ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন

পেলোসি-বল্টনের কটাক্ষ

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বর অনুষ্ঠেয় ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র আক্রমণের শিকার হয়েছেন। দেশটির বিরোধী ডেমোক্র্যাট ও তার নিজ দল রিপাবলিকান- এ দুই প্রধান দলের পক্ষ থেকেই তাকে কঠোর ভাষায় আক্রমল চালানো হচ্ছে। রয়টার্স।

বার্তা সংস্থাটির গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দেশ চালানোর যোগ্য নন বলে একই সঙ্গে কটাক্ষ করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার ন্যান্সি পেলোসি ও ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্তকৃত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন।

ট্রাম্প দ্বিতীয় দফায় নিজের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিশ্চিত করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা পাওয়ার চেষ্টা করেছিলেন- আর দু’দিন পর প্রকাশ হতে যাওয়া নতুন এক বইয়ে এমন এক বিস্ফোরক দাবি করেছেন সাবেক এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউসে দায়িত্ব পালনের সময়ের ঘটনা নিয়ে বল্টনের লেখা ‘দ্য রুম হয়ার ইট হ্যাপেন’ শিরোনামে ৫৭৭ পৃষ্ঠার বইটি আগামী ২৩ জুন প্রকাশের কথা।

বইটিতে হোয়াইট হাউজে ট্রাম্পের কর্মকাণ্ডের নানা ভুল-ত্রুটির অভিযোগও করেছেন মার্কিন আগ্রাসী পররাষ্ট্র নীতির এই সমর্থক। এ বইয়ের প্রকাশনাকে সামনে রেখে দেশটির প্রভাবশালী সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের সঙ্গে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বল্টন বলেন, ‘তিনি প্রেসিডেন্ট পদের যোগ্য বলে আমি মনে করি না।’ এদিকে সাবেক এ নিরাপত্ত উপদেষ্টার সঙ্গে একমত প্রকাশ করে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসিও এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই নৈতিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে এ পদের যোগ্য নন।’

এ সময় বল্টন তার বইয়ে যেসব অভিযোগ করেছেন- তা শোনার জন্য তাকে কংগ্রেসে সাক্ষ্য দিতে ডাকা হবে কিনা তা নিয়ে অন্য ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন পেলোসি। বল্টন কংগ্রেসে সাক্ষ্য দিলে ট্রাম্পের দক্ষতার বিষয়টি নিয়ে বিতর্ক এমন একটি সময়ে সামনে চলে আসবে যখন ৩ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তবে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এ নির্বাচনের প্রস্তুতি পর্যায়ে প্রতিপক্ষ জো বাইডেনের চেয়ে জনপ্রিয়তায় পিছিয়ে পড়েছেন ট্রাম্প।

জনমত জরিপে বাইডেনের

চেয়ে পিছিয়ে ট্রাম্প

রয়টার্সের অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী তিন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বাইডেনের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। করোনা মহামারী ও গত মাসের শেষ সপ্তাহ থেকে দেশে পুলিশি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া মার্কিনিরা ট্রাম্পের প্রতি ক্রমেই বিরূপ হয়ে উঠতে থাকায় তার সমর্থন কমছে। তার নিজ দল রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের সমর্থন মার্চ থেকে জুনের মধ্যে ১৩ পয়েন্ট কমেছে।

রয়টার্স/ইপসোস পরিচালিত ছয় দিনের এক জরিপে দেখা গেছে, ১৩ পয়েন্টের ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। গত ১০ জুন থেকে ১৬ জুন পরিচালিত ওই জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৪৮ শতাংশের অভিমত, তারা নির্বাচনে বাইডেনকে সমর্থন দেবেন। আর ৩৫ শতাংশ বলেছেন, তারা ট্রাম্পকে সমর্থন করবেন। এ জরিপ বলছে, চলতি বছর প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে অঙ্গরাজ্য পর্যায়ে ডেমোক্র্যাটদের মনোনয়ন প্রতিযোগিতা শুরু। রয়টার্স/ইপসোস জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের ৫৭ শতাংশই ট্রাম্পের কাজকে সমর্থন করেননি। মাত্র ৩৮ শতাংশ মানুষ তাকে সমর্থন দিয়েছেন। গত বছর নভেম্বরের পরে এটাই ট্রাম্পের পক্ষে সমর্থনের সর্বনিম্ন রেটিং।

এদিকে এ মাসের শুরুর দিকে মার্কিন সংবাদ মাদ্যম সিএনএনের একই ধরনের একটি জরিপেও দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্পের জন্য স্পষ্টতই এ এক সতর্কবার্তা। এতে ট্রাম্পের সমর্থনের ভিত টলে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।

রবিবার, ২১ জুন ২০২০ , ৭ আষাঢ় ১৪২৭, ২৮ শাওয়াল ১৪৪১

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন

পেলোসি-বল্টনের কটাক্ষ

সংবাদ ডেস্ক |

image

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বর অনুষ্ঠেয় ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র আক্রমণের শিকার হয়েছেন। দেশটির বিরোধী ডেমোক্র্যাট ও তার নিজ দল রিপাবলিকান- এ দুই প্রধান দলের পক্ষ থেকেই তাকে কঠোর ভাষায় আক্রমল চালানো হচ্ছে। রয়টার্স।

বার্তা সংস্থাটির গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দেশ চালানোর যোগ্য নন বলে একই সঙ্গে কটাক্ষ করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার ন্যান্সি পেলোসি ও ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্তকৃত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন।

ট্রাম্প দ্বিতীয় দফায় নিজের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিশ্চিত করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা পাওয়ার চেষ্টা করেছিলেন- আর দু’দিন পর প্রকাশ হতে যাওয়া নতুন এক বইয়ে এমন এক বিস্ফোরক দাবি করেছেন সাবেক এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউসে দায়িত্ব পালনের সময়ের ঘটনা নিয়ে বল্টনের লেখা ‘দ্য রুম হয়ার ইট হ্যাপেন’ শিরোনামে ৫৭৭ পৃষ্ঠার বইটি আগামী ২৩ জুন প্রকাশের কথা।

বইটিতে হোয়াইট হাউজে ট্রাম্পের কর্মকাণ্ডের নানা ভুল-ত্রুটির অভিযোগও করেছেন মার্কিন আগ্রাসী পররাষ্ট্র নীতির এই সমর্থক। এ বইয়ের প্রকাশনাকে সামনে রেখে দেশটির প্রভাবশালী সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের সঙ্গে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বল্টন বলেন, ‘তিনি প্রেসিডেন্ট পদের যোগ্য বলে আমি মনে করি না।’ এদিকে সাবেক এ নিরাপত্ত উপদেষ্টার সঙ্গে একমত প্রকাশ করে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসিও এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই নৈতিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে এ পদের যোগ্য নন।’

এ সময় বল্টন তার বইয়ে যেসব অভিযোগ করেছেন- তা শোনার জন্য তাকে কংগ্রেসে সাক্ষ্য দিতে ডাকা হবে কিনা তা নিয়ে অন্য ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন পেলোসি। বল্টন কংগ্রেসে সাক্ষ্য দিলে ট্রাম্পের দক্ষতার বিষয়টি নিয়ে বিতর্ক এমন একটি সময়ে সামনে চলে আসবে যখন ৩ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তবে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এ নির্বাচনের প্রস্তুতি পর্যায়ে প্রতিপক্ষ জো বাইডেনের চেয়ে জনপ্রিয়তায় পিছিয়ে পড়েছেন ট্রাম্প।

জনমত জরিপে বাইডেনের

চেয়ে পিছিয়ে ট্রাম্প

রয়টার্সের অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী তিন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বাইডেনের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। করোনা মহামারী ও গত মাসের শেষ সপ্তাহ থেকে দেশে পুলিশি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া মার্কিনিরা ট্রাম্পের প্রতি ক্রমেই বিরূপ হয়ে উঠতে থাকায় তার সমর্থন কমছে। তার নিজ দল রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের সমর্থন মার্চ থেকে জুনের মধ্যে ১৩ পয়েন্ট কমেছে।

রয়টার্স/ইপসোস পরিচালিত ছয় দিনের এক জরিপে দেখা গেছে, ১৩ পয়েন্টের ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। গত ১০ জুন থেকে ১৬ জুন পরিচালিত ওই জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৪৮ শতাংশের অভিমত, তারা নির্বাচনে বাইডেনকে সমর্থন দেবেন। আর ৩৫ শতাংশ বলেছেন, তারা ট্রাম্পকে সমর্থন করবেন। এ জরিপ বলছে, চলতি বছর প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে অঙ্গরাজ্য পর্যায়ে ডেমোক্র্যাটদের মনোনয়ন প্রতিযোগিতা শুরু। রয়টার্স/ইপসোস জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের ৫৭ শতাংশই ট্রাম্পের কাজকে সমর্থন করেননি। মাত্র ৩৮ শতাংশ মানুষ তাকে সমর্থন দিয়েছেন। গত বছর নভেম্বরের পরে এটাই ট্রাম্পের পক্ষে সমর্থনের সর্বনিম্ন রেটিং।

এদিকে এ মাসের শুরুর দিকে মার্কিন সংবাদ মাদ্যম সিএনএনের একই ধরনের একটি জরিপেও দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্পের জন্য স্পষ্টতই এ এক সতর্কবার্তা। এতে ট্রাম্পের সমর্থনের ভিত টলে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।