছড়ি

বুধবার বিকেলে প্রাপ্ত রিপোর্টে খাগড়াছড়ি পৌর শহরের ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য রয়েছেন। বাকিরা হচ্ছে খাগড়াপুরের ১ জন, য়ংন্ড বৌদ্ধ বিহার এলাকার ১ জন এবং আনন্দনগর এলাকার ১ জন। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, বুধবার বিকেলে প্রাপ্ত ফলাফলের মধ্যে ১০ জনের পজিটিভ এসেছে।

এনিয়ে জেলায় ১০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ৩৩ জন। ১৪৫০ জনের নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত ১০৬৯ জনের ফলাফল হাতে এসেছে।