বাংলালিংক ও টিচ ইট-এর যৌথ উদ্যোগে পিইসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন লাইভ ক্লাস

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও কমিউনিটিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্ম টিচ ইট যৌথ উদ্যোগে পিইসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন লাইভ ক্লাস চালু করেছে। বাংলালিংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি পরিচালিত ডিজিটাল উদ্যোক্তাদের সহযোগিতামূলক কর্মসূচি আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী একটি স্টার্টআপ টিচ ইট। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে অনলাইনশিক্ষার সুবিধা দেওয়াই উদ্যোগটি মূল লক্ষ্য। এই উদ্যোগের আওতায়, অভিজ্ঞ শিক্ষকদের নেওয়া বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে টিচ ইট-এর ফেসবুক পেজে (https://www.facebook.com/teachitonline)। অনলাইনভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শুরু হবে ২১ জুন, ২০২০ থেকে। লাইভ সেশনের পর ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন দেখা যাবে বাংলালিংক এর টফি ও টিচ ইট-এর ডিজিটাল প্ল্যাটফর্মে। বাংলালিংক গ্রাহকরা www.teachit.online ভিজিট করে বিনা মূল্যে ক্লাসগুলো দেখতে পারবেন।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “বাংলালিংক আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী স্টার্টআপ টিচ ইট-এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। সংকটের এই সময়ে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করছে টিচ ইট। সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোক্তাদেরকে পরিচর্যা করে তাদের সঠিক নির্দেশনা দেওয়া গেলে তারা সমাজসেবায় কতোটা অবদান রাখতে পারে, তা এই উদ্যোগটির মাধ্যমে প্রতিফলিত হয়। আমরা এমন একটি লক্ষ্য নিয়েই বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি শুরু করেছিলাম। আমাদের সেই প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের উপকৃত হতে দেখে আমরা আনন্দিত।”

টিচ ইট-এর কো-ফাউন্ডার ও চিফ মার্কেটিং অফিসার সৈয়দ নাইমুল হোসেন বলেন, “টিচ ইট-এর যাত্রার শুরু থেকেই বাংলালিংক আমাদের সহযোগিতা করে আসছে। আমাদের প্রধান লক্ষ্য হলো সবার কাছে অনলাইন শিক্ষার সুবিধা পৌঁছে দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলালিংকের সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। তাদের এই সহযোগিতা আমাদের করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লাইভ ক্লাসের সুবিধা দেওয়ার উদ্যোগটিকে আরও কার্যকর করবে। ” সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২১ জুন ২০২০ , ৭ আষাঢ় ১৪২৭, ২৮ শাওয়াল ১৪৪১

বাংলালিংক ও টিচ ইট-এর যৌথ উদ্যোগে পিইসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন লাইভ ক্লাস

image

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও কমিউনিটিভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্ম টিচ ইট যৌথ উদ্যোগে পিইসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন লাইভ ক্লাস চালু করেছে। বাংলালিংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি পরিচালিত ডিজিটাল উদ্যোক্তাদের সহযোগিতামূলক কর্মসূচি আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী একটি স্টার্টআপ টিচ ইট। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে অনলাইনশিক্ষার সুবিধা দেওয়াই উদ্যোগটি মূল লক্ষ্য। এই উদ্যোগের আওতায়, অভিজ্ঞ শিক্ষকদের নেওয়া বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হবে টিচ ইট-এর ফেসবুক পেজে (https://www.facebook.com/teachitonline)। অনলাইনভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শুরু হবে ২১ জুন, ২০২০ থেকে। লাইভ সেশনের পর ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন দেখা যাবে বাংলালিংক এর টফি ও টিচ ইট-এর ডিজিটাল প্ল্যাটফর্মে। বাংলালিংক গ্রাহকরা www.teachit.online ভিজিট করে বিনা মূল্যে ক্লাসগুলো দেখতে পারবেন।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “বাংলালিংক আইটি ইনকিউবেটরে অংশগ্রহণকারী স্টার্টআপ টিচ ইট-এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। সংকটের এই সময়ে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করছে টিচ ইট। সম্ভাবনাময় ডিজিটাল উদ্যোক্তাদেরকে পরিচর্যা করে তাদের সঠিক নির্দেশনা দেওয়া গেলে তারা সমাজসেবায় কতোটা অবদান রাখতে পারে, তা এই উদ্যোগটির মাধ্যমে প্রতিফলিত হয়। আমরা এমন একটি লক্ষ্য নিয়েই বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি শুরু করেছিলাম। আমাদের সেই প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের উপকৃত হতে দেখে আমরা আনন্দিত।”

টিচ ইট-এর কো-ফাউন্ডার ও চিফ মার্কেটিং অফিসার সৈয়দ নাইমুল হোসেন বলেন, “টিচ ইট-এর যাত্রার শুরু থেকেই বাংলালিংক আমাদের সহযোগিতা করে আসছে। আমাদের প্রধান লক্ষ্য হলো সবার কাছে অনলাইন শিক্ষার সুবিধা পৌঁছে দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলালিংকের সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। তাদের এই সহযোগিতা আমাদের করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের লাইভ ক্লাসের সুবিধা দেওয়ার উদ্যোগটিকে আরও কার্যকর করবে। ” সংবাদ বিজ্ঞপ্তি।