কায়সার আহমেদের পরিচালনায় ‘গোলমাল’

আরটিভির জন্য নির্মাণ শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক ‘গোলমাল’। এটি পরিচালনার দায়িত্বে আছেন গুণী পরিচালক কায়সার আহমেদ। বুধবার দুপুর ৩টায় বেঙ্গল মাল্টিমিডিয়া তেজগাঁও স্টুডিওতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিদিনের ধারাবাহিক ‘গোলমাল’ নির্মাণ এর শুভ সূচনা ঘোষণা করেন আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান। শুভ সূচনায় তিনি বলেন, ‘আধুনিক শহরের একই মহল্লার অর্ধ শিক্ষিত নব্যধনী তিন পরিবারের মেকি আধুনিকতার প্রতিযোগিতা, পারিবারিক সম্পর্ক- সম্পর্কের স্খলন, প্রেম-বিরহ, মান-অভিমান, দ্বন্দ্ব-সংঘাত, হাসি-কান্নার সম্মিলনে, চলমান সময়ের সামাজিক প্রেক্ষাপটের রম্যরূপ নাটকীয়ভাবে ফুটে উঠবে ‘গোলমাল’-এর এই গল্পে। করোনায় অর্থনীতির ব্যাপক ধ্বসের মধ্যেও দর্শকদের নির্মল বিনোদনের কথা চিন্তা করে আরটিভি নিজস্ব অর্থায়নে এই প্রতিদিনের ধারাবাহিকের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রির জন্য এটি একটি মাইলফলক হবে বলে আমি বিশ্বাস করি। এর দ্বারা নির্মাতা, অভিনয় শিল্পী কালা-কুশলীসহ সবাই উপক্রিত হবে। আর সব শ্রেণীর দর্শকরা পাবেন সুস্থ বিনোদন।’

পরিচালক কায়সার আহমেদ বলেন, ‘আগামী মাস থেকেই এর কাজ শুরু করব। দেশের সুনামধন্য আরও নির্মাতা ও একাধিক চিত্রনাট্যকার এখানে আমার সঙ্গে রচনা ও নির্মাণ প্রক্রিয়ায় বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করবেন। এই নাটকে অভিনয় করবেন আমাদের ইন্ডাস্ট্রির অনেক গুনি অভিনেতা-অভিনেত্রীসহ এক দল প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতা-অভিনেত্রী।’

অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন- ‘অনেকদিন ধরেই আমরা ভালো কিছুর জন্য চেষ্টা করে যাচ্ছি। এটি আমাদের সে চেষ্টারই একটি প্রয়াস। আশা করছি দর্শকরা এই প্রতিদিনের ধারাবাহিকটিকে ভালোভাবে গ্রহণ করবে। অভিনেতা আজিজুল হাকিম বলেন- আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আরটিভি সবসময় সব ভালো কাজের সঙ্গে থাকে। এবার আরেকটি ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং আমি বিশ্বাস করি, এটি শতভাগ সফল হবে। অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন- গতানুগতিক ধারার বাইরে এসে আরটিভি সবসময় ভালো কাজ করে থাকে। প্রতিদিনের ধারাবাহিক গোলমাল নির্মাণ সূচনা তারই প্রমাণ। চিত্রনাট্য লেখক প্যানেল এবং পরিচালক প্যানেল একসঙ্গে কাজ করলে একটি কাজ ভালো হবেই। আমরা অভিনয় শিল্পীরাও একাজটিকে সফল করার জন্য বদ্ধপরিকর থাকবো। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অভিনেতা আবদুল্লাহ রানা, এফএস নাঈম, আহসানুল হক মিনু, মাহমুদুল ইসলাম মিঠু, অভিনেত্রী মোমেনা চৌধুরী, নোভা প্রমুখ। প্রতিদিনের ধারাবাহিক ‘গোলমাল’ বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি) প্রযোজিত নাটক।

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

কায়সার আহমেদের পরিচালনায় ‘গোলমাল’

বিনোদন প্রতিবেদক |

image

আরটিভির জন্য নির্মাণ শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক ‘গোলমাল’। এটি পরিচালনার দায়িত্বে আছেন গুণী পরিচালক কায়সার আহমেদ। বুধবার দুপুর ৩টায় বেঙ্গল মাল্টিমিডিয়া তেজগাঁও স্টুডিওতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিদিনের ধারাবাহিক ‘গোলমাল’ নির্মাণ এর শুভ সূচনা ঘোষণা করেন আরটিভি’র প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান। শুভ সূচনায় তিনি বলেন, ‘আধুনিক শহরের একই মহল্লার অর্ধ শিক্ষিত নব্যধনী তিন পরিবারের মেকি আধুনিকতার প্রতিযোগিতা, পারিবারিক সম্পর্ক- সম্পর্কের স্খলন, প্রেম-বিরহ, মান-অভিমান, দ্বন্দ্ব-সংঘাত, হাসি-কান্নার সম্মিলনে, চলমান সময়ের সামাজিক প্রেক্ষাপটের রম্যরূপ নাটকীয়ভাবে ফুটে উঠবে ‘গোলমাল’-এর এই গল্পে। করোনায় অর্থনীতির ব্যাপক ধ্বসের মধ্যেও দর্শকদের নির্মল বিনোদনের কথা চিন্তা করে আরটিভি নিজস্ব অর্থায়নে এই প্রতিদিনের ধারাবাহিকের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রির জন্য এটি একটি মাইলফলক হবে বলে আমি বিশ্বাস করি। এর দ্বারা নির্মাতা, অভিনয় শিল্পী কালা-কুশলীসহ সবাই উপক্রিত হবে। আর সব শ্রেণীর দর্শকরা পাবেন সুস্থ বিনোদন।’

পরিচালক কায়সার আহমেদ বলেন, ‘আগামী মাস থেকেই এর কাজ শুরু করব। দেশের সুনামধন্য আরও নির্মাতা ও একাধিক চিত্রনাট্যকার এখানে আমার সঙ্গে রচনা ও নির্মাণ প্রক্রিয়ায় বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করবেন। এই নাটকে অভিনয় করবেন আমাদের ইন্ডাস্ট্রির অনেক গুনি অভিনেতা-অভিনেত্রীসহ এক দল প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতা-অভিনেত্রী।’

অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন- ‘অনেকদিন ধরেই আমরা ভালো কিছুর জন্য চেষ্টা করে যাচ্ছি। এটি আমাদের সে চেষ্টারই একটি প্রয়াস। আশা করছি দর্শকরা এই প্রতিদিনের ধারাবাহিকটিকে ভালোভাবে গ্রহণ করবে। অভিনেতা আজিজুল হাকিম বলেন- আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আরটিভি সবসময় সব ভালো কাজের সঙ্গে থাকে। এবার আরেকটি ভালো কাজের উদ্যোগ নিয়েছে এবং আমি বিশ্বাস করি, এটি শতভাগ সফল হবে। অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন- গতানুগতিক ধারার বাইরে এসে আরটিভি সবসময় ভালো কাজ করে থাকে। প্রতিদিনের ধারাবাহিক গোলমাল নির্মাণ সূচনা তারই প্রমাণ। চিত্রনাট্য লেখক প্যানেল এবং পরিচালক প্যানেল একসঙ্গে কাজ করলে একটি কাজ ভালো হবেই। আমরা অভিনয় শিল্পীরাও একাজটিকে সফল করার জন্য বদ্ধপরিকর থাকবো। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অভিনেতা আবদুল্লাহ রানা, এফএস নাঈম, আহসানুল হক মিনু, মাহমুদুল ইসলাম মিঠু, অভিনেত্রী মোমেনা চৌধুরী, নোভা প্রমুখ। প্রতিদিনের ধারাবাহিক ‘গোলমাল’ বেঙ্গল মাল্টিমিডিয়া (আরটিভি) প্রযোজিত নাটক।