সিলেট নগরীতে ১৯ ওয়ার্ড রেডজোনে

সিলেটের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করেছে সিভিল সার্জন কার্যালয়। এ তালিকায় কয়েকটি উপজেলার বিভিন্ন ইউনিয়নও রয়েছে। ইতোমধ্যে রেড, ইয়েলো ও গ্রিনজোনে ভাগ করে গতকাল সিলেটের জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। চিঠিতে জোন ভাগ করা এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে দেখা যায়, নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডকে রেডজোন, ২টি ওয়ার্ডকে ইয়েলো জোন ও ৮টি ওয়ার্ডকে গ্রিনজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ তালিকা অনুযায়ী, সিলেট সিটি করপোরেশনের ১ থেকে ৯, ১২ থেকে ১৪, ১৬ থেকে ১৭, ১৯ থেকে ২২

ও ২৭নং ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১০ ও ১৮ নং ওয়ার্ড ইয়েলো জোন এবং ১১, ১৫, ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড গ্রীনজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, সিলেটের সব উপজেলার সব ইউনিয়নকেও এভাবে তিনটি জোনে ভাগ করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন সিভিল সার্জন। তবে উপজেলাগুলোর জোনিংয়ের পূর্ণাঙ্গ তালিকা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, আমরা নগরী ও উপজেলাগুলোর সব এলাকা তিনটি জোনে ভাগ করে একটি তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। এখন পরবর্তী ব্যবস্থা জেলা প্রশাসক গ্রহণ করবেন।

আরও খবর
আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
২৩টি কোরবানির পশুর হাট বসবে
দেশের উন্নয়নে ঈর্ষান্বিত বিএনপি নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ তথ্যমন্ত্রী
নমুনা পরীক্ষা চিকিৎসক-পুলিশসহ আরও ১৭৮ জন নতুন শনাক্ত
অ্যাডিস মশার উপদ্রব : আক্রান্ত ৩১৩ জন
দু’দিন ধরে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে দুদক চেয়ারম্যান
বিমানে নতুন টিকিট সেল সেন্টার চালু
গ্রেফতার বেরোবির শিক্ষক সিরাজুম মনিরা বরখাস্ত
সরকারের দেয়া দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত সেনাপ্রধান
ইউনাইটেড হাসপাতালের ৪ কর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌদ্দগ্রাম এলাকায় ১২ কিলোমিটার ডাকাতদের স্বর্গরাজ্য
তিন দফতরে নতুন মহাপরিচালক

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

সিলেট নগরীতে ১৯ ওয়ার্ড রেডজোনে

প্রতিনিধি, সিলেট

সিলেটের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করেছে সিভিল সার্জন কার্যালয়। এ তালিকায় কয়েকটি উপজেলার বিভিন্ন ইউনিয়নও রয়েছে। ইতোমধ্যে রেড, ইয়েলো ও গ্রিনজোনে ভাগ করে গতকাল সিলেটের জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। চিঠিতে জোন ভাগ করা এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে দেখা যায়, নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডকে রেডজোন, ২টি ওয়ার্ডকে ইয়েলো জোন ও ৮টি ওয়ার্ডকে গ্রিনজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ তালিকা অনুযায়ী, সিলেট সিটি করপোরেশনের ১ থেকে ৯, ১২ থেকে ১৪, ১৬ থেকে ১৭, ১৯ থেকে ২২

ও ২৭নং ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১০ ও ১৮ নং ওয়ার্ড ইয়েলো জোন এবং ১১, ১৫, ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড গ্রীনজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, সিলেটের সব উপজেলার সব ইউনিয়নকেও এভাবে তিনটি জোনে ভাগ করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন সিভিল সার্জন। তবে উপজেলাগুলোর জোনিংয়ের পূর্ণাঙ্গ তালিকা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, আমরা নগরী ও উপজেলাগুলোর সব এলাকা তিনটি জোনে ভাগ করে একটি তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। এখন পরবর্তী ব্যবস্থা জেলা প্রশাসক গ্রহণ করবেন।