বর্ণবাদ তদন্তের উদ্যোগ নিল জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের অধিকারের সুরক্ষায় বর্ণবাদের তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। গত মাসের মেষ সপ্তাহে (২৫ মো) দেশটির মিনেসোঅঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে শ্বেতাঙ্গ এক পুলিশের নিপীড়নে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মার্কিনী জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে আফ্রিকান দেশগুলোর দাবির প্রেক্ষিতে গত শুক্রবার এ তদন্তের নির্দেশ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। রয়টার্স।

বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, এদিন জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের বিরুদ্ধে চলে আসা বর্ণবাদী বৈষম্য, অন্যায়, অবিচারের তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। নির্মম এ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বর্ণবাদ ও পুলিশী বর্বরতার তদন্ত চেয়ে আফ্রিকার দেশগুলোর আনা প্রস্তাবনা সর্বসম্মতভাবে গৃহীত হয়। আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে বুরকিনা ফাসোর রাষ্ট্রদূত শুক্রবার মানবাধিকার পরিষদে এ প্রস্তাবনা উপস্থাপন করে তা সবাইকে গ্রহণ করার আহ্বান জানান।

সদস্য রাষ্ট্রগুলো তা গ্রহণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেকে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ এবং পুলিশের অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা এবং একবছরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছে।

আফ্রিকার দেশগুলোর প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য সব দেশে আফ্রিকান ও আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের বিরুদ্ধে বর্ণবাদী নিপীড়ন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ নানা অন্যায়, অবিচার খতিয়ে দেখার পাশাপাশি ফেডারেল, রাজ্য এবং স্থানীয় সরকার পর্যায়েও শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি তৎপরতা এবং অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েডও গত বুধবার যুক্তরাষ্ট্রে পুলিশের বর্বরতা এবং বর্ণবাদী বৈষম্য তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদকে আহ্বান জানান।

রবিবার, ২১ জুন ২০২০ , ৭ আষাঢ় ১৪২৭, ২৮ শাওয়াল ১৪৪১

ফ্লয়েড হত্যাকাণ্ড

বর্ণবাদ তদন্তের উদ্যোগ নিল জাতিসংঘ

সংবাদ ডেস্ক |

যুক্তরাষ্ট্রের আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের অধিকারের সুরক্ষায় বর্ণবাদের তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। গত মাসের মেষ সপ্তাহে (২৫ মো) দেশটির মিনেসোঅঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে শ্বেতাঙ্গ এক পুলিশের নিপীড়নে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মার্কিনী জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে আফ্রিকান দেশগুলোর দাবির প্রেক্ষিতে গত শুক্রবার এ তদন্তের নির্দেশ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। রয়টার্স।

বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেছে, এদিন জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের বিরুদ্ধে চলে আসা বর্ণবাদী বৈষম্য, অন্যায়, অবিচারের তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। নির্মম এ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বর্ণবাদ ও পুলিশী বর্বরতার তদন্ত চেয়ে আফ্রিকার দেশগুলোর আনা প্রস্তাবনা সর্বসম্মতভাবে গৃহীত হয়। আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে বুরকিনা ফাসোর রাষ্ট্রদূত শুক্রবার মানবাধিকার পরিষদে এ প্রস্তাবনা উপস্থাপন করে তা সবাইকে গ্রহণ করার আহ্বান জানান।

সদস্য রাষ্ট্রগুলো তা গ্রহণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেকে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ এবং পুলিশের অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা এবং একবছরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছে।

আফ্রিকার দেশগুলোর প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য সব দেশে আফ্রিকান ও আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের বিরুদ্ধে বর্ণবাদী নিপীড়ন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনসহ নানা অন্যায়, অবিচার খতিয়ে দেখার পাশাপাশি ফেডারেল, রাজ্য এবং স্থানীয় সরকার পর্যায়েও শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি তৎপরতা এবং অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েডও গত বুধবার যুক্তরাষ্ট্রে পুলিশের বর্বরতা এবং বর্ণবাদী বৈষম্য তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদকে আহ্বান জানান।