গ্রেফতার বেরোবির শিক্ষক সিরাজুম মনিরা বরখাস্ত

প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সম্পর্কে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেবার অভিযোগে গ্রেফতার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মনিরাকে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে গত ১৩ জুন বেরোবির বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা নিজের ফেসবুক আইডিতে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে ব্যাঙ্গ করে আপত্তিকর স্যাটাস দেন। মহুর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা মোস্তফা কামাল নিজে বাদী হয়ে মেট্রোপলিটান পুলিশের তাজহাট থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে। ওই মামলায় শিক্ষক সিরাজুম মনিরাকে রাতেই গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রথমে ওই শিক্ষককে কারণ দর্শানোর নির্দ্দেশ দেয়। তবে সাসপেন্ড না করে কারন দর্শানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করে। অবশেষে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ শিক্ষক সিরাজুম মুনিরাকে সাসপেন্ড করার আদেশ দেন।

এ ব্যাপারে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহেতারামুল হক জানান উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ ফেস বুকে আপত্তিকর পোস্ট দেবার অভিযোগে ওই শিক্ষককে সাসপেন্ড করার আদেশ দিয়েছেন। বিষয়টি জন সংযোগ দফতর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে শিক্ষক সিরাজুম মনিরাকে ১৪ জুন আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিবুল ইসলাম। আদালত গতকাল রিমান্ড শুানানীর দিন ধার্য করেন। আজ রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানী শেষে রিমান্ড আবেদন না মজ্ঞুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দ্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিবুল ইসলাম।

আরও খবর
আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে ১৯ ওয়ার্ড রেডজোনে
২৩টি কোরবানির পশুর হাট বসবে
দেশের উন্নয়নে ঈর্ষান্বিত বিএনপি নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ তথ্যমন্ত্রী
নমুনা পরীক্ষা চিকিৎসক-পুলিশসহ আরও ১৭৮ জন নতুন শনাক্ত
অ্যাডিস মশার উপদ্রব : আক্রান্ত ৩১৩ জন
দু’দিন ধরে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে দুদক চেয়ারম্যান
বিমানে নতুন টিকিট সেল সেন্টার চালু
সরকারের দেয়া দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত সেনাপ্রধান
ইউনাইটেড হাসপাতালের ৪ কর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌদ্দগ্রাম এলাকায় ১২ কিলোমিটার ডাকাতদের স্বর্গরাজ্য
তিন দফতরে নতুন মহাপরিচালক

শুক্রবার, ১৯ জুন ২০২০ , ৫ আষাঢ় ১৪২৭, ২৬ শাওয়াল ১৪৪১

গ্রেফতার বেরোবির শিক্ষক সিরাজুম মনিরা বরখাস্ত

নিজস্ব বার্তা পরিবেশক |

প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সম্পর্কে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেবার অভিযোগে গ্রেফতার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মনিরাকে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে গত ১৩ জুন বেরোবির বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা নিজের ফেসবুক আইডিতে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে ব্যাঙ্গ করে আপত্তিকর স্যাটাস দেন। মহুর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা মোস্তফা কামাল নিজে বাদী হয়ে মেট্রোপলিটান পুলিশের তাজহাট থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে। ওই মামলায় শিক্ষক সিরাজুম মনিরাকে রাতেই গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রথমে ওই শিক্ষককে কারণ দর্শানোর নির্দ্দেশ দেয়। তবে সাসপেন্ড না করে কারন দর্শানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করে। অবশেষে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ শিক্ষক সিরাজুম মুনিরাকে সাসপেন্ড করার আদেশ দেন।

এ ব্যাপারে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহেতারামুল হক জানান উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ ফেস বুকে আপত্তিকর পোস্ট দেবার অভিযোগে ওই শিক্ষককে সাসপেন্ড করার আদেশ দিয়েছেন। বিষয়টি জন সংযোগ দফতর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে শিক্ষক সিরাজুম মনিরাকে ১৪ জুন আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিবুল ইসলাম। আদালত গতকাল রিমান্ড শুানানীর দিন ধার্য করেন। আজ রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানী শেষে রিমান্ড আবেদন না মজ্ঞুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দ্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহিবুল ইসলাম।